MCQ
3981. Which of the following words is not plural?
feet
lice
news
men
3982. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী
3983. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২
3984. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
3985. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশে মোট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আছে ১৩টি। কয়েকটি উল্লেখযোগ্য সংকটাপন্ন এলাকা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, সুন্দরবন, কক্সবাজার, টেকনাফ।
3986. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
প্রথম ভাগ
তৃতীয় ভাগ
দ্বিতীয় ভাগ
পঞ্চম ভাগ
3987. I came home after the rain-
had stopped
has stopped
stop
stopped
3988. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
দক্ষিণ কোরিয়া
জাপান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরবর্তী ফুটবল বিশ্বকাপ তথা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর, যা অনুষ্ঠিত হবে মুসলিম দেশ কাতারে। সেখানে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ।
3989. The correct plural form of 'half' is:
halve
halves
halfs
halffs
3990. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
3991. The child cried for-mother.
its
it's
her
his
3992. he and I-well.
are
am
was
is
3993. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
দশটি
এগারোটি
বারোটি
নয়টি
3994. What type of noun the underlined word is? 'Water has no colour of its own'.
common
proper
abstract
material
3995. In order to improve farming methods, we need-
machine
machinery
a machinery
machineries
3996. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হলে সুন্দরবন
3997. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ইংল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০১৯ সালে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
3998. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
ব্যাখ্যা: নোট: পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০১৮-১৯ এর জাতীয় প্রবৃদ্ধির হার ছিল ৮.১৩ শতাংশ। ২০২১-২২ এ প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭.২ শতাংশ।
3999. I could not - laughing.
but
help
assist
though
4000. Identify the correct sentences:
It is raining for two days
it rained for two days
It has been raining for two days
It was raining for two days