EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

শিক্ষার্থীদের সাধারণ প্রশ্ন

1. আমি কিভাবে কোর্স কিনবো বা ভর্তি হবো?
👉 খুব সহজ! পছন্দের কোর্সের পেজে যান, “Enroll Now” বা “ভর্তি হোন” বাটনে ক্লিক করুন। তারপর বিকাশ, নগদ বা অনলাইন পেমেন্টের মাধ্যমে কোর্স ফি প্রদান করুন। পেমেন্ট সম্পন্ন হলেই আপনি সঙ্গে সঙ্গে কোর্সে অ্যাক্সেস পাবেন।

2. কোর্সগুলো কি রেকর্ড করা ভিডিও নাকি লাইভ ক্লাস?
👉 আমাদের বেশিরভাগ কোর্স লাইভ ক্লাস এবং সাথে রেকর্ড ভিডিও লেকচার ও দেওয়া হয়, যাতে আপনি নিজের সুবিধামতো সময়ে দেখতে পারেন। তবে আপনি চাইলে শুধু রেকর্ড ক্লাসও নিতে পারবেন। আর স্পেশাল কোর্সে লাইভ সেশনের সুবিধাও দেওয়া হয়।

3. কোর্সের মেয়াদ কতদিন?
👉 বেশিরভাগ কোর্সে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন, অর্থাৎ একবার ভর্তি হলে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন — সময়ের কোনো সীমাবদ্ধতা নেই।

4. কোর্সে কি প্র্যাকটিক্যাল বা বাস্তব উদাহরণ দেওয়া আছে?
👉 অবশ্যই! প্রতিটি কোর্স বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। এখানে প্র্যাকটিক্যাল ভিডিও, সাইট উদাহরণ, রিয়েল প্রজেক্ট ও ফাইল ডেমো যুক্ত থাকে।

5. মোবাইল ফোন থেকে কি কোর্স দেখা যাবে?
👉 হ্যাঁ, আমাদের ওয়েবসাইট মোবাইল ও কম্পিউটার—দুই প্ল্যাটফর্মেই ব্যবহারযোগ্য। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই যেকোনো সময় শেখা সম্ভব।

6. কোর্স কিনে যদি ভালো না লাগে, তাহলে কি টাকা ফেরত পাবো?
👉 আমরা ১০০% মান নিশ্চিত করি। তবে যদি কোনো কারণে কোর্স শুরু না হয় বা টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, তাহলে ৭ দিনের মধ্যে রিফান্ড সুবিধা পাবেন (শর্ত সাপেক্ষে)।

 

7. কোর্সে কোনো প্রশ্ন থাকলে কি শিক্ষককে জিজ্ঞাসা করা যাবে?
👉 হ্যাঁ, প্রতিটি কোর্সে “Ask a Question” বা “Discussion” অপশন রয়েছে, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন। শিক্ষক বা সাপোর্ট টিম উত্তর প্রদান করবেন।

8. আমি বিদেশে থাকি, তবুও কি কোর্স করতে পারবো?
👉 অবশ্যই! আমাদের কোর্সগুলো অনলাইন ভিত্তিক, তাই পৃথিবীর যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় শেখা সম্ভব — শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট।

9. আমি কোর্স কিনলে কি সাথে সাথে ভিডিও দেখতে পারবো?
👉 হ্যাঁ! আপনি পেমেন্ট সম্পন্ন করার পরপরই কোর্সটি আপনার একাউন্টে আনলক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রথম ক্লাস থেকে শেখা শুরু করতে পারবেন।

 

10. আমি কোর্স ফি কিভাবে পরিশোধ করবো?
👉 আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কোর্স ফি পরিশোধ করতে পারবেন। প্রতিটি কোর্স পেজে পেমেন্টের বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকে।

11. আমি যদি মাঝপথে কোর্স বন্ধ করি, পরে আবার চালিয়ে যেতে পারবো কি?
👉অবশ্যই পারবেন! আপনি যেখান থেকে বন্ধ করেছিলেন, সেখান থেকেই আবার কোর্স চালিয়ে যেতে পারবেন — সব অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে সেভ থাকে।

12. কোর্সে কি প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট আছে?
👉 হ্যাঁ, অনেক কোর্সে রিয়েল প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, যাতে শেখার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে পারেন।

13. আমি একসাথে একাধিক কোর্সে ভর্তি হতে পারবো কি?
👉 হ্যাঁ, আপনি চাইলে একসাথে একাধিক কোর্সে ভর্তি হতে পারেন। প্রতিটি কোর্স আলাদা ভাবে আপনার প্রোফাইলে সংরক্ষিত থাকবে।

14. Engineering Classroom কাদের জন্য উপযুক্ত?
👉 এই প্ল্যাটফর্ম মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, পেশাজীবী ও টেকনিক্যাল লার্নারদের জন্য তৈরি। এখানে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত সবার জন্য উপযুক্ত কোর্স রয়েছে।