🏗️ আমাদের সম্পর্কে জানুন
সিভিল ইঞ্জিনিয়ারিং শেখার সবচেয়ে নির্ভরযোগ্য নাম — Engineering Classroom!
Engineering Classroom বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য তৈরি একটি সম্পূর্ণ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য — বাস্তবমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তি, এবং সহজ উপস্থাপনার মাধ্যমে আপনাকে এমনভাবে প্রস্তুত করা, যাতে আপনি দক্ষ, আত্মবিশ্বাসী ও কর্মক্ষেত্রে সফল হতে পারেন।
এখানে আপনি পাবেন—
📘 সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব বিষয়ভিত্তিক ভিডিও কোর্স
📗 জব প্রিপারেশন ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট ট্রেনিং
📙 BOQ, Estimate, Design, Construction Process সহ হাতে-কলমে শেখা বিষয়বস্তু
আমাদের প্রতিটি কনটেন্ট তৈরি করা হয় অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে, বাস্তব কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশি প্রেক্ষাপটে ব্যবহারিক দিক বিবেচনা করে।
🎯 আমাদের মূল লক্ষ্য:
- সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আরও সহজ ও কার্যকর করা
- শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনে সহায়তা করা
- ডিজিটাল মাধ্যমে দেশের কারিগরি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন
💡 আমাদের প্রতিশ্রুতি:
প্রতি সপ্তাহে নতুন ভিডিও লেকচার, নির্ভুল কনটেন্ট, এবং মানের কোনো আপস নয় —
কারণ আমরা বিশ্বাস করি,
"দক্ষ ইঞ্জিনিয়ারই দেশের উন্নয়নের ভিত্তি।"
🌐 আমাদের সঙ্গে থাকুন:
শিখুন, অনুশীলন করুন, এবং হয়ে উঠুন আগামী দিনের সফল ইঞ্জিনিয়ার।
Engineering Classroom–এর সঙ্গে আপনার শেখার যাত্রা হোক আরও সহজ, বাস্তবমুখী ও অনুপ্রেরণামূলক।
📩 যোগাযোগ: engineeringclassroom24@gmail.com
🌍 ওয়েবসাইট: www.engineeringclassroom.com
▶️ ইউটিউব: youtube.com/@EngineeringClassroom
📱 ফেসবুক: facebook.com/EngineeringClassroomBD