EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

গুরুত্বপূর্ণ সীমারেখা ও অঞ্চল MCQ
1. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
এলওসি
ম্যাজিনো লাইন
ব্যাখ্যা: Note: বর্তমানে ভারত ও আফগানিক্সনের মধ্যে কোন সীমারেখা নেই। ব্রিটিশ আমলে ভারতবর্ষ ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা লাইন ছিল ডুরাল্ড লাইন। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা লাইন ডুরান্ড লাইন।
2. 'ডুরাল্ড লাইন' কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনটিই নয়
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
3. র‍্যাডক্লিফ লাইন' কোন দু'টি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি-ফ্রান্স '
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ভারত-চীন
ভারত-পাকিস্তান
4. 'ডুরাল্ড লাইন' কোন দুটি দেশের সীমান্ত রেখা?
বাংলাদেশ-ভারত
ভারত-চীন
পাকিস্তান-আফগানিস্তান
ভুটান-ভারত
5. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
India-Pakistan
India-China
China-Tibet
India-Bhutan
6. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ‌‌্যাকার সীমারেখা ----
ডুরাল্ড লাইন
ম্যাজিনো রেখা
৩৮তম অক্ষরেখা
ম্যাকমোহন লাইন
7. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা-
ম্যাকমোহন লাইন
ম্যানারহেইম লাইন
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
8. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
র‍্যাডক্লিফ লাইন
ম্যাকমোহন রেখা
ডুরাল্ড রেখা
ম্যানারহিম রেখা'
9. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
11. বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন দুটি দেশের নাম হলো-
ভারত ও ভুটান
ভারত ও মায়ানমার
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
ব্যাখ্যা: ভারত ও মায়ানমার বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে।
12. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন।
রেডলাইন
ডুরাল্ড লাইন।
র‍্যাডক্লিফ লাইন
13. জার্মাণ আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরাল্ড লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাজিনো লাইন
ম্যাকমোহন লাইন
16. North & South Korea are divided by the--
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
17. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ইসরাইল ও জর্ডান
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
চীন ও তাইওয়ান
ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা: Hints: জম্মু ও কাশ্মীর অঞ্চলে পাকিস্তান ও ভারতের মধ্যকার সীমান্তবর্তী রেখা Line of Contol (LoC) বা নিয়ন্ত্রণ রেখা। চীন নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর অঞ্চল পৃথক করেছে Line of Actual Line (LAC) বাmপ্রকৃত নিয়ন্ত্রণ রেখা।
18. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরাল্ড লাইন
ম্যাকমোহন লাইন
তালেবান লাইন
র‍্যাডক্লিফ লাইন
19. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
সনোরা লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা লাইন
হিন্ডারবার্গ লাইন
20. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
চীন ও রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তান
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত