MCQ
221. গ্রে-কাস্ট আয়রনে কোন প্রকার উপাদান মিশ্রিত থাকলে শক্তি, কাঠিন্যতা, আঘাত প্রতিরোধক শক্তি, ফ্যাটিগ শক্তি এবং উচ্চ তাপমাত্রায় শক্তি অক্ষুন্ন থাকে?
নিকেল (Ni)
কপার (Cu)
ক্রোমিয়াম (Cr)
মলিবডেনাম (Mo)
222. টুল স্টিলে কার্বনের পরিমাণ কত থাকে?
0.2-0.9%
0.1-0.3%
0.7-1.5%
3.4-.5%
223. স্টেইনলেস স্টিলে কার্বনের পরিমাণ রাখা হয়-
০.৮-১%
০.৩-০.৬%
০.৬%-০.৮%
সর্বোচ্চ ০. ৪ %
224. স্প্রিং-এর উপকরণ হিসাবে ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্য দরকার?
কঠিনতা (Stiffness)
নমনীয়তা (Ductility)
সহনশীলতা (Resilience)
প্লাস্টিসিটি (Plasticity)
225. ব্রাশ-এর উপাদান কোনটি?
কপার ও-লৌহ
কপার ও জিঙ্ক
সোডিয়াম ও জিঙ্ক
কোনোটিই নয়
226. ধাতুমলে চুনের পরিমাণ কত?
32-45%
10-30%
50-60%
40-90%
227. মনেল মেটালে তামার সঙ্গে কোন প্রকার প্রধান উপাদান মিশ্রিত করা হয়?
সিসা (Pb)
নিকেল (Ni)
দস্তা (Zn)
টিন (Sn)
228. সিমেস্টাইটের রাসায়নিক সংকেত কোনটি?
Fe3C
Fe2O3
CaCO3
CaO
229. নিচের কোনটি অলৌহজ পদার্থের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয়?
তামা (Cu)
টিন (Sn)
অ্যালুমিনিয়াম (AI)
সিসা (Pb)
230. এক মেট্রিক টন পিগ লৌহ উৎপাদন করতে কত মেট্রিক টন আকরিক, কোক ও চুনাপাথর লাগে?
আকরিক-২, কোক-১ , চুনাপাথর-০.৮
আকরিক-৩, কোক-২, চুনাপাথর-১
আকরিক-৩, কোক-২, চুনাপাথর-১
আকরিক-২, কোক-০.৫, চুনাপাথর-০.৪
231. গান মেটালের উপাদান কোনগুলো?
Cu, Zn, Na
Na, Mg. Al
Cu, Sn, Zn
Na. Al. Fe
232. ওভারহেড লাইনে (Overhead line) পরিবাহী (Conductor) হিসেবে ব্যবহার করা হয়-
অ্যালুমিনিয়াম (Aluminium)
কপার (Copper)
স্টিল (Steel)
ব্রাশ (Brass)
233. যে প্রক্রিয়ার সাহায্যে লৌহ আকরিক হতে উদ্বায়ী পদার্থ; যেমন- পানি ও কার্বন ডাই-অক্সাইড বের করে দেয়া হয়, তা হলো-
আবহাওয়াকরণ
ঘনীকরণ
ভস্মীকরণ
ঘর্ষণ ও চূর্ণন
234. প্লেইন কার্বন স্টিলে ম্যাঙ্গানিজের পরিমাণ কত?
0.05-2.1%
3.5-5%
2-4.5%
7.5-8%
235. বিয়ারিং মেটালের উপাদান কোনগুলো?
Cu, Zn, Na
Cu, Sn, Zn
Na. Mg. Al
Pb, Cu, Zn
236. আর্কিটেকচারাল ব্রাশে তামা ছাড়া আর কী মিশ্রিত থাকে?
দস্তা (Zn) ও সিলিকন (Si)
দস্তা (Zn) ও সিসা (Pb)
দস্তা (Zn) ও ম্যাঙ্গানিজ (Mn)
টিন (Sn) ও দস্তা (Zn)
237. সিমেন্টাইটে শতকরা কত কার্বন থাকে?
2.3%
6.67%
3.5%
9%
238. ধাতুমলে ম্যাঙ্গানিজ অক্সাইডের পরিমাণ কত থাকে?
25-33%
32-45%
1-2%
5-7%
239. রেললাইনের রেল তৈরি করার উপযোগী সাধারণ কার্বন ইস্পাতের কার্বনের পরিমাণ কত হওয়া উচিত?
০.২-০.৪%
০.২-০.৫%
০.৫%-০.৬৫%
০.৬৫-০.৭৫%
240. অ্যালয় স্টিলে কোন উপাদান মিশ্রিত থাকলে বিকৃতি হওয়ার সম্ভাবনা কম থাকে?
টাংস্টেন (W)
সিলিকন (Si)
ম্যাঙ্গানিজ (Mn)
নিকেল (Ni)