EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
18121. যে-কোনো মৃত্তিকার ক্ষেত্রে ভূমি থেকে ভিত্তির ন্যূনতম গভীরতা হবে-
60 সেমি
৪০ সেমি
100 সেমি
120 সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালিমাটির জন্য ভিত্তির ন্যূনতম গভীরতা= 80cm-100cm কাদামাটির জন্য ভিত্তির ন্যূনতম গভীরতা= 90cm 160cm
18122. একটা 5' x 5' footing এর চার কোনায় footing-এর পাশ ঘেঁষে । ফুট ব্যাসের চারটা পাইল footing এর মধ্যখানে অবস্থিত একটা কলামের ভার বহন করে। কলামটিতে সর্বোচ্চ 60k vertical load-সহ 40k-ft moment আসতে পারে। তাহলে pile-এ সর্বোচ্চ load হবে-
15k
10k
20k
25k
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি Pile-এর লোড =60/4=15k
18123. বালুমাটি (sandy soil) compact করার জন্য সবচেয়ে উপযুক্ত roller হচ্ছে-
Vibrator roller
Sheep-foot roller
Pneumatic-tyred roller
Smooth-wheel roller
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sheeps foot rollers হলো অনেকগুলো আয়তাকার ফিট সম্বলিত রোলার, যা প্যাডফুট বা টেম্পিং রোলার হিসেবেও পরিচিত। এ রোলার পলিমাটি ও কাদামাটির রোড কনস্ট্রাকশনে ব্যবহৃত হয়।
18124. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
কোর্স গ্র্যাভেল
আলগা এবং শুষ্ক মোটা বালি
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-সব মাটিতে কোর্সা গ্রাভেল যুক্ত থাকে ঐ সকল মাটির বসন কম হয় এবং অধিক পরিমাণ ভার বহন করতে পারে।
18125. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে কম?
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
আলগা এবং শুষ্ক মোটা বালি
কোর্স গ্র্যাভেল
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাটি আর্দ্র থাকলে কাদায় পরিণত হয়, তাই আর্দ্র মাটির ভার বহন ক্ষমতা কম।
18126. কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
100 মিমি
20 মিমি
40 মিমি
10 মিমি
18127. মাটির সেফ ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে-
সয়েলকে গ্রাউটিং করে
ভিত্তির গভীরতা বৃদ্ধি করে
যদি পানি সমতল ফুটিং বেসের নিকটবর্তী হওয়ায় মাটি ড্রেনিং-এর মাধ্যমে
উপরের সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি করার উপায়- (১) ভিত্তির গভীরতা বৃদ্ধি করে (২) গ্রাউটিং করে। (৪) রাসায়নিক ক্রিয়ার সাহায্যে (৫) মাটিকে সীমাবদ্ধ করে।
18128. স্টেটিক পেনিট্রেশন পরীক্ষায় পেনিট্রেটিং কৌন (Cone)-এর অ্যাঙ্গেল-
75°
60°
45°
30°
18129. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ওয়েল ফাউন্ডেশন
পাইল ভিত্তি
র্যাফট ভিত্তি
গ্রিলেজ ভিত্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রিলেজ ফাউন্ডেশন: এটি একটি স্বতন্ত্র ফুটিং। ভারী কাঠামোর লোডকে কলাম বা পায়ার দ্বারা স্বল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটিতে ছড়িয়ে দেওয়া জন্য গ্রিলেজ ফাউন্ডেশন ব্যবহার করা হয়। এর গভীরতা হয়। মিটার থেকে 1.5 মি.। গ্রিলেজ ভিত্তি দু প্রকার- (i) স্টিল গ্রিলেজ (ii) টিম্বার গ্রিলেজ।
18130. কফারড্যাম নির্মাণকালে কোন পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
ফ্রিকশন পাইল
শিট পাইল
বিয়ারিং পাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিল শিট পাইল ব্যবহার করা হয় পানি চুয়ানো বন্ধ করার জন্য।
18131. যে Footing দুটি column-কে support করে তা-
Step footing
Strip footing
Combined footing
Continuous footing
18132. দালানে সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো-
গ্রিলেজ ভিত্তি
র্যাফট ভিত্তি
পাইল ভিত্তি
ওয়েল ফাউন্ডেশন
ব্যাখ্যা: ব্যাখ্যা: গভীর ভিত্তি তিন প্রকার (1) পাইল ভিত্তি (ii) ২৯ ক কফার জ্যাম (iii) কেইশন।
18133. একটা 3m x 3m কলামের ভিত্তি (foundation)-এর উপর load-এর ecentricity নিম্নোক্ত মানের বেশি হওয়া উচিত নয়-
0.50m
0.75m
10.m
1.5m
18134. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় কত সেমি প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়?
40 সেমি
20 সেমি
30 সেমি
10 সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় 63.5 kg হাতুড়িকে 75cm উচ্চতা থেকে হ্যামারিং সকেট-এর উপর ফেলা হয়। (সেম্পলার সেটিং-এর জন্য প্রথম 15 সেমি আঘাত সংখ্যা বাদ দিয়ে পরবর্তী 30 সেমি আঘাত সংখ্যা হিসাব করা হয়।
18135. প্লেট লোডিং টেস্ট থেকে পাওয়া যায়-
মাটির সেফ বিয়ারিং ক্যাপাসিটি
মাটির সর্বোচ্চ ভারবহন ক্ষমতা
আন্ডারলেয়িং রক এবং গভীরতা
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রদত্ত চাপে মাটির বসন ও মাটির চরম ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য প্লেট লোড পরীক্ষা করা হয়।
18136. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় হাতুড়ির ওজন এবং পতনের উচ্চতা-
60 কেজি এবং 60 সেমি
50 কেজি এবং 50 সেমি
70 কেজি এবং 70 সেমি
65 কেজি এবং 75 সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় হাতুড়ির ওজন 65kg পতনে-এর উচ্চতা 7.5cm বা 750 nun পেনিট্রেশন সংখ্যাকে N দ্বারা প্রকাশ করা হয়।
18137. যখন ভূগর্ভস্থ পানির তল (water level) ভূপৃষ্ঠের তল (Ground level) এর কাছাকাছি আসে তখন মাটির ভার বহন ক্ষমতা (bearing capacity) কমে-
অর্ধেক হয়
একই থাকে
দুই-তৃতীয়াংশ হয়
তিন-চতুর্থাংশ হয়
18138. অনিশ্চিত ভূমির Defferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী ধরনের Foundation/ Footing ব্যবহৃত করা হয়?
Combined footing
Strip footing
Cofferdam
Mat foundation
ব্যাখ্যা: ব্যাখ্যা: র্যাফট বা ম্যাট একটি কমাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রফলকে আবৃত্ত করে নির্মাণ করা হয়। ভরাট মাটি, নরম মাটি অথবা জলাশয় এলাকা, যেখানে মাটির ভারবহন ক্ষমতা কম সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোডের কাঠামোগুলো র্যাফট ভিত্তির সাহায্যে নির্মাণ করা হয়।
18139. যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন নিচের শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বলে-
কম্প্যাকশন পাইল
শিট পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিয়ারিং পাইলঃ যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বিয়ারিং পাইল বলা হয়।
18140. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে কীসের উপর?
ফাউন্ডেশন-এর ধরন
ফাউন্ডেশন-এর আকার ও আকৃতি
ফাউন্ডেশন-এর গভীরতা
উল্লিখিত সবগুলোর উপর