Image
MCQ
1321. আয়তাকার লাভজনক সেকশন যা থেকে পাওয়া যায়-
বেগ
নির্গমন
চাপ
সর্বোচ্চ নির্গমন
1322. অয়্যার নদীর মধ্যে থাকে-
আড়াআড়ি
সাইডে
প্রান্তে
সোজা
1323. নিচের কোনটি আয়তাকার নছ হিসেবে ধরা হয়?
অয়্যার
নছ
ডাউক
ব্যারেজ
1324. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
সমান
তিনগুণ
অর্ধেক
দ্বিগুন
1326. পরীক্ষামূলকভাবে Cc পরিমাপ করে নিম্নের কোন সম্পর্ক বের করা হয়-
Cc= Cd/Cv
Cc
Cc= Cv/Cd
Cc= Cr/ Cv
1327. খোলা চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহমান তরলের ওপর বায়ুমন্ডলের --পড়ে।
ওজন
চাপ
তল
সবকয়টি
1328. পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভিজা তলের পরিসীমা বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে হাইড্রোলিক-
গড় চাপ বলে
গড় পৃষ্ঠটান বলে
গড় গভীরতা বলে
গড় ধাক্কা বলে
1329. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোন বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
সংকুচিত হয়
অপচয় হয়
অপরিবর্তিত থাকে
1330. ভিজা ক্ষেত্রফল ও ভিজা পরিসীমা অনুপাতকে চাজির সূত্রে প্রকাশ করে-
C দ্বারা
M দ্বারা
P দ্বারা
N দ্বারা
1331. যখন অরিফিস থেকে তরুল বায়ুমন্ডলে নির্গত না হয়ে অন্য পদার্থে নির্গত হয় তখন তাকে বলে--
অরিফিস
সাবমার্জড অরিফিস
আয়তাকার অরিফিস
নিমজ্জিত অরিফিস
1332. ল্যাবরেটরিতে পানির প্রবাহ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-
নছ
ড্যাস
ব্যারেজ
অয়্যার
1333. পাইপ দিয়ে তরল প্রবাহের সময় শক্তি-
বাড়ে
কমে
সমান থাকে
স্থির থাকে
1334. নিচের কোন বৈজ্ঞানিক দেখতে পান যে তরল প্রবাহিত হওয়ার সময় কিছুটা সংকোচন ঘটে-
ফুড
প্যাসকেল
ফ্রান্সিস
বেঞ্জিন
1335. ফোন নালা প্রস্থচ্ছেদে যে পরিমান পানির মধ্যে ডুবিয়ে থাকে সে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে বলে-
ক্ষেত্রগুণ
পরিমান
গভীরতা
ভিজা ক্ষেত্রফল
1337. অয়্যার প্রধানত-
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
1338. নছ ব্যবহৃত হয় তরল পদার্থের নির্গমন-
দেখার জনা
ঘনত্বের জন্য
মাপার জনা
প্রবাহের জন্য
1339. নছ এ তরল পদার্থ যার ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলে-
সিল
জোট
ন্যাপ
স্টিপ
1340. ট্রাপিজিয়াম চ্যানেলে A.C. কে Constant রাখলে তখনই নির্গমন সর্বোচ্চ হবে, যখন-
A/P
m/N
P/A
N/m