Image
MCQ
4041. 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
Scarce
Abundant
Widespread
Limited
4042. সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
Consciencious
Conscienctious
Consciencitious
Conscientious
4043. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
২০ ব্যাগ
১৫ ব্যাগ
কোনোটিই নয়
4044. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রাহমান
4045. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
4046. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম সুফিয়া কামাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ড. নীলিমা ইব্রাহিম
সনজিদা খাতুন
4047. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
4048. সঠিক বানান কোনটি?
প্রতিযোগীতা
মুমুর্ষু
পুরস্কার
সবগুলোই
4049. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে বিবৃত হয়েছে-
জেলেদের জীবনাচরণ
মাঝিদের জীবনাচরণ
কোলকাতাবাসীর জীবনাচরণ
বিত্তবান মানুষের জীবনাচরণ
4050. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
4051. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
4052. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
4053. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
কাব্যগ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
4055. পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
১৮
২০
২২
২৪
4056. একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩: ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে পুরুষের সংখ্যা কত?
৩০
৪০
৩৫
৪৫
4057. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান
4058. কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল-
১৮৬১
১৯১৩
১৮৯৯
১৯৪৩
4059. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবি-
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
4060. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
লালন ফকির শাহ
আব্দুল করিম আব্বাস উদ্দিন
আব্বাস উদ্দিন