EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2. . বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?
১৮ ট্রিলিয়ন ঘন ফুট
১২ ট্রিলিয়ন ঘন ফুট
২ ট্রিলিয়ন ঘন ফুট
১৫ ট্রিলিয়ন ঘন ফুট
ব্যাখ্যা: তথ্য: ২০১৮ সালের জুলাই মাসে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে তথ্য দিয়েছেন, উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের নিট মজুদের পরিমাণ ১২.৫৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
3. ১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?
৬ সেকেন্ড
১৬ সেকেন্ড
১০ সেকেন্ড
২৬ সেকেন্ড
ব্যাখ্যা: তথ্য: ৬০ কি.মি = ৬০,০০০ মিটার ১ ঘণ্টা = ৬০ মিনিট = ৬০ x ৬০ সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড ট্রেনটি ৬০,০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ড (৩৬০০/৬০,০০০) x ১০০ সেকেন্ড = ৩৬/৬=৬ সেকেন্ড
4. 9.8N ওজনের কোনো বস্তু চন্দ্রে ওজন কত?
19.6 N
16 N
7.8 N
1.63 N
ব্যাখ্যা: তথ্য: চাঁদে অভিকর্ষজ ত্বরণ, g=g/6 ঐ বস্তুর ওজন = 9.8N [যেহেতু বস্তুর ওজন g এর উপর নির্ভরশীল]= 1.63 N
5. গিন্নি কোন শ্রেণির শব্দ
অর্ধ-তৎসম
খাঁটি বাংলা
দেশি
বিদেশি
6. কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হন?
১৯৪১
১৯২৮
১৯২৯
১৯৩০
ব্যাখ্যা: তথ্য: তিনি ১৯৪২ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান। সঠিক উত্তর নেই।
7. একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য ৮ সেমি ও ৬ সেমি হলে, ক্ষেত্রফল কত বর্গ সেমি?
২৪
৪৮
৬০
১৪
ব্যাখ্যা: তথ্য: আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুনফল ক্ষেত্রফল = ১/২০৮৪ ৬ = ২৪ বর্গসেমি
8. দাঁত ও হাড় গঠনের জন্য নিচের কোন ভিটামিনটি প্রয়োজন?
সি
ডি
বি
9. Which one of the following phrases means to 'tolerate'?
put up with
putdown of
put of
put up
10. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য এর রচয়িতা কে?
বড়ু চন্ডিদাস
বৃন্দাবন দাস
কাহুপা
মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা: তথ্য: শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য। রচয়িতা বড়ু চণ্ডীদাস। রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতনা যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান।
11. কোনটি পর্তুগিজ শব্দ?
চাকু
ছুরি
চামচ
আলপিন
12. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১০ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
৫০
৪৯
১০০
৮১
14. যে আপনার রং লুকায়' তাকে এক কথায় বলে-
ভূর্তপূর্ব
ফুলেল
অদৃশ্য
বর্ণচোরা
15. Which one of these words in not correctly spelt ?
Pronunciation
spontaneous
humorous
mysterious
16. কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
৮%
১০%
১৫%
১২%
ব্যাখ্যা: তথ্য: একমাত্র গণিতে পাশ করেছে (৮০-৬০) % =২০% একমাত্র বাংলায় পাশ করেছে (৭০-৬০) % = ১০% মোট পাস = (৬০+২০+১০)%=৯০% উভয় বিষয় ফেল = (১০০-৯০)=১০%
18. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
দুর্গেশনন্দিনী
সীতারাম
বিষবৃক্ষ
আনন্দ মঠ
ব্যাখ্যা: তথ্য: দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের প্রথম বাংলা উপন্যাস। এটি ১৮৬৪ সালে 'Indian Field' নামে একটি সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
19. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
১৮ মে
২৫ জুন
১২ জুন
১৮ জুন
ব্যাখ্যা: তথ্য: ২০১৮ সালের ১২ জুন মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং-উন। কিন্তু প্রত্যাশার বিপরীতে ব্যর্থ হয়েছিল উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের পরিকল্পনা।
20. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যা: তথ্য: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন- সাধুঃ তাহারা ভাত খাইতেছিল চলিতঃ তারা ভাত খাচ্ছিল