MCQ
4101. পানি সরবরাহ প্রকল্পের ডিজাইন পিরিয়ড কত ধরা হয়?
25-40 বছর
30-45 বছর
20-35 বছর
15-30 বছর
4102. ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ-
১৫%-২৫%
২৫%-৩৫%
২০%-৩০%
৩০%-৪০%
4103. অস্থায়ী খরতার কারণ-
ম্যাগনেশিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের কার্বনেট ও বাইকার্বোনেট দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতা দেখা দেয়।
4104. অগ্নিনির্বাপণের জন্য পানির পরিমাণ ধরা হয়-
5%
10%
7%
12%
4105. কোন আকৃতির সিউয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
অর্ধবৃত্তাকার
আয়তাকার
বৃত্তাকার
ত্রিভুজাকার
4106. যৌথ সিউয়ার ডিজাইনের ক্ষেত্রে সাধারণ শুদ্ধ আবহধারা কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২গুণ
২.৫ গুণ
২.২৫ গুণ
4107. নিচের কোনটির উপস্থিতিতে পানির স্থায়ী খরতা হয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম কার্বনেট
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম-এর ক্লোরাইড (CT) ও সালফাইড দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষরতা দেখা দেয়।
4108. বাংলাদেশে ব্যবহারযোগ্য পানির তাপমাত্রা কত?
4° সে-10° সে
4.5° সে-10° সে
5° সে-10° সে
5.5° সে-10° সে
4109. স্বয়ংক্রিয়ভাবে পানিকে একদিকে প্রবাহিত করতে ব্যবহার করা হয়-
গেট ভালভ
রিলিফ ভালভ
স্টপ ভালভ
চেক ভালভ
4110. পানিতে ক্যালগন মিশানোর পরিমাণ-
0.25-1.75 ppm
0.75-2.25 ppm
0.50-2 pmm
1-2.50 ppm
4111. কোনটি স্থায়ী খরতা নয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
4112. 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য মাথাপিছু পানির চাহিদা-
320 লিটার
445 লিটার
340 লিটার
455 লিটার
4113. পানি শোধনাগারে ফ্লক (Flock) তৈরির প্রক্রিয়াকে বলে-
ফ্লোকুলেশন
ডিসইনফেকশন
সেডিমেনটেশন
ফিস্ট্রেশন
4114. তঞ্চনকারী পদার্থ নয়-
অ্যালুমিনিয়াম সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ফেরিক সালফেট
ক্যালসিয়াম সালফেট
4115. পানি সরবরাহ প্রকল্পে অপচয়ের জন্য পানির পরিমাণ-
5-10%
7-14%
10-15%
8-16%
4116. ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত-
Ca(OCl)2
Ca(OH)2
CaOCl₂
HOCI
4117. অবরুদ্ধ পানি ধারক স্তর পর্যন্ত প্রসারিত কূপকে বলে-
অগভীর কূপ
অভিকর্ষ কৃপ
গভীর কূপ
আর্টেসীয় কূপ
4118. প্রতি লিটার পানিতে ফিটকিরি (Alum) মিশানোর মাত্রা কোনটি?
7 মি.গ্রা
6 মি.গ্রা
14 মি.গ্রা
12 মি.গ্রা
4119. ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণের নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি?
বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি
শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি
গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি
গড় বৃদ্ধি পদ্ধতি
4120. বিশুদ্ধ পানির pH মান হলো-
6
6.5
7
7.5
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
environmental engineering
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Civil Engineering classroom
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিরপেক্ষ পানির pti = 7
এসিডিও পানির pH = 7-এর কম
ক্ষারকীয় পানির pH = 7-এর বেশি
খাবার পানির pH = 6 থেকে 8.5
শক্তিশালী অ্যাসিড pH = 2
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত সুপেয় পানির মানমাত্রা-
pH মান 6.5-8.5 mg/L
ক্ষরতা 0.2 mg/L
আর্সেনিক 0.05 mg/L
BOD 0.2 mg/L
COD 4 mg/L
ক্লোরাইড 150-600 mg/L
Flouride 1.5 mg/L
Iron 0.3 mg/L
Magnasia ম্যাগনেশিয়া 0.05 mg/L