বিজ্ঞান MCQ
41. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসাবে থাকে-
তামার দন্ড ও দস্তার দন্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
ব্যাখ্যা: তথ্য: সাধারণ ড্রাইসেলে কার্বন দন্ড ধনাত্বক পাত এবং দস্তার ক্যেটা ঋনাত্বক পাত হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দন্ডের চারপাশে থাকে কার্বন গুড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড ছদন নিবারক হিসাবে কাজ করে। ড্রাই সেল শুল্ক কোষ নামে ও পরিচিত।
42. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু হল-
টাংস্টেন
প্লাটিনাম
জারকানিয়াম
টাইটানিয়াম
43. কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি--
কমে
অপরিবর্তিত থাকে
বাড়ে
অনিয়মিত হয়
ব্যাখ্যা: তথ্য: ১/ কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে ঐ মাধ্যমে শব্দের গতি বাড়ে ২/ আল্ট্রাসোনিফ তরল শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। ৩/ শব্দের তীক্ষতা মাপা হয় ডেসিবল এককে
44. যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
ফসিওলজি
মারফোলজি
প্যালিয়েন্টোলজি
ফাইটোজেনি
45. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
জিংক
আয়োডিন
ক্যালসিয়াম
আয়রন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ক্যালসিয়াম হচ্ছে Ca প্রতীকযুক্ত একটি- মৌলিক পদার্থ, যার পারমাণবিক সংখ্যা ২০। ক্যালসিয়াম একটি ক্ষারীয় ধাতব পদার্থ। এজন্য ক্যালসিয়াম বেশ প্রতিক্রিয়াশীল ধাতু।
46. HIV হলো এক প্রকার-
ভাইরাস
ব্যাকটেরিয়া
কীট
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: HIV (Human Immunodeficiency Virus)
এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে মানবদেহে মরণবাধি এইডস রোগের সৃষ্টি করে। আরও কিছু ভাইরাসজনিত রোগ হলো-জান্ডিস, হাম, জলাতঙ্ক ইত্যাদি।
47. করোনা কোন ধরনের ভাইরাস?
DNA
RNA
RNA + DNA
MRNA
48. কোন নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ভর সবচেয়ে কম --
হিলিয়াম
আর্গন
নিয়ন
জেনন
ব্যাখ্যা: তথ্য: He, Ne, Ar, Kr, Rn কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না বলে নিষ্ক্রিয় গ্যাস। এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা নোবেল গ্যাস ও বলে।
49. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ
50. পারমাণবিক চুক্তিতে চাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাসিয়াম
ম্যাগনেসিয়াম
কোনটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
51. করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ - মৃত্যুবরণ করেছে কোন দেশে?
ব্রাজিলে
মার্কিন যুক্তরাষ্ট্র
ভারত
রাশিয়া
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে । করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
52. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
নিয়ন
ফ্রেয়ন
অক্সিজেন
হাইড্রোজেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন সমাধান
EED question solution
ব্যাখ্যা: মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লোরো কার্বন যৌগসমূহকে একত্রে ফেয়ন বলে।
53. মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি?
ভিটামিন
পানি
স্নেহ পদার্থ
খনিজ লবন
54. কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলেন-
নিউটন
ম্যাক্সপ্ল্যাঙ্ক
হাইগেন
ম্যাক্সওয়েল
55. ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে MKS পদ্ধতিতে বলের একক-
dyne
newton
kilograme
watt
56. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ---
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
ব্যাখ্যা: তথ্য: বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০০ সে. বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায়।
57. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
তামা
ইস্পাত
পিতল
সোনা
58. নিম্নের কোনটি আগ্নেয় শিলা?
মার্বেল
গ্রানাইট
কয়লা
নিস
ব্যাখ্যা: তথ্য: শিলা প্রধান তিন প্রকার। ১/ আগ্নেয় শিলা (সংস্কৃত অগ্নি থেকে উদ্ধৃত, যার অর্থ আগুন) ২/ পাললিক শিলা ৩/ রূপান্তরিত শিলা। ১/ ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হওয়ার মাধ্যমে আগ্নেয় শিলা গঠিত হয়। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট ও ব্যাসল্ট দুটি প্রধান
আগ্নেয় শিলা।
২/ পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। যেমন: বেলেপাথর, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ।
৩/ রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারন করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে শ্লেট, এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট পরিণত হয়।
59. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
তড়িৎ শক্তি
শব্দ শক্তি
চৌম্বক শক্তি
আলোক শক্তি
60. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়?
বেকেরেল রশ্মি
এক্স রশি
বিটা রশ্মি
গামা রশ্মি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানীর পেটে সোনা, রুপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স-রে ব্যবহার করা হয়।