Image
MCQ
20121. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে 'সভয়ে' পদটি কোন বিশেষণের উদাহরণ?। প্রাথমিক সহকারী শিক্ষক: ২১
বিশেষ্যের বিশেষণ
নাম বিশেষণ
ক্রিয়া বিশেষণ
বিশেষণের বিশেষণ
20122. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ? (সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী। ২২/
বিশেষণ
ক্রিয়া বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
20123. পর পর দুটি 'contour'-এর খাড়া (vertical) দূরত্বকে বলে- [PWD-2000]
vertical equivalent
horizontal equivalent
contour interval
contour gradient
20124. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? খাদ্য অধিদপ্রাতের অদিন সহকারী। ২১।
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
20125. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ? এনএসআই এর ফিল্ড অফিসার। ২১/
বিশেষণ
অনুসর্গ
অব্যয়
ক্রিয়াবিশেষণ
20126. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী? জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী। ২১/
দ্বিষ্ট
দ্বেষী
বিদ্বেষ
দিষ্ট
20127. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি? (সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২)
একাধিক
একক
বহু
একতা
20128. চালাকের বিশেষ্য পদ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/
চাতুর্য
চালাকি
চাতুরি
চতুর
20129. কোনটি বিনিময়ক্রম লেভেলিং-এর উদ্দেশ্য?
এলিভেশনের প্রকৃত পার্থক্য নির্ণয়
বক্রতা ও প্রতিসরণ ভ্রান্তি মুক্ত করা
কলিমেশন ভ্রান্তি দূর করা
দুই বিন্দুর মাঝামাঝি যন্ত্র স্থাপনার অসুবিধা দূর করা নোট: উপরের সবগুলো]
20130. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়? (স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২
সৌন্দর্য-সুন্দর
পরমাণু-পারমাণবিক
সংবাদ- সাংবাদিক
আকুলতা-আকুতি
20131. কোনো বস্তুর মধ্যাহ্নের পূর্বের ও পরের ছায়ায় উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডক রেখাকে বলে-
ধার্যকৃত মধ্যরেখা
প্রকৃত মধ্যরেখা
চুম্বকীয় মধ্যরেখা
কৌণিক রেখা
20132. ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
প্লানিমিটার
20133. প্রতিসরণজনিত শুদ্ধি, বক্রতার শুদ্ধির কত অংশ? - [PW D-2000]
১/৬অংশ
১/৭অংশ
১/৫অংশ
১/৮অংশ
20134. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। ২২
শ্যামালিকা
শ্যামলী
শ্যাম
শ্যামালিমা
20135. 'জন্ম' শব্দের বিশেষণ- বেসামরিক বিমানের নিরাপরা অপারেটর। ২১/
জীবন
জাতি
জাত
বংশ
20136. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
অভিধান
অভিধানিক
অভিধানি
আভিধানিক
20137. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ? রাজউকের ইসরয় পরিদর্শক। ২২/
পৃথ্বী
ধরণী
পার্থিব
বসুধা
20138. কিস্তোয়ার জরিপে ব্যবহৃত স্কেল-
1:100 হতে 200
1:200 হতে 500
1:500 হতে 5000
1:5000 হতে 10,000
20139. বাংলাদেশের জিটিএস বেঞ্চমার্কগুলো স্থাপিত হয়-
পিডিবি কর্তৃক
পিডব্লিউডি কর্তৃক
ভূমি সেটেলমেন্ট অধিদপ্তর কর্তৃক
বাংলাদেশ জরিপ সংস্থা কর্তৃক
20140. কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশায় জমির প্লটগুলো চিহ্নিত করা হয়?
মোরব্বা রেখা
সিকমি রেখা
পরতাল রেখা
শটান রেখা