MCQ
1. অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
2. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোনটির জন্য বিখ্যাত?
শিপিং
অটোমোবাইল
ঘড়ি
তেল ও প্রাকৃতিক সম্পদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র।
3. বাংলাদেশে বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
আনন্দ শিপইয়ার্ড লি:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি:
খুলনা শিপইয়ার্ড
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটে
4. করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ - মৃত্যুবরণ করেছে কোন দেশে?
ব্রাজিলে
মার্কিন যুক্তরাষ্ট্র
ভারত
রাশিয়া
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে । করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
5. Choose the correct article: Can you please help me pick out---birthday present for my father?
a
an
the
no article
6. HIV হলো এক প্রকার-
ভাইরাস
ব্যাকটেরিয়া
কীট
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: HIV (Human Immunodeficiency Virus)
এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে মানবদেহে মরণবাধি এইডস রোগের সৃষ্টি করে। আরও কিছু ভাইরাসজনিত রোগ হলো-জান্ডিস, হাম, জলাতঙ্ক ইত্যাদি।
7. কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই?
ড্যাস
হাইফেন
কোলন
সেমিকোলন
8. সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশ কোনটি?
নেপাল
বাংলাদেশ
আফগনিস্তান
ইথিওপিয়
9. কোন বানানটি শুদ্ধ?
দিগভ্রান্ত
পুরস্কার
পূর্ণমুদ্রণ
ষ্টেশনারী
10. 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কুঞ্চন
প্রসারণ
বিকৃষ্ণন
প্রসারিত
11. The top of the ground on which the foundation of road rests, is called (সড়কের ভিত্তি ভূমির যে স্থানের উপর অবস্থান তাকে বলে-
Sub-grade
soling
Base
wearing
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
বাংলাদেশ বিমানবাহিনী উপ-সহকারী প্রকৌশলী প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: মাটির যে স্তর সড়ক কাঠামোকে ধারণ করে তাকে সড়কের সাবগ্রেট বলে। সাবগ্রেট Stabilized করতে ব্যবহার করা হয় সিমেনচ অথবা চুন।
12. The main object of providing a camber is-(ক্যাম্বার প্রদানের কারণ)
To make the road surface impervious
To make the road surface durable
To drain off rain water from road surface, as quickly as possible
All of these
13. 'ন্যায়সঙ্গত' কোন ধরনের সমাস-সাধিত পদ?
তুৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
14. ২০২০ সালে কত জন মহিলা নোবের পুরস্কার পেয়েছেন?
৪ জন
৫ জন
৭ জন
৩ জন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: ২০২০ সালে ৪ জন মহিলা নোবেল পুরস্কার লাভ করেন। এদের মধ্যে রসায়নে যৌথভাবে নোবেল পেয়েছেন শারপেনটিয়ের ও জেনিফার এ ডাউডনা।
15. Level crossing is a (লেভেল ক্রসিং হলো)--
regulatory sign
warning sign (সতর্কতা মূলক)
informatory sing (তথ্য মূলক)
none of these
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
বাংলাদেশ বিমানবাহিনী উপ-সহকারী প্রকৌশলী প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: লেভেল ক্রসিং হলো একপ্রকার সতর্কতা মূলক।
16. The super - elevation is সুপার এলিভেশন
directly proportional to the velocity of vehicles (যানবাহনের গতির সমানুপাতিক)
inversely proportional to the velocity of vehicles
directly proportional to the width of
inversely proportional to the width of pavement
17. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মির্মিত হলে ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?
১৫০০ মে. ও.
১৯০০ মে. ও.
২০০০ মে. ও.
২৪০০ মে. ও.
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট হতে মোট ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
18. বাংলা উপসর্গ কয়টি?
১৯টি
২০টি
২১টি
২২টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: বাংলা উপসর্গ অ, অহা, অজ, অনা, অ, আড়, আন, ২১টি আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
19. আফ্রিদি' উপজাতি কোন দেশে বাস করে?
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
পাকিস্তান
উজবেকিস্তান
20. 'ব্রিসবেন' কোন দেশের সমুদ্র বন্দার?
যুক্তরাজ্য
জার্মানি
অস্ট্রেলিয়া
বেলজিয়াম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: ব্রিসবেন অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর। শহরটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং ব্রিসবেন নদীর তীরে মোরটন উপসাগরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর।