MCQ
18181. কেবলমাত্র Compressive force-বাহী কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
18182. ACI code অনুসারে কলামের মিনিমাম bngitudinal রডের পরিমাণ কত?
১%
৩%
২%
8%
18183. Stirrup বা Web Reinforcement বা কর্তন লোহা বা খাড়া লোহার প্রধান কাজ হলো-
বিমের কোনাকুনি শিয়ার পীড়নকে প্রতিহত করার জন্য
প্রধান লোহাকে সঠিক স্থানে রাখার জন্য
কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করার জন্য
কোনোটিই নয়
18184. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/10 kg-cm
WL/12 kg-cm
WL/8 kg-cm
WL/2 kg-cm
18185. কংক্রিটের প্রসারণ চাপ সংকোচন চাপের শতকরা কত?
১০%
২০%
১৫%
২৫%
18186. দ্বিমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব-
9cm
12cm
15cm
18cm
18187. আরবি ছাদে সম্পূর্ণ ইট ব্যবহার করা হয় মোট কাজের-
30%
40%
35%
45%
18188. ছাদে স্ল্যাবের কভারিং-
2cm
4cm
3cm
5cm
18189. টান ও চাপ উভয় ধরনের পীড়ন সৃষ্টি হয়, ঐ সমস্ত কাঠামোতে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
প্রিস্ট্রেসড কংক্রিট
প্লেইন কংক্রিট
রিইনফোর্সড কংক্রিট
কোনোটিই নয়
18190. CI কোড অনুসারে কর্নার রিইনফোর্সমেন্টের দূরত্ব প্রতি কর্নার থেকে বৃহত্তর স্প্যানের-
L/3
L/6
L/5
L/7
18191. আল্টিমেট স্ট্রেংথ পর্যায়ে বিমের সংকোচন মুখের সর্ব দূরবর্তী প্রান্তে সৃষ্ট সর্বোচ্চ বিকৃতির পরিমাণ-
০.০০৩
০.০০৫
0.008
০.০০৬
18192. প্রকৃতি পাথর দ্বারা নির্মিত কংক্রিটের একক ওজন কত?
১৪৫ পা./ঘনফুট
১২০ পা./ঘনফুট
৫০ পা./ঘনফুট
২৩০ পা./ঘনফুট
18193. কৌণিক বলে অনুভূমিক উপাংশ প্রতিহত করে প্রধানত। রিইনফোর্সমেন্ট ফিল্ড উল্লম্ব উপাংশকে প্রতিহত করতে ব্যবহৃত হয়-
Web reinforcement
Main reinforcement
Temperature bar
কোনোটিই নয়
18194. Web reinforcement কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
18195. নিরপেক্ষ অক্ষের অবস্থান নিরূপক সূত্র কোনটি?
bx²/2 = n (d-x)
bx/2=n As (d-x)
bx²= n As (d-x/3)
bx²/2=n As (d-x)
18196. উচ্চশক্তিসম্পন্ন স্ল্যাব, বিম ব্রিজ, ড্যাম, পাইল, পোস্ট এবং পাইপ নির্মাণে কোন ধরনের কংক্রিট ব্যবহৃত হয়?
রিইনফোর্সড কংক্রিট
প্লেইন কংক্রিট
প্রিস্ট্রেসড কংক্রিট
সবগুলো
18197. টু-ওয়ে স্ল্যাবে মূল লোহা ব্যবহৃত হয়-
লং ডিরেকশন
শর্ট ডিরেকশন
উভয় ডিরেকশন
কলাম স্ট্রিপ বরাবর
18198. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোড হলো-
ASTM Code
USD Code
ACI Code
কোনোটিই নয়
18199. পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/12
WL/8
WL/2
WL/10
18200. ক্যান্টিলিভার বিমের সর্বাধিক মোমেন্ট হয়--
মুক্তপ্রান্তে
সাপোর্টে
মধ্যবিন্দুতে
কোনোটিই নয়