EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি, প্রাচীন জনপদ ও ইতিহাস MCQ
1. কোন সালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন?
১২১২
১২০০
১২০৪
১২১১
2. কত সালে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কার করেন?
১৪৮৭
১৪৯০
১৪৯৮
১৫০২
3. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল-
মুর্শিদাবাদ
ঢাকা
গৌড়
জাহঙ্গীর নগর
ব্যাখ্যা: সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর এবং সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮ - ১৩৫২)। তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০- ১৫৬৫)।
4. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
গৌড়
পুণ্ড
সমতট
হরিকেল
ব্যাখ্যা: বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র। প্রাচীনযুগে বাংলা নামে কোনো অষন্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌডড় হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার সবপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র।
5. ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা -
আল বুকার্ক
ভাস্কো-দা-গামা
বার্থোলোমিউ দিয়াজ
ফ্রান্সিসকো-ডি-আলসিডা
6. বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-
মোহাম্মদ বরকতুল্লাহ
জি. সি. দেব
আরজ আলী মাতুব্বর
আব্দুল মতীন
7. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? / কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
ফার্ডন্যান্ড ম্যাগেলান
ভাস্কো-দা-গামা
কলম্বাস
ফ্রান্সিস ড্রেক
8. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
১৭৮৩ সালে
১৭৮৮ সালে
১৭৯৩ সালে
১৭৯৮ সালে
ব্যাখ্যা: চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন। এই চুক্তির মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয়।
10. কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়?/ ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় –
১৪৯৮ সালে
১৪৯২ সালে
১৫১৭ সালে
১৬৪৮ সালে
11. কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন?
পর্তুগিজরা
ব্রিটিশরা
ওলন্দাজরা
ফরাসিরা
12. ভাস্কো-দা-গামা ভারতে প্রথম অবতরণ করেন -
কোচিন বন্দরে
চট্টগ্রাম বন্দরে
গোয়া বন্দরে
কালিকট বন্দরে
13. বাংলার প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন
হাজ্জাজ বিন ইউসুফ
মুহম্মদ বিন কাসিম
মুহম্মদ ঘুরী
বখতিয়ার খলজি
16. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
মহাভারত
রামায়ণ
গীতা
বেদ
17. উয়ারী বটেশ্বর কী কারণে আলোচিত?
বাণিজ্য কেন্দ্র
প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র
বাণিজ্য সম্পদ প্রাপ্তি
সাহিত্য চর্চা কেন্দ্র
ব্যাখ্যা: উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কারণে আলোচিত। উয়ারী-বটেশ্বর ২০০০ সালে প্রত্নতাত্তিক খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ আবিষ্কারের কারণে আলোচনায় এসেছে। এ স্থানটি > নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত।
19. প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
ঢাকা ও কুমিল্লা
ময়মনসিংহ ও নেত্রকজোনা
কুমিল্লা ও নোয়াখালী
ময়মনসিংহ ও জামালপুর