Image
MCQ
18141. বালিমাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
5 মিমি
25 মিমি
20 মিলি
10 মিমি
18142. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
কোনোটিই নয়
18144. বিমের যে-কোনো তলের বিকৃতি তার নিরপেক্ষ অক্ষ থেকে ঐ তলের দূরত্বের-
সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
18145. সমসত্ত্ব বিমের বেন্ডিং পীড়নের সূত্র হলো-
f=M/bd²
f=6M/bd
f=6M/bd²
কোনোটিই নয়
18146. যখন দুই বা ততোধিক Footing-কে বিম দ্বারা সংযোগ দেওয়া হয় তখন ঐ Footing-কে বলা হয়-
Beam footing
Mat footing
Strap footing
Combined footing
18147. যে দেয়াল মাটির Lateral pressure বহন করে-
Boundary wall
Retaining wall
Shear wall
Vertical wall
18148. Effective stress 100 kN/m² হতে 200 kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400 kN/m² বৃদ্ধি পায় তাহলে একই Clay soil-এর Settlement কত হবে?
10mm
40mm
20mm
কোনোটিই নয়
18149. মাটির Settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয়?
Tri-axial
Hydrometer
Consolidation
Direct Shear
18151. Sand pile কেন করা হয়?
Horizontal load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
18152. একটি সমসত্ত্ব বিমের বেন্ডিং মোমেন্ট-এর মান 300000 kg.cm হলে সর্বোচ্চ পীড়ন-এর মান কত?
46.25 kg/cm².
56.25 kg/cm²
48.25 kg/cm²
48.25 kg/cm²
18153. Foundation-এর জন্য concrete ব্যবহার কত Slump allow করা হয়?
25-50mm
50-100mm
100-200mm
30-40mm
18154. একটি Foundation-কে Shallow বলা হয় যখন এর depth হয়-
1/4th of its width
Equal of its width
3 /4th of its width
half of its width
18155. Structure-এর যে অংশটি ওজনকে মাটিতে Transfer করে, তাকে বলে-
Superstructure
Frame of structure
Plinth
Foundation
18156. b প্রন্থের Rectangular foundation-এর load eccentricity কোন value-এর অধিক হওয়া উচিত?
b/5
b/3
b/4
b/6
18157. কাঠের পাইলে সর্বোচ্চ লোড কত এর অধিক হওয়া উচিত নয়?
৫০ kN
২০০ kN
১৫০ kN
১০০ kN
18158. রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে কত প্রকারের ব্যর্থ হতে পারে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
18159. ACI কোড অনুসারে সাধারণভাবে স্থাপিত বিমের ন্যূনতম পুরুত্ব-
L/10
L/30
L/25
L/35
18160. Soil-এর Bearing capacity কার উপর নির্ভর করে?
Particle size
Internal friction
Particle shape
উপরোক্ত সব