EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. এডি কারেন্ট লস-
ফ্রিকুয়েন্সির সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির ১.৬ পাওয়ারের সমানুপাতিক
ফ্রিকুয়েন্সির বর্গের সমানুপাতিক
সর্বোচ্চ ফ্লাক্সের ঘনত্বের সমানুপাতিক
2. ২২০ ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডে ১১০ ভোল্টেজ পাওয়া যায়। এর টার্নস রেশিও হবে-
২২: ১০
১:২
২:১
২:১১
3. আমরা বাসাবাড়িতে যে সিলিং ফ্যান ব্যবহার করি, এগুলো আসলে-
ডিসি মোটর
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা বাসাবাড়িতে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করি।
4. ট্রান্সফরমারের দক্ষতা সর্বোচ্চ হবে-
কপার লস কোর লসের সমান হলে
কপার লস কোর লসের চেয়ে কম হলে
কপার লস কোর লসের চেয়ে বেশি হলে
এডি কারেন্ট লস হিসটেরেসিস লসের সমান হলে
5. আমরা বিদ্যুৎ লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি, তা-
এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে
ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তরিত করে
এসি ভোল্টেজের ফ্রিকুয়েন্সি কমিয়ে দেয়
এসি ভোল্টেজকে স্টেপ ডাউন করে
6. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
বিহারীলাল চক্রবর্তী
নবীনচন্দ্র সেন
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা: তথ্য: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত (১৮১২-১৮৫৯) কবি ও সাংবাদিক। তিনি ঈশ্বর গুপ্ত নামে সমধিক পরিচিত। এছাড়া অনেকে তাকে গুপ্ত কবি বলেন। তবে বাংলা সাহিত্যে ঈশ্বর গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।
7. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে স্টার্ট নিতে পারে না। কারণ এটি --
রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না
পালসেটিং ফ্লাক্স ঘূর্ণন সৃষ্টি করতে পারে না
সিনক্রোনাস গতির কারণে ফ্লাক্স তৈরি করে না
স্লিপের কারণে স্টার্ট নিতে পারে না
ব্যাখ্যা: থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় ফলে এরা নিজে নিজে স্টার্ট নিতে পারে। কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় না ফলে নিজে নিজে স্টার্ট নিতে পারে না।
8. এক-ফেজ ট্রান্সফরমার থেকে তিন-ফেজ সরবরাহ ১০৩০ পাওয়ার উপায় কী
ট্রান্সফরমারকে ওয়াই-ডেল্টা সংযোগ করে
দুটি ১-ফেজ ট্রান্সফরমারকে স্কট-সংযোগ করে
তিনটি ১-ফেজ ট্রান্সফরমারকে পর পর সাজিয়ে
উপরের সব ক'টি পদ্ধতি দ্বারা
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: এক-ফেজ ট্রান্সফর্মার থেকে তিন-ফেজ সরবরাহের পাওয়ার ব‍্যান্ড উপায়গুলো হলো- (১) দুটি ১-ফেজ ট্রান্সফর্মারে স্কট বা (T-T) সংযোগ করে। ii) তিনটি ১-ফেজ ট্রান্সফর্মারকে পর পর সাজিয়ে। ( (iii) ট্রান্সফর্মারকে ওয়াই-ডেল্টা সংযোগ করে।
9. একটি Transformer এর মধ্যে-
একটি winding আছে
দুটি winding আছে
তিনটি winding আছে
ওপরের কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রান্সফর্মারের দুইটি Winding থাকে। যথা- (i) Primary winding (ii) Secondary winding
10. একটি তিন ফেজ সুষম লোড ২০০ ভোল্ট, তিন ফেজ সাপ্লাই থেকে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। লোডের পাওয়ার ফ্যাক্টর ০.৫ (ল্যাগিং) হলে মোট --
১৭৩২ ওয়াট
১০০০ ওয়াট
২০০০ ওয়াট
৩০০০ ওয়াট
11. একটি রেসিপ্রোকেটিং পাম্প চালাতে কোন মোটর ব্যবহার করতে হবে?
