EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20961. The use of bar chart is very popular in construction deparments because- [BB-20]
modification to the chart, if required, can be carried out easily
it is very simple to prepare and interpret
each item of work or activity is shown separately
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bar charts are popular because of its case of conveying scheduling information. The bar chart is used for the representation of a project in which the activities are represented by horizontal segments of which the length is proportional to the time necessary to conclude the task in question. The bar chart is an effective tools for the management of work in a project.
20962. কংক্রিটে 5% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য কত পর্যন্ত হ্রাস পেতে পারে?
15%
25%
30%
35%
ব্যাখ্যা: কংক্রিটের এয়ার বাবল দূরীভূত করে সবচেয়ে বেশি ঘনত্বের কংক্রিট পাওয়ার জন্য কম্প্যাকশন করা হয়। ঘনত্বের কংক্রিট যেমন- ৫% ভয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য 30% পর্যন্ত হ্রাস পেতে পারে।
20963. হাতে মিশ্রণ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে-
6%
8%
10%
12%
20964. মশলাসহ সর্বনিম্ন পুরুত্বের ইটের গাঁথুনি-
7cm
11.4cm
7.6cm
12.7cm
20965. Length of an individual span of Padma Bridge is [BPSC-22]
100m
160m
140m
150m
ব্যাখ্যা: ব্যাখ্যা: The bridge with 150.12m (492.5 ft) long 41 spans, 6.150 km (3.821 mi) total length and 22.5m (74ft) width. This is the longest bridge in Bangladesh.
20966. The best spacing of timber piles from centre to centre is-[BB-20]
500mm
1000mm
900mm
700mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: Piles should not be spaced less than 600mm center to center. By driving piles much closer, the frictional resistance is destroyed. The best spacing for timber piles is 900 mm c/c
20967. 1.5 ইটের চওড়া দেয়ালে কোন বন্ডে একই কোর্সে সামনের। দিকে হেডার এবং পিছনের দিকে স্ট্রেচার দেখা যাবে?
ডাচ
ফ্লেমিশ
ইংলিশ
রেকিং
20968. ASTM Stands for- [PBRLP-21]
American Society for Testing Materials
American Society of Testing Materials
American Society for Testing and Materials
None of the above
20969. ছাদ বরাবর দেয়ালের বাইরের দিকের বর্ধিতাংশকে বলে-
ব্লকিং কোর্স
স্ট্রিং কোর্স
কার্নিশ
সিলার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্লকিং কোর্স: কার্নিশের উপরের এবং কোর্সপাথরের গাঁথুনিকে ব্লকিং কোর্স বলা হয়। কার্নিশ : মাটির সমান্তরালে দালানের উপরের প্রান্তে বা দেওয়াল ও ছাদের সংযোগস্থলে, দেওয়ালের বাহিরের দিকে যে অংশ বর্ধিত থাকে, তাকে কার্নিশ বলা হয়। স্টিং কোর্সঃ মাটির সমান্তরালে এক কোর্স গাঁথুনি যদি দেওয়ালের পৃষ্ঠ থেকে কিছুটা বের হয়ে থাকে, তবে তাকে স্ট্রিং কোর্স বলে। সিল: জানালার নিচের আনুভূমিক অংশকে সিল বলা হয়।
20970. একটি ইটের পূর্ণ প্রন্থকে কোনাকুনিভাবে কাটলে পাওয়া যায়-
কিং ক্লোজার
মিটারড ক্লোজার
কুইন ক্লোজার
বেভেলড ক্লোজার
