Image
MCQ
281. নিচের কোনটি প্রসেস মেটালার্জি হিসেবে পরিচিত?
ফিজিক্যাল মেটালার্জি
পাউডার এলিমেন্টারি মেটালার্জি
কেমিক্যাল মেটালার্জি
এলিমেন্টারি মেটালার্জি
282. নিম্নের কোন কার্যক্রম কেমিক্যাল মেটালার্জি বিষয়ের অন্তর্ভুক্ত?
তাপ প্রক্রিয়া
ধাতু বিগলন ও পরিশোধন
ধাতু গুঁড়াকরণ
ধাতু সংকরিতকরণ
283. নিম্নের চারটি পদার্থের মধ্যে কোনটির ক্ষয়প্রবণতা সবচেয়ে কম?
কাস্ট আয়রন (Cast iron)
স্টেইনলেস স্টিল (Stainless steel)
গোল্ড (Gold)
লো-কার্বন স্টিল (Low carbon steel)
284. মেটালার্জি বিষয় পাঠ করলে জানা যায়-
নানাবিধ যাতু ও তাদের আকরিক উত্তোলন, ধাতু নিষ্কাশন ও পরিশোধন
ধাতুর ভৌত এবং যান্ত্রিক ধর্মের পরিবর্তন ও পরিবর্ধন
ধাতুর আকার-আকৃতি পরিবর্তন ও পরিবর্ধনসহ নানাবিধ দ্রব্যাদি নির্মাণ ও মেরামত
উপরের সবগুলোই
285. 'মেটালার্জি' শব্দের অর্থ কী?
ধাতুবিদ্যা
গতিবিদ্যা
কওখ
কোনোটিই নয়
286. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ভঙ্গুর (Brittle) কোনটি?
কপার (Copper)
ব্রাশ (Brass)
ব্রোঞ্জ (Bronde)
কাস্ট আয়রন (Cast Iron)
288. সব ধাতুর মধ্যে ইঞ্জিনিয়ারিং ধাতু হিসাবে স্টিল অতান্ত জনপ্রিয়, কারণ এটির-
ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি
তাপ পরিবহন ক্ষমতা কম
ঘনত্ব কম
শক্ততা কম
289. নিম্নের কোনটি ফিজিক্যাল মেটালার্জি বিষয়ের আওতাভুক্ত?
মেটালের ভৌত ও রাসায়নিক ধর্ম
মেটালের আকার-আকৃতি পরিবর্তনের কারণে গুণাবলির পরিবর্তন
যান্ত্রিক ধর্ম ও যান্ত্রিক গুণাবলি
উপরের সবগুলোই
290. আধুনিক প্রযুক্তির যুগে মেটালার্জিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
৫ভাগে
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
291. ধাতু প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিজ্ঞানকে কী বলে?
মেট্রোলজি
মেকাট্রনিক্স
মেটালার্জি
কোনোটিই নয়
292. নিম্নের চারটি পদার্থের মধ্যে কোনটি পরিবাহী হিসাবে সর্বোত্তম?
কপার (Copper)
লেড (Load)
রাবার (Rubber)
স্টেইনলেস স্টিল (Stainless steel)
293. ধাতুগুঁড়াকে চাপ ও তাপ দিয়ে আকার-আকৃতি পরিবর্তন করে কার্যোপযোগী করার পদ্ধতি হলো-
প্রসেস মেটালার্জি
এলিমেন্টারি মেটালার্জি
ম্যানুফ্যাকচারিং মেটালার্জি
পাউডার মেটালার্জি
294. ইদানীং কালে পাউডার মেটালার্জির ব্যবহার ব্যাপক প্রসার লাভ করছে কেন?
উন্নতমানের যন্ত্রাংশ তৈরি হয়
উৎপাদনের ব্যয় কম
উন্নত স্কিলের প্রয়োজন হয় না
সহজে প্রস্তুত করা যায়
295. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society for Testing and Materials
American Standard for Testing Materials
American Society for Testing of Materials
American Society of Testing Matter
296. মেটালার্জির কোন ক্ষেত্রে তুলনামূলকভাবে অধিকসংখ্যক জনশক্তি নিয়োজিত হয়?
কেমিক্যাল মেটালার্জি
পাউডার মেটালার্জি
ফিজিক্যাল মেটালার্জি
ফাউন্ড্রি
297. সংকর ধাতুতে ব্রোঞ্জের উপাদান-
জিঙ্ক (Zn) ও কপার (Cu)
জিঙ্ক (Zn) ও নিকেল (Ni)
জিঙ্ক (Zn) ও ক্রোমিয়াম (Cr)
কপার (Cu) ও টিন (Sn)
298. ফিজিক্যাল মেটালার্জি পাঠ করলে জানা যায়-
আকরিক উত্তোলন
মেটালের বাহ্যিক গুণাগুণ
সংকর ধাতু প্রস্তুতকরন
মেটালের ব্যবহার