EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20941. সাধারণত কত স্প্যানবিশিষ্ট লিন্টেলের ক্ষেত্রে প্রি-কাস্ট লিন্টেল ব্যবহৃত হয়?
1.2m
2.2m
2m
2.5m
ব্যাখ্যা: ব্যাখ্যা: 1:2:4 অনুপাতে কংক্রিট মিশ্রিত করে সাথে স্টিল বার ব্যাবহার করে RCC লিন্টেল তৈরি করা হয়। তবে স্প্যান দৈর্ঘ্য 1.2 মি লিন্টেল ক্ষেত্রে প্রি-কাস্ট লিন্টেল ব্যবহার করা হয়।
20942. মোজাইকে ব্যবহৃত মার্বেলের আকার-
3mm
4mm
5mm
6mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোজাইক করার জন্য 6mm আকারের মার্বেল কুচি ব্যাবহার করা হয়। মোজাইক ফ্লোরিং সাধারণত 8cm - 10cm হয়ে থাকে।
20943. গাঁথুনিতে খাড়া লেভেল যাচাই করার জন্য ব্যবহৃত হয়-
ট্রাই স্কয়ার
প্লামবব
স্পিরিট লেভেল
পাট্টা
20944. ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট 28 দিনে শক্তি অর্জন করে-
90%
80%
50%
60%
ব্যাখ্যা: ০°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট 28 দিনে 90-100% শক্তি অর্জন করে-
20945. AASHTO HS20-44 Truck লোড কত kips?
৮৪
88
80
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: H-দ্বারা Two-axles Truck বুঝায় এবং HS-দ্বারা Three-axles Truck বুঝায়। →H20-44 Truck-এর লোড 40 kips →HS20-44 Truck-এর লোড 72 kips.
20946. একটি রেলপথে স্লিপারের স্পেসিং ২ মিটার এবং চওড়া হলো স্পেসিং এর ১/১০ অংশ। ব্যালাস্টের গভীরতা কত? [BWDB-20]
৭৫ সেমি
৮৫ সেমি
৯০ সেমি
১২০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: We know, ব্যালাস্টের গভীরতা = S-B/2 = 2-0.2/2 = 0.90 m = 90 cm given, S = 2m B = 2x1/10 = 0.2m
20947. কোর্স অ্যাগ্রিগেটের আকার-
3-30mm
4.5-35mm
4.75-40mm
5-40mm
ব্যাখ্যা: সাধারণত কোর্স অ্যাগ্রিগেট হলো 4 নং চালুনিতে (4.75mm) বাধাপ্রাপ্ত অ্যাগ্রিগেটসমূহ। এর সারির সর্বাধিক আকারের পরিমাণ 40mm পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদিও অধিক ভারি কাজ যেমন ড্যাম ইত্যাদির জন্য 200m পর্যন্ত আকারের ব্যবহৃত হয়।
20948. টেরাজো ফ্লোরিং-এ ব্যবহৃত মার্বেল পাথরের আকার-
2-3mm
3-6mm
4-8mm
25-10mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: টেরোজা ফ্লোরিং: সাদা বা রঙিন সিমেন্ট ও বিভিন্ন রঙের মার্বেল পাথরের ছোট দানা (3mm থেকে 6mm) 1:3 অনুপাতে মিশিয়ে সিসি (ফ্লোর ঢালাই-এর নিয়মে বেইজের উপর ঢালাই করে (mm পুরু মার্বেল কুচির টপিং নির্মাণ করাকে টেরোজা ফ্লোরিং বলে।
20949. The main object of compaction of concrete is-.
to eliminate air holes
to achieve maximum density
to provide intimate contact between concrete and embedded materials
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: Compaction is the process which expels entrapped air from freshly placed concrete and packs the aggreagate particles tiger so as to increase the density of concrete. It increase significantly the ultimate strength of concrete and enhances the bond with reinforcement.
20950. সিঁড়িতে রাইজ-এর মাপ কত?
