MCQ
121. কুইক রিটার্ন মেকানিজম কোন মেশিনে ব্যবহার করা হয়?
গ্রাইন্ডিং
শেপার
ড্রিলিং
সেন্ট্রিফিউগ্যাল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: কুইক রিটার্ন মেকানিজম (Quick return mechanism) & এটি এমন ধরনের যান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থায় মেশিনের একটি চলনশীল অংশ এক প্রান্ত থেকে অন্য প্রাগে গিয়ে কার্য সম্পাদন করে দ্রুত আগের জায়গায় ফিরে আসে। তাকে কুইক রিটার্ন মেকানিজম বলে। এটি শেপার ও প্লেনার মেশিনে ব্যবহৃত হয়।
122. ম্যাগনেটিক চাক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
লৌহজ
সিরামিক
অলৌহজ
প্লাস্টিক
123. অবলিক কাটিং-এ কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
হেলানোভাবে
আনুভূমিকভাবে
30° কৌণিকভাবে
124. ফিড সাধারণত কত রাখা হয়?
0.5mm-1mm
0.6mm-2mm
0.1mm-1.5mm
2mm-3mm
125. ট্যাপার অ্যাঙ্গেল বের করার সূত্র কোনটি?
tanα=R-r/l
tanα=l-r/R
tanα=r-R/l
tanα=l/R-r
126. মেশিনিং অপারেশনের সময় জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কোন ডিভাইস?
ফিক্সচার
জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
127. কোনটি মিলিং মেশিনের প্রধান অংশ নয়?
হেডস্টক
ব্যাম
নী
কুইক চেঞ্জ গিয়ার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: মিলিং মেশিনের প্রধান ৫টি অংশের নাম হলো-
(i) বেস (base)
(ii) কলাম (Colam)
(iii) নী (Knee )
(iv) টেবিল (Table),
(v) স্যাডল (Saddle)
(vi) ওভার আর্ম (Over arm)
(vi) স্পিন্ডল (Spindle)
(viii) আরবার (Arbor)
128. অনেকগুলো পাতলা জন একসঙ্গে সাজিয়ে এক স্ট্রোক ছিদ্র করতে কী ব্যবহৃত হয়?
টেমপ্লেট জিগ
প্লেট জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
129. জবের উপর মেশিনিং করার জন্য একে 'নির্দিষ্ট পরিমাণে ঘুরানোর পদ্ধতিকে --বলে।
ইনডেক্সিং
টার্নিং
ফেসিং
নার্সিং
130. র্যামের তলের অবস্থান অনুযায়ী শেপারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
131. আরবার কাটার মূলত কত প্রকার?
৮ প্রকার
১০ প্রকার
১২ প্রকার
১৪ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ১। প্লেইন মিলিং কাটার (Plain milling cutter)
২। সাইড মিলিং কাটার (Side milling cutter),
৩। স্টেগার্ড টুখ মিলিং কাটার (Staggered tooth milling cutter);
৪। মেটাল স্লিটিং 'স' কাটার (Metal slitting saw cuter
৫। অ্যাঙ্গেল মিলিং কাটার (Angle milling caner)
৬। ইনসার্টেড টুথ মিলিং কাটার (Inserted tooth milling
৭। ফর্ম মিলিং কাটার (Form milling cutter)
৮।লাই মিলিং কাটার (Fly milling cutter),
৯। গিয়ার হব কাটার (Geur hob cutter).
১০। কোর্স টুথ হেলিক্যাল কাটার (Coarse tooth hellion cutter):
১১। স্প্রোকেট কাটার (Sprocket cuttee)
১২। ক্রুভিং কাটার (Grooving cutter):
১৩। কর্নার বাউন্ড কাটার (Corner round cutterk
১৪। স্ট্রেইট টুথ মিলিং কাটার (Straight tooth millis cutter)
132. কোন প্যাঁচের পিচ ও লিড সমান?
এক পন্থা
দুই পন্থা
ক ও খ উভয়
কোনোটিই নয়
133. সুইভেল ব্লক স্পিন্ডেলসহ আনুভূমিক অবস্থায় ৫ ডিগ্রি নিচে এবং উল্লম্ব অবস্থায় কত ডিগ্রি ঊর্ধ্বে যে-কোনো ডিগ্রিতে আটকানো যায়?
১০°
৭°
২°
১৫°
134. শেগার মেশিন প্রধানত ব্যবহৃত হয়?
সমতল পৃষ্ঠ কাটার জন্য
ছিদ্র করার জন্য
নার্সিং করার জন্য
কোনোটিই নয়
135. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের ফেসকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
ডাউন মিলিং
প্লেইন মিলিং
ফেস মিলিং
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ফেস মিলিং (Face milling)? ফেস মিলিং কাটার বা প্রান্তে দাঁতবিশিষ্ট কাটারের অক্ষের সাথে সমকোণে কার্যবস্তুতে ভার্টিক্যাল মিলিং মেশিনে ফেস মিলিং করা হয়। সমতল তল মিলিং করাকে ফেস মিলিং বলে।
136. হোল লোকেশনের জন্য বর্তমানে কোনটি ব্যবহৃত হয়?
টুল কোসন বাটন
ড্রিল মেশিন
সেন্টার পাঞ্চ
লেদ মেশিন
137. ওয়ার্কপিসের তল মিলিং করতে কোন কাটার ব্যবহৃত হয়?
ফেস মিল কাটার
এন্ড মিল কাটার
সাইড কাটার
কোনোটিই নয়
138. জিগ এবং ফিক্সচার ব্যবহারের উদ্দেশ্য-
উৎপাদনের হার বৃদ্ধি
মেশিনিং সূক্ষ্মতা বৃদ্ধি
অপেক্ষাকৃত কম দক্ষ চালক নিয়োজিত
উপরের সবকয়টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: যে বিশেষ ধরনের ধাতব ডিভাইস বা টুল ব্যবহার করা হয়, তাকে জিগ বলে। ফিক্সচার (Fixture) মেশিনিং অপারেশনের সময় যে ডিভাইস শুধুমাত্র জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না, তাকে ফিক্সচার বলে।
139. হনিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.9mm-1mm
0.01mm-0.5mm
1min-1.5mm
0.1min-1.5mm
140. অর্থোগোনাল কাটিং-এ টুলের কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
আনুভূমিকভাবে
45° কৌণিকভাবে
30° কৌণিকভাবে