EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. হাই-টেক পার্ক কোথায় অবস্থিত?
খুলনা
বাগেরহাট
সিলেট
কালিয়াকৈর
ব্যাখ্যা: ব্যাখ্যা: কালিয়াকৈর-এ হাই-টেক পার্ক অবস্থিত। এটি ২৩২ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। ২০৩০ সালে হাই-টেক পার্ক থেকে ১০ হাজার কোটি টাকার। সফটওয়‍্যার রপ্তানি সম্ভব হবে।
102. জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ছিলেন?
আব্দুল মালেক
উকিল মির্জা গোলাম হাফিজ
শাহ্ আব্দুল হামিদ
হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা: ব্যাখ্যা: গণ পরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ্। জাতিসংঘে সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী।
103. What is the masculine form of 'bee'?
drone
colt
hart
stag
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bee এর Masculine form Drone. Hind এর Masculine stag. Colt-এর feminine form filly
104. বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস কোন সালে পায়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০২ সালে
105. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
মেহেরপুর
নারায়ণগঞ্জ
মাগুরা
পঞ্চগড়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা। নারায়ণগঞ্জ জেলার আয়তন ৬৮৩.১৪ বর্গকিমি।
106. কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন?
হুমায়ুন রশীদ চৌধুরী
এসএএমএস কিবরিয়া
শফি সামী
এ.কে. আবদুল মোমেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি। তিনি জাতিসংঘের ২৯তম অধিবেশনে অর্থাৎ ১৯৭৪ সালে সভাপতিত্ব করেন।
107. 'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
কলকাতা
ওয়াশিংটন
লন্ডন
নিউইয়র্ক
ব্যাখ্যা: ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ১ আগস্ট ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তার জন্য অনুষ্ঠিত হয়েছিল "কনসার্ট ফর বাংলাদেশ।" এতে বব ডিলান, জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশংকর অংশগ্রহণ করেন।
108. A rolling stone gathers no moss. What 'rolling' is?
verbal noun
participle
adjective
gerund
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে Word দ্বারা Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Adjective বলে। এখানে Stone (Noun)-এর অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে, Stone-টি rolling অবস্থায়, অর্থাৎ ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। সুতরাং এটি পাথরটির অবস্থা সম্পর্কে বর্ণনা করে, তাই এটি Adjective হবে। Option (গ) সঠিক উত্তর। আবার, Noun-এর পূর্বে Present participle হলে সেটি Adjective হয়। rooling হলো Present participle এবং Stone হলো Noun। সুতরাং সঠিক উত্তর হলো Adjective
109. সংবিধানের কয়টি কয়টি সংশোধনী হয়েছে?
১৪টি
১৫টি
১৬টি
১৭টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানে মোট ১৭টি সংশোধনী হয়েছে। ৮ আগস্ট ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী হয়। উল্লেখ্য, সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
110. ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?
ঢাকা
লন্ডন
চট্টগ্রাম
লাহোর
111. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন্ জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
ঢাকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। ২০১৩ সালে এর কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2400 MW।
112. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
বাঞ্ছারামপুর
হোমনা
নবীনগর
ব্যাখ্যা: ব্যাখ্যা: কুমিল্লা জেলার মুরাদনগরে বাখরাবাদ গ্যাসক্ষেত্র অবস্থিত। ১৯৬৯ সালে এটি আবিষ্কৃত হয়। এ গ্যাসক্ষেত্র থেকে মোট উত্তোলনযোগ্য গ্যাসের ৫৮.৭৪% উত্তোলন করা হচ্ছে।
115. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
প্রধানমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি
চীফহুইপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে পারেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি নিয়োগ হন ৪৮নং অনুচ্ছেদ অনুসারে।
116. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
৬.১৫ কিমি
৬.৩৫ কিমি
৫.৩ কিমি
৫.৭৫ কিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। এর প্রস্থ ১৮.১০ মিটার। এর মোট পিলার ৪২টি। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
117. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৫টি
২৪টি
২৬টি
২৮টি
118. মুক্তিযুদ্ধকালে দেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
১০টি
১১টি
১২টি
১৪টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
119. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কয়জন ছিল?
২০ জন
২৫ জন
৩০ জন
৩৫ জন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬৮ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আগরতলা ষড়যন্ত্রের আসামি করা হয়। এর উল্লেখযোগ্য কয়েকজন আসামি বঙ্গবন্ধু শেখ মুজিব, মোয়াজ্জেম হোসেন। মামলা নিষ্পত্তি হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
120. The roads of Dhaka are wider-
then Rajbari
than Rajbari
then that of Rajbari
than those of Rajbari
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুটি বস্তুর মধ্যে তুলনা করার সময় একই Noun হলে পূর্ববর্তী Noun-এর পুনরাবৃত্তি দূর করার Plural noun-এর স্থলে those বসে।