বিজ্ঞান MCQ
21. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
০%
১০-১৫%
৩-৬%
১০০%
22. পানির অণু একটি-
প্যারাচুম্বক
ডায়াচুম্বক
ফেরোচুম্বক
অ্যান্টিফেরোচুম্বক
ব্যাখ্যা: আরও কিছু ডায়াচুম্বক পদার্থ – দস্তা, পারদ, স্বর্ণ, সীসা, টিন ইত্যাদি।
23. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
শূন্য
অসীম
অতিক্ষুদ্র
যে কোনো মান
24. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের নূন্যতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
২৬.৫ ডিগ্রী সে.
৩৫ ডিগ্রী সে.
৩৭.৫ ডিগ্রী সে.
৪০.৫ ডিগ্রী সে.
25. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
৯টি
১৮টি
১৬টি
৩২টি
26. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
হাইড্রোজেন
নাইট্রোজেন
মিথেন
ইথেন
27. কোভিড-১৯ কোন ধরনের ভাইরাস-
DNA
DNA+RNA
mRNA
RNA
28. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি এসিড দিয়ে
সাইট্রিক এসিড দিয়ে
অ্যামিনো এসিড দিয়ে
অক্সালিক এসিড দিয়ে
29. নিচের কোনটি output device নয়?
monitor
microphone
printer
speaker
30. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরণের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
কমন-অ্যামিটার
কমন বেস
কমন কালেক্টর
সব কয়টি
31. নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
ডেঙ্গুজ্বর
স্মলপক্স
কোভিড-১৯
পোলিও
32. নিচের কোনটি Open Source DBMS?
MySQL
Microsoft SQL Server
Microsoft Access
Oracle
33. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
ডায়াস্টল
সিস্টল
ডায়াসিস্টল
উপরের কোনোটিই নয়
34. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam- এর ঠিক মধ্যখানে একটি 10KN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে?
100 KN-m
25 KN-m
50 KN-m
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Bending moment, M= PL/4= 10x10/ 4 = 25 kN-m
35. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
অ্যানোডে
ক্যাথোডে
অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
বর্ণেত কোনোটিতেই নয়
36. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
http
www
URL
HTML
37. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
২
৪
৩
৮
38. ETP বলতে কী বুঝায়?
Energy Transition Plant
Emergency Treatment Plant
Equalization Transfer Plant
Effluent Treatment Plant
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ইটিপি হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয়।
39. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
বৃদ্ধি পায়
স্থির থাকে
হ্রাস পায়
কোনোটিই নয়
40. ১৭৮ O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
৮
১৭
৯
২৫