সংবিধান MCQ
1. প্রধান নির্বাচন কমিশনারসহ জাতীয় নির্বাচন কমিশনের মোট সদস্য কতজন?
৩
৪
৫
৭
2. বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? / বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
১৬ বৎসর
১৮ বৎসর
২০ বৎসর
২১ বৎসর
3. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২২
4. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর উল্লেখ করা হয়েছে?
৩ নং
৪ নং
৫ নং
৬ নং
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ১৩ এ গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে জানুয়ারি, ১৯৭২ মন্ত্রীসভার প্রথম বৈঠকে নির্বাচিত হয়। সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে।.
5. বাংলাদেশের বর্তমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
রফিকুল হক
সৈয়দ মাহমুদ হোসেন
মুসলিম চৌধুরী
6. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
দুর্নীতি দমন কামিশন
মানবাধিকার কমিশন
তথ্য কমিশন
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
7. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক?
চতুরঙ্গ
মুক্তধারা
পুনশ্চ
শেষের কবিতা
8. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?
অনুচ্ছেদ-৭
অনুচ্ছেদ-৪(১)
অনুচ্ছেদ-৪ক
অনুচ্ছেদ-৭(গ)
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ক অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
9. সংবিধান অনুযায়ী সরকারি কর্ম কমিশন ও নির্বাচন কমিশন ইত্যাদি হলো
সরকারি প্রতিষ্ঠান
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
সাংবিধানিক প্রতিষ্ঠান
কর্পোরেশন
10. কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
৩০ দিন
৬০ দিন
৯০ দিন
১৮০ দিন
11. নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
প্রধান নির্বাচন কমিশনার
চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
12. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
সরকারি কর্ম কমিশন
নির্বাচন কমিশন
জাতীয় মানবাধিকার কমিশন
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
13. বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
২৫
২৬
২৭
২৮
14. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ-
৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
15. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ?
১২৪ নং অনুচ্ছেদে
১১৯ নং অনুচ্ছেদে
১২১ নং অনুচ্ছেদে
১১৮ নং অনুচ্ছেদে
16. বাংলাদেশে কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
কে. এম. নুরুল হুদা
কে. এম. নুরুল হুদা
ড. সোহরাব হোসেন
17. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
১৪
১৫
১৬
১৭
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়।
18. বাংলাদেশে কর্ম কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
কে. এম. নুরুল হুদা
সৈয়দ মাহমুদ হোসেন
ড. জিনাতুননেসা তাহমিদা বেগম
19. সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন?
১২৪
১২৩
১২৫
১২১
20. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ এর কথা উল্লেখ করা হয়েছে?
৮১
৮৫
৮৭
৮৮