EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17201. The greater the demand, the price.
higher
the higher
the highest
high
ব্যাখ্যা: Hints: Double comparative-এর rule অনুযায়ী the comparative form the + comparative form। সুতরাং the higlur হবে সঠিক expression)
17203. The superlative degree of the word 'bad' is-
most bad
the most bad
baddest
worst
ব্যাখ্যা: Hints: Bad (খারাপ, মন্দ)-এর comparative form হলো sworse আর superlative form হলো worst
17204. He is an heir….. the throne.
to
at
towards
upon
ব্যাখ্যা: Heir to + sth- কোনো কিছুর উত্তরাধিকারী হওয়া। সে সিংহাসনের একজন উত্তরাধিকারী।
17205. Which one of the following is an example of superlative degree?
much
least
less
worse
ব্যাখ্যা: Hints: Option-গুলোর মধ্যে superlative form হলো least, যার positive এবং comparative form যথাক্রমে little এবং less। Much হলো positive form আর worse এর positive form 'bad' আর superlative form হলো worst
17206. Which one is not an example of comparative degree?
upper
less
worst
higher
ব্যাখ্যা: Hints: Upper শব্দটি up-এর comparative form, less শব্দটি little-এর comparative form, higher শব্দটি high-এর comparative form। তবে worst শব্দটি comparative form নয়। এটি bad-এর superlative form
17207. The word 'worse' is the comparative form of the adjective-
good
bad
far
little
ব্যাখ্যা: Hints: Bad comparative form হলো worse।
17208. He has no control….. himself.
on
in
at
over
ব্যাখ্যা: Control over somebody অর্থ কারো উপর নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব। শূন্যস্থানে over বসিয়ে বাক্যটির বাংলা-তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই।
17209. The climate is congenial…… health.
for
at
to
to
ব্যাখ্যা: Congenial to Something অর্থ কোনো কিছুর উপযোগী বা উপকারী। সুতরাং শূন্যস্থানে to বসবে।
17210. No animal is so big ---- the blue whale.
Than
but
from
as
ব্যাখ্যা: Hints: Negative sentence-এ কোনো কিছুর সাথে সাধারণ তুলনা বোঝাতে as বসে। প্রদত্ত বাক্যে নীল তিমির মত বড় প্রাণী আর নেই এরূপ বোঝাচ্ছে।
17211. Of the two boys, Latif is -intelligent.
Most
more
as
far
ব্যাখ্যা: Hints: দুজনের মধ্যে একটি গুণের তুলনা বুঝাতে more ব্যবহৃত হয়।
17212. The chain was-than we thought.
stronger
much
strongest
strong
ব্যাখ্যা: Hints: বাক্যে tian থাকাতে বোঝা যাচ্ছে thuan-এর পূর্বে adjective এর comparative form বসবে। Option-এ একমাত্র comparative form যুক্ত adjective হলো stronger
17213. My friend always goes home …… foot.
on
with
of
by
ব্যাখ্যা: Go on foot পায়ে হেঁটে যাওয়া। আমার বন্ধু সর্বদা পায়ে হেঁটে বাড়ি যায়।
17214. There were guests than I expected.
less
lesser
lew
fewer
ব্যাখ্যা: Hints: বাক্যে than থাকাতে শূন্যস্থানে adjective-এর comparative form বসবে। Guests যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে। Option-এ একমাত্র countable determiner- comparative form রয়েছে feuer। সুতরাং সঠিক উত্তর fewer।
17215. The roads of Dhaka are wider.......
then Sylhets
than Sylhet
than those of Sylhet
then those of Sylhet
ব্যাখ্যা: Hints: বাক্যটিতে wider এর পর tian বসবে কারণ বাক্যটি comparative degree আর ঢাকার রাস্তার সাথে সিলেটের রাস্তার তুলনা বোঝাতে the roads of Dhaka-কে অনুসরণ করে than those of Sylhet বসবে।
17216. Choose the correct one: The more you practice speaking-
you will do it better.
do it better.
the better you will do it.
better you will do it.
ব্যাখ্যা: Hints: Structure অনুযায়ী বাক্যের প্রথম অংশে the more Present indefinite tense থাকলে পরের অংশে the better future indefinite tense হয়।
17217. The weather is ----- gloomier today than it was yesterday.
more
more than
very
much
ব্যাখ্যা: Hints: Gloomier শব্দটি Comparative এ থাকায় এর আগে more বা more than বসবে না। Gloomy শব্দটি uncountable হওয়ায় এর পূর্বে much বসানোই বাঞ্ছনীয়।
17218. Dhaka is becoming one of the - cities in Asia
more busy
busy
busiest
most busiest
ব্যাখ্যা: Hints: বাক্যে one of the থাকলে এরপর uljective di superlative form বসে। অতএব, শূন্যস্থানে (গ) busiest বসবে। বাকি যে ৩টি options রয়েছে সেগুলো applicable না।
17219. 'Iron is the most useful metal'. The positive form of the sentence is
Very few metals are as useful as iron
Iron is as useful as many other metals,
No metal is as useful as iron.
Iron is more useful than many other metals.
ব্যাখ্যা: Hints: The most যুক্ত Superlative degree'র বাক্যকে positive করতে No+ superlative degree-এর পরবর্তী অংশ (metal)+ verb + as + superlative degree এর positive form (useful) + as subject (iron) হয়।
17220. Which one is an example of a positive degree?
more
much
less
last
ব্যাখ্যা: Hints: Option গুলোর মধ্যে positive degree হলো much, যার comparative এবং superlative degree হলো more এবং most। তাছাড়া less হলো little-এর comparative form আর last হলে late-এর superlative form