ব্যাখ্যা: ব্যাখ্যা: কিং ক্লোজার: একটি ইটের দৈর্ঘ্যের দিকের অর্ধেক ও প্রন্থের দিকে অর্ধেক কেটে ফেললে যে অংশটুকু থাকে, তাকে কিং ক্লোজার বলা হয়। কুইন ক্লোজার: ইটকে লম্বালম্বি সমান দু'ভাগে ভাগ করলে অর্থাৎ অর্ধেক প্রস্থবিশিষ্ট পূর্ণ দৈর্ঘ্যের ইটকে কুইন ক্লোজার বলা হয়। বেভেলড ক্লোজার: একটি ইটের প্রন্থের দিকে অর্ধেক এবং সমস্ত দৈর্ঘ্য বরাবর কেটে কোনাকুনি কেটে ফেললে যে অংশটুকু থাকে, তাকে বেভেলড ক্লোজার বলে।
20971. দালানে ছাদের উপর অল্প উঁচু করে যে দেয়াল নির্মাণ করা হয়, তাকে বলে-
রকিং কোর্স
স্ট্রিং কোর্স
কোপিং
প্যারাপেট
20972. কাঠ এবং কংক্রিট একত্র করে যে পাইল তৈরি করা হয়, তাকে বলে-
কম্পোজিট পাইল
স্যান্ড পাইল
রেমন্ড পাইল
ভাইব্রো পাইল
20973. প্রথম শ্রেণির ইট 24 hour পানিতে ভিজালে শোষণ করবে-
15%
25%
20%
30%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ম শ্রেণির ইট পানিতে 24 ঘণ্টা ভেজালে তার 1/6 অংশ = 16.67% থেকে ২০% এর ওজন এর বেশি পানি শোষণ করবে না।
20974. Distemper is used on [MOD-20]
brick walls
concrete surfaces
plastered surface exposed to weather
plastered surface not exposed to weather
ব্যাখ্যা: ব্যাখ্যা: Distemper is an early form of whitewash As a decorative paint, it is easily marked and cannot get wet. It has been used since antiquity for painting walls and other types of house decoration. Because it's not waterproof, it has most often been used on interior surfaces.
20975. বালির আয়তন স্ফীতিতে এর আয়তন বৃদ্ধি পায়-
5-10%
10-15%
20-30%
25-40%
ব্যাখ্যা: বালিতে পানির পরিমাণ হ্রাস বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয়, তাকে বালির আয়তন স্ফীতি বলে। বালির ওজনের 5% থেকে ৪% পর্যন্ত আর্দ্রতায় বালির আয়তন 25% থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ৪% এর অধিক পানি মিশ্রিত করলে বালির আয়তন কমতে থাকে এবং সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় শুষ্ক বালির আয়তনের সমান হয়।
20976. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয়-
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠান্ডা রাখার জন্য
ইটের সাথে মশলার ভালো সংযোজনের জন্য
ইট যাতে মশলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটকে পানিতে ভিজানোর কারণ- (i) ময়লা আবর্জনা দূরীভূত করা। (ii) ভেজা ইটের সাথে যাতে সহজেই মটরি লেগে না যায়। (iii) ইট যাতে মসলার পানি শোষণ করতে না পারে।
20977. Separation of water or water-sand-cement from a freshly concrete is know- (PPA-19, MOD-20]
bleeding
flooding
segregation
creeping
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bleeding occurs in concrete when course aggrgutes tends to settle down and free water rises up to the surface.
20978. দেওয়ালে বৃষ্টির পানি এবং আর্দ্রতার অনুপ্রবেশ বন্ধ করার জন্য বহিঃস্থ দেয়ালের উপর বিশেষভাবে নির্মিত শেষ গাঁথুনিকে বলে-
কোপিং
স্ট্রিং কোর্স
টুথিং
ফ্রিজ
20979. Figure shows a metal mould to perform the slump test of concrete. The values (in cm) of x, y and z are- [BB-20]
10, 30 and 20 respectively
30. 20 and 10 respectively
30, 10 and 20 respectively
40. 10 and 20 respectively
20980. RCC-এর ক্ষেত্রে প্রতি স্তরে কোনটির বেশি পুরুত্বে কংক্রিট স্থাপন করা উচিত নয়?
10-15cm
15-30cm
20-30cm
15-35cm
ব্যাখ্যা: ম্যাশ কংক্রিটের প্রতি স্তরে (3040) cm এবং আর.সিসি কংক্রিটের ক্ষেত্রে (1530) cm-এর বেশি পুরুত্বের কংক্রিট অনীক স্থাপন করা উচিত নয়।