একটি সিরিজ মোটর
একটি শান্ট মোটর
একটি কম্পাউন্ড মোটর
যে-কোনো ডিসি মোটর
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: একটি রেসিপ্রোকেটিং পাম্প কম্পাউন্ড মোটরে চালনা করা হয়।
12. নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়?
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
ডায়োড
ট্রান্সফরমার
13. Transformer হলো একটি- নীতিতে কাজ করে।
A.C মেশিন
D.C মেশিন সম্মিলিত
A.C ও D.C মেশিন
কোনোটিই সত্য নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transformer হলো একটি AC মেশিন। এটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে।
14. বিদ্যুৎ উৎপাদন যন্ত্রে উৎপাদিত বিদ্যুৎ অনেক দূরবর্তী স্থানে সরবরাহ করার সময় যে পদ্ধতি অনুসরণ করা হয়, তা হলো-
'ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পদ্ধতি'
'লাইনের রোধ এবং লোডের রোধ সমান'
'মিনিমাম লাইন লস'
ট্রান্সফর্মার দিয়ে স্টেপ আপ করে'
15. একটি ট্রান্সফরমার ডিসি পাওয়ার সরবরাহের সাথে সংযোগ দিলে-
ট্রান্সফরমারের কারেন্ট স্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের কারেন্ট অস্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের ভোল্টেজ স্বাভাবিক বৃদ্ধি পাবে
ট্রান্সফরমারের ভোল্টেজ অস্বাভাবিক বৃদ্ধি পাবে
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রান্সফর্মারে ডিসি পাওয়ার সরবরাহ দিলে এর সেকেন্ডারিতে কোন ভোল্টেজ উৎপন্ন হবে এবং প্রাইমারিতে কারেন্ট অশাদিস বৃদ্ধি পাবে।
16. একটি ইন্ডাকশন মোটর স্টার্ট দেওয়ার সময় খুব বেশি কারেন্ট নেওয়ার কারণ
ভোল্টেজ খুব বেশি
শ্যাফ্ট ওভারলোড
ইনপুট ইম্পিড্যান্স কম
বিয়ারিং-এর ঘর্ষণ বেশি
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ইন্ডাকশন মোটরে ইনপুট ইম্পিড্যান্স কম থাকায় স্টার্ট নেওয়ার সময় অত্যাধিক কারেন্ট প্রবাহিত হয়। এ অসুবিধা দূর করার জন্য স্ট্যার্টার ব্যবহার করা হয়।
17. রোটারি কনভার্টার এমন একটি বৈদ্যুতিক মেশিন, যার সাহায্যে-
এসিকে ডিসি করা হয়
ডিসিকে এসি করা হয়
বৈদ্যুতিক শক্তিকে ফ্রিকুয়েন্সি হতে অন্য ফ্রিকুয়েন্সিতে রূপান্তরিত করা হয়
সিঙ্গেল ফেজ সাপ্লাইকে পলি-ফেজ সাপ্লাইতে পরিবর্তন করা হয়
18. মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ডি এন এ
আর এন এ
সেপ্টোমেয়র
নিউক্লিয়াস
ব্যাখ্যা: তথ্য: মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে ডিএনএ (DNA- Deoxyribonucleic Acid)। তবে মেলানিন নামক একধরনের পদার্থ এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবনিক কার্যের নিয়ন্ত্রণ এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক এসিড তাকে DNA বলে।
19. ১০ পোলের একটি সিনক্রোনাস মোটরে ২৫ সাইকেল বিদ্যুৎ সরবরাহ দিলে এর আর.পি.এম কত হবে?
150 rpm
250 rpm
240 rpm
300 rpm
20. ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
ব্রাজিল
জাপান
কুয়েত
কাতার
ব্যাখ্যা: তথ্য: ২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর এবং পুরুষদের আর্ন্তজাতিক সংস্থার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রতিদ্বনিদ্বতা করবে ফিফা অ্যাসোসিয়েশনর সদস্য দেশের জাতীয় দলসমূহ। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। পুনশ্চ: গত আসরের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স।