Image
MCQ
222. T বীমের চাপ পীড়ন প্রতিরোধ করে-
ওয়ের
বটম স্ল্যাব
ফ্লেজ
কোনটি নয়
223. ঘড়িতে চাবি দেওয়ার পর ঘড়িতে তখন সৃষ্টি হয়-
স্থিতিশক্তি
গতিশক্তি
চৌম্বকশক্তি
যান্ত্রিকশক্তি
225. T বীমের টান পীড়ন প্রতিরোধ করে-
ওয়ের
ফ্লেজ
ক ও খ উভয়
কোনটি নয়
227. T বীমের স্ল্যাবের অংশকে বলা হয়-
ওয়েব
স্ল্যাব
ফ্লেজ
কোনটি নয়
229. যান্ত্রিক শক্তি বলতে বুঝায়-
তাপশক্তি ও বিদ্যুৎশক্তি
আলোকশক্তি ও অক্ষশক্তি
স্থিতিশক্তি ও গতিশক্তি
চুম্বকশক্তি ও আলোকশক্তি
231. Concrete-এর workability কার সমানুপাতিকা
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
232. বস্তু চলার মুহূর্তে স্পর্শতলে যে পরিমাণ ঘর্ষণ বল অনুভূত হয় তাকে কি বলে--
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
সর্বোচ্চ ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
233. আংশিক অবিচ্ছিন্ন বীমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে শিখরে v এর মান-
0.4w
0.6 w
0.5w
W
237. একমুখী স্ল্যাবের লম্বালম্বি দিকে কল্পিত স্ট্রিপের বিভিন্ন অংশের মোমেন্ট-
দ্বিগুণ
সমান
অসমান
শূন্য
238. স্থিরাবস্থা প্রাপ্তির জন্য বস্তুর গতি জড়তার বিরুদ্ধে কৃতকাজকে বলে-
গতিশক্তি
বিদ্যুৎশক্তি
স্থিতিশক্তি
তাপশক্তি
240. কাজ করার সামর্থ্যকে বলে-
শক্তি
ক্ষমতা
কাজ
কর্মক্ষমতা