MCQ
2361. An electric fan and a heater are marked as 100W, 220V and 1000W, 220V respectively. The resistance of heater is-
zero
greater than that of fan
less than that of fan
equal to that of fan
2362. যখন তামার তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন এর রেজিস্ট্যান্স-
হ্রাস পায়, যদি তারের ব্যাস হ্রাস পায়
বৃদ্ধি পায়, যদি তারের ব্যাস বৃদ্ধি পায়
হ্রাস পায়, যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
বৃদ্ধি পায়, যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
2363. একটি ৬ ভোল্ট ব্যাটারির ধনাত্মক প্রান্ত অপর একটি ১২ ভোল্ট ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযোগপূর্বক-এর ধনাত্মক প্রান্ত গ্রাউন্ড করা হলো। ৬ ভোল্ট ব্যাটারির ধনাত্মক প্রান্তের ভোল্টেজ-
+ ৬ ভোল্ট
- ৬ ভোল্ট
-১২ ভোল্ট
+ ১২ ভোল্ট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৬ ভোল্ট ব্যাটারির পজিটিভ প্রান্ত ১২ ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত থাকলেও ঋণাত্মক প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকবে। যার ফলে মান হবে, V=+60+6V
2364. Which of the following conductor has lowest resistivity at 273°K?
aluminium
iron
brass
copper
2365. নিম্নের কোনটি ডিজিটাল?
প্লেনের উচ্চতা
বাইসাইকেলের টায়ারের অভ্যন্তরীণ চাপ
১ লিটার তেল
একটি বস্তুর অণুর সংখ্যা
2366. একটি পরমাণুর ব্যাস-
10^-6 মিটার
10^-10 মিটার
10^-15 মিটার
10^-2 মিটার
2367. দুই-পিন সকেটে দুই প্রান্তেই টেস্টার জ্বলে, কী দোষ হয়েছে?
সকেটে শর্ট সার্কিট হয়েছে
দুই প্রান্তেই ফেজ সংযোগ হয়েছে
নিউট্রাল সংযোগ বিচ্ছিন্ন হয়েছে
ইন্ডাকশনের জন্য দুই প্রান্তেই টেস্টার জ্বলে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: সার্কিটটি শর্ট হবার কারণে প্রান্ত দুটি একটি কমন প্রান্ত হিসেবে বিবেচিত হবে, যার কারণে দুই প্রান্তেই টেস্টারটি জ্বলবে।
2368. সাধারণত বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেক্ট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ একটি নির্দিষ্ট দিকে। প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে।
2369. একটি অ্যাটম গঠিত হয়-
নিউক্লিয়াস এবং পরিক্রমণরত প্রোটন দ্বারা
নিউক্লিয়াস এবং পরিক্রমণরত ইলেকট্রন দ্বারা
ইলেকট্রন এবং পরিক্রমণরত প্রোটন দ্বারা
প্রোটন এবং পরিক্রমণরত নিউট্রন দ্বারা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিউক্লিয়াস ও পরিক্রমণরত ইলেকট্রন দ্বারা অ্যাটম গঠিত হয়।
2370. একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো-
এটির রোধ কম
এতে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম
এটি সর্বদা কপারের তৈরি
এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই সামান্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো এটির রোধ কম, যাতে প্রয়োজনীয় কারেন্ট এটির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।
2371. 'Voltage'-এর সঠিক সংজ্ঞা হলো-
বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
বৈদ্যুতিক চাপের পরিমাণ
বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিবাহীর পরমাণুগুলোর ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয়, সে বল বা চাপকেই বিদ্যুচ্চালক বল বা Electromotive force (EMF) বা ভোল্টেজ বলে।
2372. নিরপেক্ষ ইলেকট্রনিক চার্জবিশিষ্ট একটি অ্যাটমে ইলেকট্রনের সংখ্যা-
মলিকূলের সংখ্যার সমান
প্রোটনের সংখ্যার সমান
নিউট্রনের সংখ্যার সমান
প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার সমান
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিরপেক্ষ ইলেকট্রনিক চার্জবিশিষ্ট একটি অ্যাটমে ইলেকট্রনের সংখ্যা প্রোটন সংখ্যার সমান।
2373. একটি ফিক্সড কার্বন রেজিস্টরে কালার ব্যান্ড যথাক্রমে ব্রাউন, রেড এবং ব্ল্যাক। এটির মান-
১২
২১
১২০
২০০
2374. একটি অ্যাটম, যা একটি ইলেকট্রন হারায়, তাকে বলে-
প্রোটন
নিউট্রন
পজিটিভ আয়ন
নেগেটিভ আয়ন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: A Proton carries a Positive charge (+) and an electron carries a negative charge (-). So the atoms of elements are neutrals, all the Positive charges canceling out all the negative charges.
2375. একটি তারের বোধহ্রাস পায়, যদি তারের-
দৈর্ঘ্য বৃদ্ধি পায়
দৈর্ঘ্য হ্রাস পায়
ব্যাস হ্রাস পায়
আয়তন হ্রাস পায়
2376. ২০° সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি রোধের মান ১০০ ওহম হলে, ৪০° সেন্টিগ্রেড তাপমাত্রায় এর মান-
কমবে
অপরিবর্তিত থাকবে
১০৭.৮৬ Ω হবে
১০৫ ওহম হবে
2377. পরমাণুর সবচেয়ে হাল্কা কণিকা-
নিউট্রন
ইলেকট্রন
প্রোটন
সবগুলোর সমান ওজন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলেকট্রন হালকা কণিকা।
2378. একটি পদার্থ, যার অণুগুলোর একই ধরনের অ্যাটম থাকে, তাকে বলে-
এলিমেন্ট
কম্পাউন্ড
মিক্সচার
ইলেকট্রোলাইট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে অণুগুলোর একই ধরনের অ্যাটম থাকে তাকে এলিমেন্ট বলে।
2379. একটি নিউক্লিয়াসের ব্যাস-
10^-31 মিটার
10^-27 মিটার
10^-21 মিটার
10^-15 মিটার
2380. বৈদ্যুতিক কারেন্ট হলো-
ইলেকট্রিক চার্জের নড়াচড়া
অ্যাটমের কম্পন
ইলেকট্রিক্যাল হাঞ্জনিয়ারিং
প্রোটন অথবা নিউট্রনের নড়াচড়া
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ (ইলেকট্রন) প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক কারেন্ট বলে।