সংবিধান MCQ
41. জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতিস্বাক্ষর প্রয়োজন?
১৩৬
১৩৭
১৩৮v
১৪১ক
42. দশটি সাংবিধানিক পদের মধ্যে একমাত্র কোন সাংবিধানিক পদের ব্যক্তিকে শপথ পড়তে হয় না?
আইনমন্ত্রী
অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
জাতীয় সংসদ
43. জনস্বার্থে রিট মামলার আবেদন কোথায় করা হয়?
হাইকোর্ট বিভাগে
আপিল বিভাগে
মানবাধিকার কমিশনে
আইন মন্ত্রণালয়ে
44. কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়?
হরতাল
জরুরি আইন
অবরোধ
লক-আউট
45. বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
মাহবুবে আলম
এ. এম. আমিনউদ্দিন
রফিকুল হক
এম. এইচ. খন্দকার
Job Preparation
Civil MCQ
সাধারণ জ্ঞান
Himalay Sen Sir
Civil Engineering classroom
বাংলাদেশ বিষয়াবলী
সংবিধান
ব্যাখ্যা: এ এম আমিন উদ্দিন বাংলাদেশের বর্তমান এবং ১৬তম অ্যাটর্নি জেনারেল।
46. সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যেকোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে?
১০৩
১০২
১০৪
১০৫
47. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায়?
১০০
১০১
১০২
১০৩
48. জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতিস্বাক্ষর প্রয়োজন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
প্রধান বিচারপতি
49. বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? / মৌলিক অধিকার লঙ্ঘন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ধারায় মামলা করার ক্ষমতা দেওয়া আছে? / কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
৭
১১
১০১
৩১
50. কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যের মেয়াদকাল কত?
০৩ বছর
০৪ বছর
০৫ বছর
০৬ বছর
51. জরুরি অবস্থার সময় সংবিধানের কোন কোন অনুচ্ছেদ স্থগিত হয়?
৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪২
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪২
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২
52. অ্যাটর্নি জেনারেল অর্থ-
জরুরি অবস্থায় সেনাপ্রধান
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা
দরিদ্র আসামির পক্ষে নিযুক্ত উকিল
53. সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
নির্বাচন কমিশন গঠন
জরুরি অবস্থা ঘোষণা
সরকারি কর্ম কমিশন গঠন
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল
54. সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত?
১৮০ দিন
৩৬৫ দিন
১২০ দিন
কোনো নির্দিষ্ট মেয়াদ নেই
55. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয়/ বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইনমন্ত্রী
অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
জাতীয় সংসদ
56. কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যের বয়সসীমা কত?
৫৯ বছর
৬২ বছর
৬৫ বছর
৬৭ বছর
57. সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে?
হাইকোর্ট
সুপ্রিম কোর্ট
জজ কোর্ট
আপিল বিভাগ
58. জরুরি অবস্থা জারি হলে নিচের কোনটি স্থগিত থাকে?
সকল সরকারি নিয়োগ
সংবিধানের মূলনীতি
সকল সাংস্কৃতিক কর্মকান্ড
নাগরিকদের মৌলিক অধিকার
59. হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দন্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে?
যাবজ্জীবন কারাদণ্ড
১৪ বছর কারাদণ্ড
১০ বছর কারদণ্ড
কোনোটিই নয়
60. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
মানবধিকার কমিশন
অ্যাটর্নি জেনারেল
দুর্নীতি দমন কমিশন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন