ব্যাখ্যা: জরিপের দাপ্তরিক কাজ-
(i) মানচিত্র অঙ্কন।
(ii) হিসাবের উপর ভিত্তি করে নকশা অঙ্কন।
(iii) অঙ্কিত নকশা বা মানচিত্র কালি দেয়া ও নকশার কাজ সম্পাদন করা ইত্যাদি।
20104. মূল স্টেশনের নিকটস্থ সুবিধামতো যে স্টেশনে যন্ত্র বসিয়ে পাঠ নেয়া হয়, তার নাম-
ব্যাখ্যা: পৃথিবীর বক্রতা বিবেচনা না করে ভূপৃষ্ঠের স্বল্প বিস্তৃতির এলাকার বিভিন্ন বিন্দুর আপেক্ষিক অবস্থান দেখিয়ে যে নকশা করা হয়, তাকে সমতলিক জরিপ বলে।