EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
581. কোন জরিপ সমান্তরাল ও সমানুপাতিক নীতির ওপর প্রতিষ্ঠিত-
সমতালিক জরিপ
প্লেন টেবিল জরিপ
কম্পাস জরিপ
প্রকৌশল জরিপ
582. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
583. ভিত্তিরেখার দুই প্রান্তের স্টেশনগুলোর নাম-
প্রধান স্টেশন
সহযোগী স্টেশন
অপ্রধান স্টেশন
গ্রন্থি স্টেশন
584. কোন বিন্দুর পরম অবস্থান জানার জন্য করা হয়-
সমতলিক জরিপ
ভূ-মন্ডলীয় জরিপ
থিওডোলাইট জরিপ
ভূম- সংস্থানিক জরিপ
585. নিচের কোনটি Bituminous materials properties -
Consistency
Durability or resistance of weathering
Rate of curing
Resistance to water action
586. শিকল জরিপ কি ধরনের এলাকার জন্য উপযোগী?
বন্ধুর
সমতল
পাহাড়িয়া
ঘনবসতি
587. কোনটি Retaining structure?
buttress wall
bridge abutment
box culvert
mohr
ব্যাখ্যা: এবাটমেন্ট। নদী বা জলাশয়ের তীরদ্বয় সংযোগকারী কালভার্ট বা সেতুর প্রান্তের কাঠামোকে এবাটমেন্ট বলে। এটা সুপার স্ট্রাকচার, লাইভ লোড বহন এবং পিছনের মাটি ধরে রাখার কাজ করে। মাটি ধরে রাখার কাজের করে বলে একে Retainging structure বলা যায়।
589. স্টেশন চিহ্নিত করণে ব্যবহৃত হয়-
তারকাটা
ক্রস স্টাফ
বক্সক্সেট্যন্ট
রেঞ্জিং পোল
590. ত্রিভুজের কোণ 30° -120° হলে তা-
সুঠাম ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
591. জরিপের প্রধান উদ্দেশ্য-
ক্ষেত্রফল হিসাব করা
মানচিত্র অঙ্কন করা
ভূমির পরিমাপ গ্রহণ
যন্ত্রপাতির যন্ত্র নেওয়া
592. আমেরিকান জরিপকরদের মতে সমতলমিতি জরিপে সর্বোচ্চ পরিসর-
130 km²
260 km²
150 km
320 km²
593. পানি সরবরাহ ও পয়ঃ প্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়-
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূ-তাত্ত্বিক জরিপ
594. কোন বিন্দুর আপেক্ষিক অবস্থান জানার জন্য করা হয়-
কম্পাস জরিপ
সমতলিক জরিপ
জ্যোতিষীয় জরিপ
প্রস্তুকাত্ত্বক জরিপ
595. ভিত্তি রেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ইনভার টেপ
মিটার শিকল
নাইলন টেপ
স্টিল ব্যান্ড শিকল
596. কোন বিষয়টি নির্ধারণের জন্য কনক্রিটের প্ল্যাম্প টেস্ট করা হয়?
strength
Durability
water cement ratio
workability
ব্যাখ্যা: কনক্রিটের কসসিসটেন্সি, পরিমাপের জন্য প্ল্যাম্প টেস্ট করা হয় এবং এর মাধ্যমে ওয়ার্ক এবিলিটি' ধারণা পাওয়া যায়। স্ল্যাম্প টেস্ট এর মাধ্যমে ওয়ার্কএবিলিটি নির্ধারণ করা যায় মাত্র। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete এর workability পরীক্ষা করার জন্য কোন test করা হয় - Slum Test. 2. Slump test এ ব্যবহৃত চোঙের size top 10 cm, bottom 20 cm, Height - 30cm. 3. Slump test এ ব্যবহৃত rod এর dia - 5/8'. 4. Slump test এ ব্যবহৃত rod এর - length 60 cm. 5. Slump test rod দ্বারা Concrete কে কতবার খোঁচাতে হয়- 25 বার। 6. Slump test এ চোঙটি কয় স্তরে পূর্ণ করা হয় - ৩ স্তরে।
597. বৃহ' পরিসরে উপযোগী-
সমতলিক জরিপ
কম্পাস জরিপ
ভূ-মন্ডলীয় জরিপ
প্লেন টেবিল জরিপ
598. একটি Circular Colum- Minimum dimension কত?
4 inch dia
8 inch dia
10 inch dia
12 inch dia
ব্যাখ্যা: Circular Colum- Minimum diameter 25cm (10 inch) এর কম হবে না।
599. জরিপকরের দাপ্তরিক কাজ-
মানচিত্র অঙ্কন
পরিমাপ লিখন
জরিপকার্য পরিচালনা
যন্ত্রপাতির তত্ত্বাবধান
600. আদর্শ ত্রিভুজ-
সমবাহু ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ
অসুঠাম ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