12-19cm
10-15cm
10-20cm
15-25cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাইজার: পরপর দুটি ট্রেডের মধ্যবর্তী উল্লম্ব দূরত্বকে বাইজ বা রাইজার বলা হয়। রাইজ-এর মাপ 14cm থেকে 19cm হয়। সাধারণত 17cm হয়ে থাকে।
20951. The strength and quality of concrete depends upon-. [MOD-20]
grading of aggregates
surface area of aggregates
shape of aggregates
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: The strength and quality of concrete depends upon the strength of aggregates. Low quality of aggregate reduces the strength of concrete. The quality of aggregate also affects the properties of hardened concrete. The shape and grading of aggregated play a major roles.
20952. The process of making the background rough before plastering is-[MOD-20]
rubbing
peeling
blistering
hacking
ব্যাখ্যা: ব্যাখ্যা: Before plastering a wall it is made rough so that plastering can be done efficiently. Hacking is used for this process of making the background rough before plastering for better bonding of mortar with RCC structure.
20953. পরোক্ষ Ranging-এ কয়টি Ranging Rod-এর প্রয়োজন? [BWDB-20]
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন দুটি Ranging Rod-দ্বয়ের মধ্যকার দূরত্ব অনেক বেশি থাকে বা Ranging Rod-দ্বয়ের মাঝে উঁচু স্থান থাকায় দৃশ্যমান হয় না তখন দুই Ranging-এর মাঝে এমন দুটি Ranging Rod স্থাপন করতে হয়, যাতে প্রথম দুই Ranging হতে পরবর্তী দুই Ranging Rod দৃশ্যমান হয়।
20954. একটি ইটের প্রন্থের অর্ধেক কোনাকুনিভাবে কেটে পাওয়া যায়-
কিং ক্লোজার
কুইন ক্লোজার
মিটারড ক্লোজার
বেভেলড ক্লোজার
20955. Line of sight-এর অনুভূমিক প্রতিসরণ সবচেয়ে কম কখন?
6AM-9AM
10AM-2PM
8 AM-12PM Noon
2PM to 4 PM
20956. সিঁড়িতে ট্রেডের প্রন্থ সাধারণত কত রাখা হয়?
15cm
20cm
25cm
32cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রেড: স্টেপ এর উপরস্থ যে আনুভূমিক অংশ পা রেখে উঠানামা করি তাকে ট্রেড বলা হয়। নোজিং ছাড়া-এর প্রস্থ ২৪ সেমি হতে ২৮.৫ সেমি ধরি। সাধারণত 25cm রাখা হয়।
20957. The purpose of reinforcement in prestressed concrete is-. [MOD-20]
to provide adequate bond stress
to resist tensile stress
to impart initial compressive stress in concrete
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: Reinforced concrete and prestressed concrete are both reinforced with longitudinal and transvers steel bars, also known as rebar. The main function of the reinforcement is to strengthen concrete when it undergoes tensile stress.
20958. মোজাইক টাইলের মাপ-
20 x 20cm
10 x 10cm
15 x 15cm
30 x 30cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোজাইক টাইলসের মাপ (i) 20x20cm² (ii) 25x25cm².
20959. একটি Road-এর মধ্যবর্তী Portion, যা High speed vehicle চলার জন্য ব্যবহৃত হয়, তাকে বলা হয় [BPSC-20]
motor way
carriage way
shoulder
superelevation
ব্যাখ্যা: ব্যাখ্যা: Motor way বলতে যে Road-এর উপর দিয়ে High speed-এ যানবাহন চলাচল (120 km/hr) করে সেখানে সাধারণত ট্র্যাফিক চলাচলের বা পারাপারের ব্যবস্থা থাকে না।
20960. In case of multistoried building the forms to be removed first-. [MOD-20]
sides of beam
column forms
bottom of beam
all of these at the same time
ব্যাখ্যা: ব্যাখ্যা: In case of multistoried building the forms to be removed first are sides of beam because before columns we have to remove plinth beam side forms and inner side-girders.