EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17181. To complete the sentence 'I was there that time' we need
in
at
by
on
ব্যাখ্যা: At that time- ঐ সময়ে।1 was there at that time- আমি ঐ সময়ে সেখানে ছিলাম।
17182. Taher is annoyed….. me.
on
with
against
over
ব্যাখ্যা: Annoy with somebody অনুসারে শূন্যস্থানে with বসবে।
17183. Rahim discourages me…… borrowing.
to
on
from
in
ব্যাখ্যা: Discourage somebody from doing something অর্থ কাউকে কোনো কাজে নিরুৎসাহিত করা; বাধা দেয়া। শূন্যস্থানে from বসিয়ে বাক্যটির বাংলা: রহিম আমাকে ধার করতে নিরুৎসাহিত করে।
17184. He was absorbed …… deep thought.
to
on
for
in
ব্যাখ্যা: Be absorbed in something অর্থ কোনো কিছুতে নিবিষ্ট/নিমগ্ন থাকা। In বসিয়ে বাক্যটির অর্থ সে গভীর চিন্তায় নিমগ্ন ছিলো।
17185. She is----- than her brother.
elder
eldest
older
oldest
ব্যাখ্যা: Hints: দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে Comparative degree হয় এবং সেক্ষেত্রে adjective 4 Comparative form বসে (Older এবং elder দুটিই Comparative form এ আছে তবে ভাই-বোনের মধ্যে বড় বোঝাতে older (বয়জ) না বসে elder (বড়) বসে।
17186. The superlative degree of the word 'able' is-
best able
ablest
most able
abler
ব্যাখ্যা: Hints: Able হলো এক syllable বিশিষ্ট word। সুতরাং এর পূর্বে কোনো অতিরিক্ত word যুক্ত হয়ে superlative degree গঠিত হয় না। Able-এর সাথে er suffix যুক্ত হয়ে comparative এবং est যুক্ত হয়ে superlative degree গঠিত হয়।
17187. 'Among' is a preposition that is used when ..... people are involved.
two
more than two
two or more than two
Four only
ব্যাখ্যা: Among হলো একটি preposition যা ব্যবহৃত হয় যখন দুয়ের অধিক মানুষ নিয়োজিত থাকে। সুতরাং সঠিক উত্তর more than two। কেননা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among preposition টি ব্যবহৃত হয়।
17188. He is taller than-
me
myself
I
am
ব্যাখ্যা: Hints: Comparative degree-এর ক্ষেত্রে দুয়ের মধ্যে তুলনা বোঝাতে তুলনীয় দুটি ব্যক্তিই subjective form এ বসে।
17189. He pleaded with me…… justice.
about
with
for
on
ব্যাখ্যা: Plead with somebody for something অর্থ কারো কাছে কোনো কিছুর জন্য অনুনয় বিনয়/কাকুতি-মিনতি করা। সুতরাং শূন্যস্থানে for বসবে।
17190. He is confident…… success.
for
with
to
of
ব্যাখ্যা: বাক্যের শূন্যস্থানে of বসিয়ে বাক্যটির বাংলা: সে সফলতার বিষয়ে আত্মবিশ্বাসী।
17191. The bus is the expensive way to get around.
less
lesser
least
more
ব্যাখ্যা: Hints: এটি একটি adjective of degree-এর উদাহরণ। Little St superlative degree হচ্ছে least. The-এর পরে সর্বদা adjective এর Superlative form বসে।
17192. I prefer tea..... cofee.
from
to
for
than
ব্যাখ্যা: Prefer-এর পরে দুটি noun থাকলে দুটি noun-এর মাঝে তুলনা বোঝাতে দুটি মাঝে than না বসে to বসে।
17193. Fill in the gap: John is as cunning as-----
lion
fox
hare
tiger
ব্যাখ্যা: Hints: কোনো দুটি জিনিসের মধ্যে সাদৃশ্য/ সমকক্ষতা বোঝাতে এএ ব্যবহৃত হয়। প্রদত্ত বাক্যে 'জন শেয়ালের মতো চালাক' এরূপ বোঝাচ্ছে।
17194. Mother prohibited me ….. going out. The appropriate preposition to the gap is-
from
on
in
at
ব্যাখ্যা: Prohibit somebody from something অর্থ কাউকে কোনো কিছু করতে বারণ করা বা নিষেধ করা। মা আমাকে বাইরে যেতে নিষেধ করেছিল।
17195. To complete the sentence 'Call…… a doctor, we need
for
at
in
by
ব্যাখ্যা: Call for- দাবি করা, call at- কোথাও সামান্য সময়ের জন্য থামা, call in- ডেকে আনা, call by- যাওয়ার পথে কারো সাথে দেখা করা। ডাক্তার ডেকে আনা বোঝাতে বাক্যের শূন্যস্থানে in হবে।
17196. The discussion was deferred ….. the next meeting.
for
into
to
with
ব্যাখ্যা: Defer to + future time অর্থ ভবিষ্যতের নির্দিষ্ট সময় অবধি মুলতবি রাখা; বিলম্বিত করা। সুতরাং শূন্যস্থানে to বসবে।
17197. To complete the sentence. This is an exception….. the rule, we need.
to
for
on
at
ব্যাখ্যা: Exception to the rule অর্থ নিয়মবহির্ভূত। Appropriate preposition -এর ব্যবহার অনুসারে এখানে exception-এর পর to বসে।
17198. Computer has revolutionized office procedures more than any machine of modern time.
has any machine
any other machine
other machine
none of these
ব্যাখ্যা: Hints: Comparative degree- than-এর পর any other অথবা most other ব্যবহৃত হয়। সুতরাং any machine-এর স্থলে than any other machine বসবে।
17199. There were guests than I expected.
less
lesser
fewer
few
ব্যাখ্যা: Hints: ব্যাকো than থাকাতে countable noun guests-এর পূর্বে countable word few comparative form fewer বসবে।
17200. It was -----expensive than I thought.
much
more
high
higher
ব্যাখ্যা: Hints: Comparative Degree-এর বাক্যে দুই এর অধিক Syllable- যুক্ত Adjective-এ আগে সবসময় Comparative 'more' শব্দটি ব্যবহৃত হয়।