EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে?
১৫০
১৪০
১৫৩
১৫১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের সংবিধানে ১১ ভাগ, ১৩টি পরিচ্ছেদ এবং ১৫৩ অনুচ্ছেদ রয়েছে। এই সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনার মাধ্যমে আর এর সমাপ্তি ঘটেছে ৭টি তফসিলের মধ্য দিয়ে।
2. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
১২ নভেম্বর ১৯৯৭
২৫ ডিসেম্বর ১৯৯৭
২ ডিসেম্বর ১৯৯৭
১৬ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি (Chittagong Hill Tracts Peace Accord) যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ১৯৯৭ নামেও পরিচিত।
3. কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
কানাডা
ইতালি
সুইডেন
জাপান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
4. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
স্পীকার
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য 'রাষ্ট্রপতি'। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন।
5. কোন আবর দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
সেনেগাল
সৌদি আরব
ইরাক
মিসর '
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আরব ভূখন্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান 'করে ৮ জুলাই ১৯৭২ বাংলাদেশেকে স্বীকৃতি প্রদান করে।
6. COMPUTER এন্টি ভাইরাস কি?
সফটওয়্যার
ম্যালওয়ার
হার্ডওয়্যার
সিস্টেম সফটওয়‍্যার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অ্যান্টিভাইরাস বলতে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
7. কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না?
লাল
কমলা
নীল
হলুদ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্লোরোফিল এর অ্যাবসর্জন সেপেক্ট্রা দেখলে দেখা যায় তা সবুজ ও হলুদে সবচেয়ে কম আলো শোষণ করে (অ্যাবসর্জন সেপেক্ট্রা মিনিমাম)। তাই. পাতার রং সবুজ। তাই প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট) বা পাতা বেগুনী, নীল ও লাল, কমলা সবচেয়ে বেশী অ্যাক্সরপসন এবং বেশী স্বালোক সংশ্লেষ হয়।
8. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a. b এবং হলে নীচের কোনটি সঠিক
a+b>c
a+b=c
a+b<c
a+b+c
9. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
দিনাজপুর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখন্ড। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম- আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।
10. জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশ
সৌদি আরব
মালয়েশিয়া
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় বাংলাদেশ।
11. NATO কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৯
১৯৫৪
১৯৫৫
১৯৫৬
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (North Atlantic Treaty Organisation) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।
12. কোন রেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
মেরু রেখা
নিরক্ষ রেখা
অক্ষ রেখা
দ্রাঘিমা রেখা,
13. বৃত্তস্থ সামন্তরিক কোনটি?
রম্বস
আয়ত
বর্গ
ট্রাপিজিয়াম
14. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
হোয়ায়হো
ইয়াংসিকিয়াং
গঙ্গা
সিন্ধু
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং প্রবাহিত হয়েছে চীন দেশের মধ্য দিয়ে। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী সালউইন। এশিয়ার দীর্ঘতম নদীগুলোর নাম ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কিমি)।
15. এক কোণের পরিমাণ ১৮১ হলে তাকে কি কোণ বলে?
স্থূলকোণ
সমকোণ
সূক্ষ্মকোণ
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ বা ৩৬০০ এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
16. এশিয়া উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায়?
হংকং
সিঙ্গাপুর
ম্যানিলা
ব্যাংকক
17. কোন দেশটির ভেটো ক্ষমতা নেই?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
রাশিয়া
জার্মানি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ 'Veto' শব্দের অর্থ আমি ইহা মানি না। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)।
18. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?
৯ নং
৮ নং
৪নং
১১ নং
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের বীর উত্তম।
19. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধ হলেন-
শহীদুল ইসলাম লালু
হামিদুর রহমান
নূর মোহাম্মদ
শেখ মোস্তফা কামাল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বভূষণ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদুল ইসলাম। ১৯৭১ সালে তার বয়স ছিল মাত্র ১৩ বছর। তিনি লালু নামে বেশি পরিচিত ছিলেন।
20. কোনটি আউটপুট ডিভাইস?
মাউস
প্রিন্টার
কি বোর্ড
স্ক্যানার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ইনপুট ডিভাইজ : কি-বোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, কার্ড রিডার ও পেপারস্টেপ রিডার, ফ্লপিডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, হার্ডডিস্ক ড্রাইভ, ডিস্ক, ম্যাগনেটিক টেপ ড্রাইভ, মাইক্রোফোন, ক্যামেরা আউটপুট ডিভাইজ:মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, হেডফোন, প্লটার