Image
MCQ
241. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয়-
ইনফ্লেকশন বিন্দু
বিপজ্জনক বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিষ্কৃয় বিন্দু
242. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখার অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে তা হলো-
কেন্দ্রিভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
243. L. দৈর্ঘ্যর একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটারে W কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে-
WL^2/4
WL^210
WE^2/8
WL^2/12
245. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
246. যে বিষের এক প্রাপ্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে বলে-
সাধারণ বিম
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
247. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Elongated
angular
rounded
সবগুলি
248. যে বিমের উভয় প্রাপ্ত দৃঢ়ভাবে আটানো লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার
আবদ
সাধারণ
ঝুলন্ত
249. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
250. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
251. বেল্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের ওপর নির্দেশ করে-
ত্রিভুজাকার
আয়তাকার
কেন্দ্রিভূত
হেলানো লোড
253. যে সব বিম উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
254. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা নির্দেশ করে-
কেন্দ্রিভূত লোড
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
255. যে বিমের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধাদরণ বিম
ঝুলন্ত বিম
256. স্থির ঘর্ষণ বলের মান সর্বদা আনুভূমিকভাবে প্রয়োগকৃত বলের-
অর্ধেক
সমান
বেশি
দ্বিগুন
257. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
258. যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে তখনকার ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
259. শিয়ার ফোর্স ডায়গ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলে-
ইনফ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
নিস্কৃয় বিন্দু
বিপজ্জনক বিন্দু
260. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে--
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল