MCQ
641. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রসেস ভেরিয়েবলের প্রকৃত মান এবং সেট মানের মধ্যে এররের সমানুপাতিক হয়, তার নাম কী?
Proportional Control
Integral Control
Derivative Control
None of them
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রসেস ভেরিয়েবলের প্রকৃত মান এবং সেট মানের মধ্যে এরবের সমানুপাতিক হয়, তাকে Proportional control বলে।
642. টোকেন পাসিং পদ্ধতিটি নিচের কোন টপোলজিতে ব্যবহার করা হয়?
বাস টপোলজি
রিং টপোলজি
স্টার টপোলজি
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: টোকেন রিং এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক। টোকেন পাসিং পদ্ধতিটি রিং টপোলজিতে ব্যবহার করা হয়। এই ব্যবস্থাতে কোনো সংযুক্ত প্রান্ত একটি বিশেষ ফ্রেম বা টোকেন গ্রহণ করা সাপেক্ষে প্রেরণ করা শুরু করতে পারে।
643. পিএলসি-তে কত প্রকার কাউন্টার ব্যবহৃত হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: পিএলসি-ব্যবহৃত কাউন্টার ৩ প্রকার যথা-
(1)Up Counters, (ii) Down Counters and (i) Up-Down Counters
644. দূরবর্তী পিএলসি ও ফিল্ড ডিভাইস হতে ডাটা গ্রহণ এবং দূরবর্তী পিএলসি-তে ডাটা প্রেরণ করার জন্য কোন নেটওয়ার্ক ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়?
কমিউনিকেশন নেটওয়ার্ক
নেটওয়ার্ক টপোলজি
কমিউনিকেশন মডিউল
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: দূরবর্তী পিএলসি ও ফিল্ড ডিভাইস হতে ডাটা গ্রহণ এবং দূরবর্তী পিএলসি-তে ডাটা প্রেরণ করার জন্য কমিউনিকেশন মডিউল নেটওয়ার্ক ইন্টারফেস সার্কিট ব্যবহার করা হয়।
645. যে টাইমার একটি নির্দিষ্ট সময় পর টার্ন-অফ হয় অর্থাৎ টার্ন-অফ হওয়ার পূর্বে একটি নির্ধারিত সময় পর্যন্ত টার্ন- অন থাকে, তার নাম কী?
অন-ডিলে টাইমার
অফ-ডিলে টাইমার
ক্যাসকেড টাইমার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে টাইমার একটি নির্দিষ্ট সময় পর পর টার্ন-অফ হয়, তাকে অফ-ডিলে টাইমার বলে।
646. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ডেরিভেটিভ-এর সাথে সমানুপাতিক হয়, তার নাম কী?
Integral Control
Derivative Control
Proportional Control
None of them
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে কেন্ট্রাল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এরর সিগন্যালের ডেরিভেটিভ-এর সাথে সমানুপাতিক হয়, তাকে Deri control বলে।
647. যে কাউন্টার পূর্বনির্ধারিত মান থেকে গণনা আরম্ভ করে শূন্যমান পর্যন্ত আসে, তার নাম কী?
আপ-কাউন্টার
ডাউন-কাউন্টার
আপ-ডাউন কাউন্টার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে কাউন্টার পূর্ব নির্ধারতিমান থেকে গণনা শুরু শূন্যমান পর্যন্ত আসে তাকে, ডাউন কাউন্টার বলে।
648. পিএলসি-তে শিফট রেজিস্টারের উপাদান কয়টি?
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: PLC-তে শিফট রেজিস্টারের উপাদনি ৩ টি যথা-
(1)Data
(4) Clock and
(i) Reset
649. নেটওয়ার্ক টপোলজি কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: নেটওয়ার্ক টপোলজি অর্থাৎ ফিজিক্যাল টপোলজি প্রধানত ৬ প্রকার যথা-
(i) Bus Topology:
(ii) Ring Topology
(ii) Star Topology:
(V) Tree Topology,
(iv) Mesh Topology:
(vi) Hybrid Topology.
650. পিএলসি-তে একাধিক সংখ্যক সাধারণভাবে 8. 16 বা 32 ইন্টারনাল রিলের একটি গ্রুপ, যা সংরক্ষিত বিটগুলোকে এক রিলে থেকে অন্য রিলেতে স্থানান্তর করে, তার নাম কী?
