EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4501. 'হনন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
হননেচ্ছা
জিঘাংসা
হত্যা
অদম্য
4502. 'যে উপকারীর উপকার স্বীকার করে' এক কথায় কী হবে?
অকৃতার্থ
কৃতজ্ঞ
কৃতঘ্ন
অকৃতজ্ঞ
4503. 'যা দীপ্তি পাচ্ছে' এক কথায় কি হবে?
সন্দীপন
দীপ্তিমান
আলোকিত
দেদীপ্যমান
4504. 'দীপ্তি পাচ্ছে এমন' এক কথায় কী হবে?
দ্বীপ্যমান
দীপ্তিমান
দীপ্যমান
দেদীপ্যমান
4505. শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
লুইজ গ্লিক
বব ডিলান
আবদুল রাজাক গুরনাহ
গুন্টার গ্রাস
ব্যাখ্যা: সুইডিশ একাডেমি আবদুল রাজাক গুরনাহ'র কৃতিত্ব হিসেবে বলছে, তার আপোসহীন ও দরদি লেখায় উঠে এসেছে ঔপনিবেশিকতার প্রভাব ও শারণার্থী জীবনের দুঃখ-দুর্দশা। তিনি ১১৮তম সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার জিতলেন। ১৯৪৮ সালে তানজানিয়ার জাঞ্জিবারে জন্ম নেয়া আবদুল রাজাক গুরনাহ ষাটের দশকে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি জমান।
4506. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে?
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
ব্যাখ্যা: আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
4507. 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই'-
নির্বাক
হতবাক
অভিজ্ঞ
কোনোটিই নয়
4508. The word 'Domicile' means---
permanent residence of a person
immigrant
non-resident
foreigner
4509. বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে?
৭টি
৯টি
৮টি
৬টি
ব্যাখ্যা: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। যথাক্রমে- ১ম-- (১৯৭৩-১৯৭৮) ২য়- (১৯৮০-১৯৮৫) (0888-DACS) -126 ৪র্থ- (১৯৯০-১৯৯৫) ৫ম- (১৯৯৭-২০০২) ৬ষ্ঠ- (২০১১-২০১৫) ৭ম-(২০১৬-২০২০) ৮ম- (২০২০-২০২৫)
4510. 'বিশ্বজনের হিতকর' এক কথায় কি হবে?
বিশ্বজনীন
সর্বজনীন
সার্বজনীন
হিতৈষী
4511. 'যার কোনো উপায় নেই' এক কথায় কি হবে?
নাচার
নিরুপায়
অনন্যোপায়
অনুপায়
4512. Oncology means a doctor who treats-
cancer
brain diseases
kidney diseases
stomach diseases
ব্যাখ্যা: Hints: Oncology হলো cancer এবং tumors রোগের চিকিৎসাবিজ্ঞান। Cancer এবং tumur রোগের চিকিৎসা যিনি করেন তাকে Oncologist বলে।
4513. 'A prodigy' is -
an extra-ordinary person
a common man
a wasteful person
a musician
ব্যাখ্যা: Hints: A prodigy হলো অসাধারণ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি অর্থাৎ an extra-ordinary person
4514. 'যা বলা হয়নি' এক কথায় হবে-
অবহিত
অনুক্ত
অবাচ্য
অনুল্লেখ
4515. 'যা দমন করা যায় না' এক কথায় হবে-
দুর্দমনীয়
দুর্দম
অদম্য
অসম্ভব
4516. In the sense of lack of rainfall', which of the following words is right.
drauft
draught
draft
drought
ব্যাখ্যা: Hints: বৃষ্টিপাতের অভাবে যে প্রতিকূল draught অর্থ নকশা, draft অর্থ খসড়া আর drauft বলে কোনো শব্দ dictionary-তে নেই। অবস্থার সৃষ্টি হয় তা হলো drougit (খরা)।
4517. 'যে বিষয়ে কোনো বিতর্ক / বিবাদ / বিরোধ নেই'-
অবিমৃষ্যকারী
অবিতর্ক
অবিমিশ্যকারী
অবিসংবাদী
4518. 'যা নিবারণ করা যায় না' এক কথায় কি হবে?
অনিবারিত
নির্বাণ
অনিবারণযোগ্য
দুর্নিবার
4519. 'আপনাকে পণ্ডিত মনে করে যে' এক কথায় কি হবে?
অতিপণ্ডিত
মহাপণ্ডিত
পণ্ডিত নেতা
পণ্ডিতম্মন্য
4520. 'সর্বজনের হিতকর'/'সকলের জন্য প্রযোজ্য' এক কথায় কি হবে:
সর্বজনীন
সার্বজনীন
বিশ্বজনীন
সর্বহিতকর