ব্যাখ্যা: ব্যাখ্যা: Railway Track-এর Permanent way-তে ব্যবহৃত প্রধান উপাদানগুলো Rail, Ballast, Sleeper Signal ব্যবহার করা হয় স্টপিজ ও রেল কন্ট্রোল করার জন্য।
20923. পর পর দুটি ল্যান্ডিং-এর মধ্যবর্তী একসারি ধাপকে বলে-
ব্যাখ্যা: ব্যাখ্যা:
ল্যান্ডিং: দুটি ফ্লোর-এর মধ্যবর্তী ফ্লাইট-এর উপরে অথবা নিচের প্রান্তে যে অনুভূমিক প্লাটফর্ম থাকে, তাকে ল্যান্ডিং বলা হয়।
ফ্লাইট: পরপর দুটি ফ্লোর-এর মধ্যবর্তী একসারি ধাপকে ফ্লাইট বলে।
সফিট: সিঁড়ির নিম্নের অংশকে সফিট বলে।
20924. সাধারণত ক্যাভিটি ওয়ালের মধ্যে ফাঁকের পরিমাণ-
ব্যাখ্যা: ব্যাখ্যা: Calcium Chloride increase the initial setting time of cement paste in concrete. Calcium Chloride improve the workablity of concrete mix
ব্যাখ্যা: ব্যাখ্যা: Cement and water form a paste that coats each particle of stone and sand aggregates. Though a chemical reaction called hydration, the cement paste hardens and gain strength.
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওয়াল টাইঃ নির্দিষ্ট আকৃতির যে রড দ্বারা উভয় ওয়ালকে সংযুক্ত করা হয়, তাকে ওয়াল টাই বলা হয়। এর স্পেসিং আনুভূমিক দিকে 90cm এবং খাড়া 45cm হয়ে থাকে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: লিন্টেল-এ বিয়ারিং শর্তসমূহ-
(1) 10cm হবে
(ii) লিন্টেল এর গভীরতা সমান হবে।
(ii) লিন্টেল-এর স্প্যানের 1 /10 থেকে 1/12 অংশ পর্যন্ত হবে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেলওয়েতে কাঠের স্লিপারকে আদর্শ স্লিপার ধরা হয়। কাঠের স্লিপারে আদর্শ স্লিপার-এর সকল গুণ বিদ্যমান থাকায় রেলপথের প্রারম্ভকাল হতে এই স্লিপার-এর ব্যবহার দেখা যায়।
20938. The type of bond in a brick masonry containing alternate courses of stretcher and header is called- [HED-19]
ব্যাখ্যা: ব্যাখ্যা: A separation provided in a building that allows its components parts to move with respect to each other, a joint where two placements of concrete meet is called construction joint.
20940. The slump test of concrete is used to measure its [MES-16, MOD-20]
ব্যাখ্যা: ব্যাখ্যা: The concrete slump test measures to consistency of fresh concrete before it sets. Consistency refers to the degree of wetness of the concrete