শিফট রেজিস্টার
কাউন্টার
টাইমার
কম্পারেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: PLC-তে কিছু সংখ্যক সাধারণ 8-16 বা 32 ইন্টারনাল বিলের একটি গ্রুপ, যা সংরক্ষিত বিটগুলোকে এক রিলে থেকে অনা রিলেতে স্থানান্তর করে, তাকে শিফট রেজিস্টার বলে।
651. পিএলসি-তে কিছুসংখ্যক সাধারণভাবে (8, 16 বা 32) ইন্টারনাল রিলের একটি গ্রুপকে একত্রে কী বলে?
রেজিস্টার
কাউন্টার
টাইমার
কম্পারেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: PLC-তে কিছু সংখ্যক ইন্টারনাল রিলের একটি গ্রুপকে একত্রে রেজিস্টার বলে।
652. Which one is used to close a running document?
alt + W
ctrl+S
ctrl + A
none
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: List of basic word shortcut keys
Ctrl+S = Save
Ctrl+A = Select all contents of the page.
Ctrl+W = Close document.
Alt+F4 = Close current open program
Al + W = Open the view tab.
653. নিচের কোনটি অনেক ব্যবহারকারীর মধ্যে আন্তঃসংযোগ | (Interconnection) স্থাপন করে?
নেটওয়ার্ক টপোলজি
কমিউনিকেশন মডিউল
(ক) এবং(খ) উভয়েই
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: নেটওয়ার্ক টপোলজি হচ্ছে অনেক ব্যবহার কারীর মধ্যে আন্ত এসংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয়।
654. In a memory-mapped I/O system, which one is not present?
LDA
IN
ADD
OUT
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: In memory-mapped 100 devices and the memory share the same address space.
655. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এবং সিগন্যালের ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয় তার নাম কী?
Proportional Control
Integral Control
Derivative Control
All of them
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট এরর নিগন্যাসে। ইন্টিগ্রেশনের সাথে সমানুপাতিক হয়, তাকে integral coming বলে।
656. PID কন্ট্রোলার নিচের কোথায় ব্যবহৃত হয়?
ইন্ডাস্ট্রিয়াল ওভেন
প্লাস্টিক ইনজেকশন মেশিনারি
প্যাকিং ইন্ডাস্ট্রি
উপরের সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: একটি PID কন্ট্রোলার হলো তাপমাত্রা, প্রবাহ, চাপ, গতি, এবং অন্যান্য প্রক্রিয়া ভেরিয়েবলগুলো নিয়ন্ত্রণ করতে শিল্প নিয়ন্ত্রিত অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত একটি যন্ত্র ইন্ডাস্ট্রিয়াল ওভেন, প্লাস্টিক ইনজেক মেশিনারি এবং প্যাকিং ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়।
657. যে কাউন্টার শূন্যমান থেকে গণনা আরম্ভ করে পূর্ব- নির্ধারিত মান পর্যন্ত গণনা করে, তার নাম কী?
আপ-কাউন্টার
ডাউন কাউন্টার
আপ-ডাউন কাউন্টার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: যে কাউন্টার ছোট নাম্বার থেকে বড় নাম্বারের দিকে (অর্থাৎ '০' থেকে পূর্ব নির্ধারিত মান পর্যন্ত) পর্যায়ক্রমিক গণনা করে তাকে আপ-কাউন্টার বা রিপল-আপ-কাউন্টার বলে।
658. যে কন্ট্রোল সিস্টেমে কন্ট্রোলারের আউটপুট প্রোপরশনাল ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ কন্ট্রোলারের আউটপুট যোগ করে পাওয়া যায়, তার নাম কী?
ডেরিভেটিভ কন্ট্রোলার
PID কন্ট্রোলার
ইন্টিগ্রাল কন্ট্রোলার
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: PID হলো প্রোপরশনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ কন্ট্রোলার। একটি ফিডব্যাক লুপ: সিস্টেম আউটপুট পরিমাপ করা এবং একটি পছন্দসহ সেট পয়েন্টের মধ্যে পার্থক্য সংশোধন করতে এটি ব্যবহার করা হয়।
659. IEC-এর পূর্ণনাম নিচের কোনটি?
International Electric Commission
International Electrotechnical Commission
Internal Electrotechnical Co-operation
None of them
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: IEC-এর পূর্ণনাম IEC = International Electrotechnical Commission.
660. Which one can be used for read?
RAM
ROM
Both (a) & (b)
none
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
মাইক্রোকন্ট্রোল এন্ড পিএলসি mcq all
Microcontrol and PLC
ব্যাখ্যা: RAM stands for Random Access Memory. RAM data is volatile. Data is present till power supply is present. Rom stands for Read Only Memory. Rom data is permanent. Not requiring power to store dam