Image
Image
About Me

“ আপনি জন্ম থেকে মেধাবী না হতে পারেন,

তবে যে কোন সময়ে তা অর্জন করতে পারেন।। “

আমি Himalay Sen একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে গণপূর্ত অধিদপ্তরে (PWD) কর্মরত আছি এবং আমি Engineering Classroom ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা। আমার প্রতিষ্ঠিত এই ইউটিউব চ্যানেল বাংলাদেশে সিভিল ডিপার্টমেন্টের জন্য সর্বপ্রথম ও বর্তমানে সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার সাবস্ক্রাইবার আছে। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল সিভিল ডিপার্টমেন্টের ছাত্র/ছাত্রী আমার ইউটিউব চ্যানেল ফলো করে এবং উপকৃত হচ্ছে।

একটা সময় BPSC নিয়োগে ৩০০ জনের পোস্টে ২৫০ জনই লিখিত পাস করতো না। বর্তমানে ৩০০ জনের পোস্টে ৩০০০+ জন লিখিত পাস করে। এই ক্ষেত্রে আমার অনলাইন ক্লাস গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে প্রায় সবাই বলে সরকারি চাকরি বা ডুয়েট এডমিশনের জন্য সিভিল ডিপার্টমেন্ট বেসিক থেকে কমপ্লিট করতে Himalay Sen স্যারের বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশে সকল ইঞ্জিনিয়ারিং সেক্টরে সরকারি চাকরিজীবীদের মধ্যে আমার ১/২ জন্ স্টুডেন্ট পেয়ে যাবেন।

আমার অর্জন সমূহঃ

১। আমি ঢাকা পলিটেকনিকের শিক্ষক হিসাবে কর্মরত ছিলাম।

২। বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছি।

৩। আমার শিক্ষামূলক প্লাটফর্মের জন্য  “ সিলভার প্লে বাটন “  অ্যাওয়ার্ড পেয়েছি।

৪। আমার Engineering Classroom ইউটিউব চ্যানেল বর্তমানে বাংলাদেশে সিভিল ডিপার্টমেন্টের জন্য সবচেয়ে বড় ও সর্বপ্রথম ইউটিউব চ্যানেল।

৫। বাংলাদেশে সিভিল ডিপার্টমেন্টের জন্য প্রথম অনলাইন ওয়েবসাইট engineeringclassroom.com আমি প্রথম বানিয়েছি। 

 

একই সাথে আমি সিভিল ডিপার্টমেন্টের ছাত্র/ছাত্রীদের জন্য জব কোচ ও দিক নির্দেশক। আমার দিক নির্দেশনায় ও পরামর্শে পড়াশোনা করে বর্তমানে ২০০ + স্টুডেন্টের সরকারি চাকরি হয়েছে এবং বর্তমানে ৮০০+ স্টুডেন্ট আমার কাছে সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে।

 

আপনিও যদি সরকারি চাকরি প্রস্তুতি বা ডুয়েট এডমিশনের জন্য ডিপার্টমেন্ট বেসিক থেকে A টু Z কমপ্লিট করতে চান তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক আইডিঃ Himalay Sen

ফেসবুক গ্রুপঃ Job Preparation : Civil Department (SAE)

Whatsapp গ্রুপঃ চাকরি প্রস্তুতি সিভিল ডিপার্টমেন্ট 

স্টাডি মেসেঞ্জার গ্রুপ: https://m.me/j/AbZEzkUHeYU9Xpoa/

 

পরিশেষে বলতে চাই, পড়াশোনা না করে কান্নাকাটি করে অভিযোগ করে লাভ নেই। জীবন অটোমেটিক্যালি পাল্টায় না। পরিশ্রম ও সঠিক গাইডলাইন অনুসরণ করার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। 

 

Himalay Sen

Sub Assistant Engineer, PWD

Founder: Engineering Classroom