MCQ
4601. One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -Which of the following words represents truely the character of the person mentioned above?
office
benevolent
officious
bureaucraticcial
ব্যাখ্যা: Hints: যে ব্যক্তি অসঙ্গতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই অপছন্দ করে। Benevolent- দয়ালু, সদাশয়, Official- রীতিমাফিক, আনুষ্ঠানিক, Officious- গায়ে পড়ে সাহায্য করে এমন এবং Burenicratic- আমলাতান্ত্রিক।One who unduly forwards in rendering services for others is not generally liked in society. -Which of the following words represents truely the character of the person mentioned above? official benevolent officious bureaucratic Hints: যে ব্যক্তি অসঙ্গতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই অপছন্দ করে। Benevolent- দয়ালু, সদাশয়, Official- রীতিমাফিক, আনুষ্ঠানিক, Officious- গায়ে পড়ে সাহায্য করে এমন এবং Burenicratic- আমলাতান্ত্রিক।
4602. A girl who is going to be married-
beloved
wile
bridegroom
bride
4603. A person unable to pay his debts-
solvent
poor
miser
insolvent
ব্যাখ্যা: Hints: ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে বলা হয় insolient (কণ পরিশোধে অসমর্থ, দেউলিয়া)।
4604. 'Syntax' means-
Manner of speech
Supplementary tax
Sentence building
Synchrounizing act
4605. Many islands make up-
an isles
an archipelago
a peninsula
a continent
4606. Capital punishment means-
imprisonment
death penalty
freedom
misery
ব্যাখ্যা: Hints: Capital punishment (মৃত্যুদণ্ড) অর্থ death penalty (মৃত্যুদণ্ড)।
4607. Razzmatazz means-
A musical instrument
A well-planned programme
A noisy activity
A musical activity.
ব্যাখ্যা: Hints: A musical instrument-একটি একটি সুপরিকল্পিত কর্মসূচি। Razmatazz অর্থ A noisy acticity-কোলাহলপূর্ণ কার্য। A musical activity, সঙ্গীতবিষয়ক কার্য।
4608. এক কথায় প্রকাশ কর: 'যে শুনেই মনে রাখতে পারে'।
মেধাবী
অশ্রুতপূর্ব
শ্রুতিধর
জাতিঃস্বর
4609. The doctor who treats diseases of the brain is known as a/an-
pathologist
nephrologist
cardiologist
neurologist
ব্যাখ্যা: Hints: যে ডাক্তার মন্ত্রিকের রোগের চিকিৎসা করে তাকে বল্য হয় neurologist (জায়ুবিদ, আয়ুবিজ্ঞানী)।
4610. Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
show surprise or disapproval,
show agreement.
show happiness.
show indifference.
ব্যাখ্যা: Hints: Raising one's eyebrow অর্থ হলো চোখ কপালে তোলা; যার অন্য অর্থ হলো। আশ্চর্য হওয়া বা বিরাগ প্রকাশ করা।
4611. Select the answer of the word 'stagflation'.
controlled prices
a disintegrating government
economic slowdown
cultural dullness
ব্যাখ্যা: Hints: Stagflation- অর্থনৈতিক মন্দা, Stagnation (নিষ্ক্রিয় অবস্থা, অচলাবস্থা) ও Inflation (মুদ্রাস্ফীতি)-এই দুটি শব্দের মিলনে Stagflation শব্দটি গঠিত। Controlled price- নিয়ন্ত্রিত মূল্য। Economic slowdotun- অর্থনৈতিক মন্দা। A disintegrating government- একটি অসামঞ্জস্যপূর্ণ সরকার। Cultural dullness- সাংস্কৃতিক মন্দা।
4612. Cul-de-sac---
selection
dead end
error
bubble
4613. A pilgrim is a person who undertakes a journey to a-
mosque
forest
desert
holy place
ব্যাখ্যা: Hints: Pilgrim (তীর্থযাত্রী) হলো এমন ব্যক্তি যিনি পবিত্র স্থানে (luoly place) ভ্রমণ করেন।
4614. Philanthropist means---
A person of charity
a person of wide views
a man of wiadom
an expert
ব্যাখ্যা: Hints: Philanthropist (জন হিতৈষী ব্যক্তি) এর অর্থ প্রকাশ পায় a person of churrity,
4615. 'যিনি বক্তৃতা দানে পটু' তাকে বলে-
বাকপটু
বাগ্মী
সুবক্তা
অনলবর্ষী
4616. What do you mean by the word 'Syllable?
Parts of a syllabus
Parts of a word
Synonym of a syllabus
None of the above
ব্যাখ্যা: Hints: Syllable শব্দটির অর্থ লিখিত ভাষ্যর অনুরূপ একক; word-এর যে অংশটুকু একবারে উচ্চারিত হয়। Syllable শব্দটি ধারা parts of word কে নির্দেশ করে।
4617. The expression Lingua franca' means---
The common language
International language
The fint language
The French language
ব্যাখ্যা: Hints: Lingua franca হলো এমন ভাষা যা একটি দেশের বিভিন্ন ভাষাভাষি মানুষ তাদের সাধারণ ভাষা হিসেবে ব্যবহার করে।
4618. Give one word for science of the structure of animal bodies –
Physiology
Anatomy
Biology
Psychology
ব্যাখ্যা: Hints: জীবদেহের গঠনসংক্রান্ত বিজ্ঞানকে এক কথায় বলে anatomy
4619. 'যার দুই হাত সমান চলে' তাকে কি বলে?
দু'হাতি
সমান তালী
সব্যসাচী
তবলা বাদক
4620. People who assume that no evil can befall them are foolishly-
ardent
complacent
confident
apprehensive
ব্যাখ্যা: Hints: ঐ সকল লোক, যারা মনে করে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, বোকার মতো। Ardent- অতিশয় আকুল, অতি-উৎসাহী। Complacent- আত্মতুষ্ট, পরিতৃপ্ত। Confident- আত্মবিশ্বাসী। Apprehensive- উদ্বিগ্ন, শংকিত।