সিভিল MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর সকল এমসিকিউ এই ওয়েবসাইটয়ে পাবেন। চাকরি প্রস্তুতির জন্য এই ওয়েবসাইট থেকে পড়াশোনা করলে পরীক্ষার কমন পাবেন। Civil Engineering এ সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil Bangla MCQ, Civil Engineering MCQ
1. দেশীয় ইটের আদর্শ আকার কত (ইঞ্চি)?
৯.৫ × ৪.৫ × ২.৭৫
৯.৫ × ৪.৫ × ২.৫০
৯.৫ × ৫.০ × ২.৭৫
১০.০ × ৫.০ × ৩.০
2. নিচের কোন আকৃতির Soil particle-কে Fine aggregae বলা হয়?
৪.৭৫ মিমি
৪.৭৬ মিমি অপেক্ষা কম
৬.৭৫ মিমি
৬.৭৫ মিমি অপেক্ষা বেশি
3. ১ মিম পুরু ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত?
৬৮৫ কেজি
৭০০ কেজি
৭৮৫ কেজি
৮৮৫ কেজি
4. কংক্রিটের কিউরিং কেন করা হয়?
শক্তি বর্ধনের জন্য
ঠান্ডা করার জন্য
ভালো ফিনিশিং-এর জন্য
কোনোটিই নয়
5. মাটি কমপ্যাকশন কেন করা হয়?
মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধির জন্য
ভালো মাটি পাওয়ার জন্য
খরচ কমানোর জন্য
পানি প্রবাহ বন্ধ করার জন্য
6. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
২০ ব্যাগ
১৫ ব্যাগ
কোনোটিই নয়
7. Theodolite একটি জরিপযন্ত্র, যা নিচের কোন কাজে ব্যবহার করা হয়?
Tightening the capstan-headed nuts of level tube
Measurement of horizontal angle only
Measurement of vertical angle only
Measurement of both horizontal and vertical angle
8. কোন ক্ষেত্রে Critical path method ব্যবহার করা হয় না?
ভবন নির্মাণ
রাস্তা নির্মাণ
সেতু নির্মাণ
Research and development project
9. ভবন কাঠামোতে Concrete প্রধানত কী ধরনের চাপ বহন করে?
Compression
Tension
উভয় প্রকারের
কোনোটিই নয়
10. কোনটি In-situ test?
Consolidation test
Triaxial test
Vane shear test
Grain size analysis
11. নিচের কোনটি Water supply system-এর উপাদান নয়?
Source of supply
Treatment system
Distribution system
Sanitation system
12. End-bearing pile-এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Skin friction > End bearing
Skin friction = End Bearing
End bearing > Skin friction
কোনোটিই নয়
13. ১২ মিমি ব্যাসের Reinforcement bar-এর প্রতি মিটারের ওজন কত?
০.৯১২ কেজি
০.৮৮৮ কেজি
০.৭৯৮ কেজি
০.৭৫৮ কেজি
14. মাটির ভারবহন ক্ষমতা নির্ধারণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?
Specific gravity test
Soil cone method
SPT
Hammer test
15. নিম্নের কোনটি Shallow foundation?
Well foundation
Pile foundation
Pier foundation
Footing
16. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়?
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
17. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
18. The number of bags of cement required per cubic meter of 1:1.5:3 approximately. concrete will be
3 to 4
4 to 5
5 to 6
6 to 8
19. M35 গ্রেডের কংক্রিটের Water-cement ration-এর আদর্শ মান কত?
৪৫%
৫০%
৪০%
২৫%
20. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা overburnt হলে
ইটের ওজন প্রতিটি ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনোটিই নয়