MCQ
4541. A doctor who studies and treats the medical conditions and diseases of women is-
a gynaecologist
a neurologist
an oncologist
an orthopaedic surgeon
ব্যাখ্যা: Hints: Gynaecologist অর্থ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, Neurologist অর্থ স্নায়ুবিদ, Oncologist অর্থ যিনি শরীরের tumour এর চিকিৎসা করেন, এবং Surgeon অর্থ হচ্ছে যিনি অস্ত্রোপচার করেন।
4542. Paediatric relates to the treatment of-
Adults
Children
Women
Old people
ব্যাখ্যা: Hints: Paediatric' হচ্ছে (খ) শিশু সংক্রান্ত চিকিৎসাশাস্ত্র। প্রদত্ত চারটি options- মধ্যে অন্য তিনটি (ক) Adults অর্থ বয়োজ্যেষ্ঠ, (গ) Women: অর্থ মহিলা এবং (ঘ) Old peuple বৃদ্ধ লোকজন।
4543. 'A person in a family who lived a long time ago is called.
Ancestor
Past
Follower
Successor
ব্যাখ্যা: Hints: পরিবারের সদস্য যিনি অনেক পূর্বে জীবিত ছিলেন তাকে বলা হয়ancestor (পূর্বপুরুষ)।
4544. If it is a genuine picture, it is..--
false
fake
real
copied
ব্যাখ্যা: Hints: যদি এটা genuine পিকচার হয় তাহলে এটা। সুতরাং বোঝা যাচ্ছে শূন্যস্থানে real বসবে যার অর্থ প্রকৃত, খাঁটি, নির্ভেজাল।
4545. Kindred' means-
relationship by birth or descent.
distant relationship.
social relationship.
unaffiliated relationship.
ব্যাখ্যা: Hints: এপ্রদত্ত চারটি অপশনের মধ্যে (ঘ) social relationship আর্থ সামাজিক সম্পর্ক (গ) distant relationship অর্থ দূরবর্তী সম্পর্ক; এবং (ঘ) unaffiliated relationship সহন্ধহীন সম্পর্ক। 'Kinind' শব্দের অর্থ পরিবার ও রক্তসম্পর্কের আত্মীয়তা। সুতরাং (ক) relationship by birth or descent-ই সঠিক উত্তর।
4546. 'Geriatrics is the branch of medicine concerned with the diseases and care of-
newly-weds
old women
newborn babies
old people
ব্যাখ্যা: Hints: Pediatrics হলো শিশুদের চিকিৎসা ব্যবস্থা। অপরদিকে Geriatrics হলো বৃদ্ধদের (old people) চিকিৎসা পদ্ধতি/ব্যবস্থা।
4547. Someone who is capricious is--
easily irritated wise and willing to cooperate.
exceedingly conceited and arrogant.
known for sudden changes in attitude or behavior.
something to continue,
4548. One who walks on foot?
traveler
pedestrian
rider
omnipotent
ব্যাখ্যা: Hints: Tramel/ভ্রমণ করে যে Trateller, walk on foot/পায়ে হেঁটে চলে যে-Pedestrian,ride/চড়ে যে- rider, সর্বশক্তিমান যে omnipotent।
4549. The saying 'enough is enough' is used when you want--
something to continue.
something to stop.
something to continue until it's enough.
to tell instructions are clear.
ব্যাখ্যা: Hints: Enough is eaugh' লোককথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছ না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যাক। সুতরাং সঠিক option হলো something to stop
4550. 'Panacea' means-
widespread
disease
fresh gland
cure all
ব্যাখ্যা: Hints: 'Panaceu' শব্দের অর্থ সব অসুখের ওষুধ। প্রদত্ত চারটি aptains-এরি মধ্যে (ক) unidespread disease অর্থ সুবিস্তৃত অসুখ, (খ) gland অর্থ লালাগ্রন্থি (গ) junh- অর্থ সতেন্দ্র/সজীব এবং (ঘ) cure all অর্থ সবকিছু সুস্থ করা। তাই 'Panitces' শব্দের সঠিক অর্থ (ঘ)।
4551. An ordinance is-
a book
a law
a newspaper
a manuscript
ব্যাখ্যা: Hints: Ordinance শব্দের অর্থ হুকুম, আইন বা অধ্যাদেশ যাia হিসেবে পরিগণিত হয়। Mamascript হলো কোনো কিছুর খসড়া।
4552. Panacea' means-
cure-all
pancreatic
widespread duease
gland
ব্যাখ্যা: Hints: Panacos' শব্দটি সকল রোগের ঔষধ/আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ cure of all drusesases!
4553. 'Flora' means-
elaborate decoration with flowers.
all the flowers of an area.
a garland of flowers.
the plants of a particular area.
4554. A person who is accused of a crime is entilled to a trial.
fain
fair
fare
fame
ব্যাখ্যা: Hints: শূন্যস্থানে fair বসবে। কারণ fair trial অর্থ ন্যায়বিচার। Fair বসিয়ে বাক্যটির বাংলা, যে ব্যক্তি অপরাধের কারণে অভিযুক্ত তার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।
4555. Pay careful attention to something is meant by word.
look
see
attend
heed
ব্যাখ্যা: Hints: Pay atreful attention to something'-এর অর্থ প্রকাশ পায় head (মনোযোগ দেয়া) দ্বারা।
4556. Love for the whole world is called-
Philanthropy
Misogyny
benevolence
misanthropy
ব্যাখ্যা: Hints: একজন Philanthropist হলেন সেই ব্যক্তি যিনি মানবতাবাদী, সব মানুষের জন্য যার ভালোবাসা আছে। Misogyny woman-hater, নারীবিদ্বেষী। Benevolence- kindness; generosity, বদান্যতা, দয়া, জনহিতৈষিতা। Misanthropy-dislike or hatred or other people, hatred of mankind, মানববিদ্বেষ।
4557. The act of doing deliberate damage to something is called---
sabbath
saboteur
sabotage
subpar
4558. The word 'nuptial' is related to--
marriage
sleep
might
love
ব্যাখ্যা: Hints: Nuptial অর্থ পরিণয় সংক্রান্ত। Marriage-এর মাধ্যমে পরিণয় হয়।
4559. Write down the minutes of the meeting. Here the word 'minutes' means-
time limit
details of the meeting
written records
summary of the meeting
4560. An extra message added at the end of a letter after it is signed is called-
Corrigendum
postscript
NB
RSVP
ব্যাখ্যা: Hints: চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত ব্যর্জ বা বাক্যাবলিকে বলা হয় postscript (পুনশ্চ)। অন্যদিকে corrigendum অর্থ শুদ্ধিপত্র, সংশোধনীয় বিদয়। NB (nota bene) অর্থ সতর্কতার সাথে লক্ষ করুন, লক্ষণীয় আর RSVP অর্থ দয়া করে জবাব দিন (please reply) যা আমন্ত্রণ কার্ডের নিচ প্রান্তে লেখা হয়।