MCQ
221. ঘড়িতে চাবি দেওয়ার পর ঘড়িতে তখন সৃষ্টি হয়-
স্থিতিশক্তি
গতিশক্তি
চৌম্বকশক্তি
যান্ত্রিকশক্তি
222. Concrete-এর workability কার সমানুপাতিকা
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
construction process mcq
ব্যাখ্যা: Concrete- এর workability grading of aggregate - এর উপর নির্ভর করে। Grading of aggregate means the size and shape of aggregate.
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Concrete এর workability কার সমানুপাতিক - Agg- Cement ratio, Agg. Grading, প্রস্তুতির সময়।
2. Concrete এর workability যাচাই করার জন্য কয় প্রকারের test আছে - 5.
3. Slump test এর value range কত - 0 to 300 mm.
4. কোন test টি rich mixes এর জন্য ভালো ফলাফল পাওয়া যায় - Slump test.
5. Low workable concrete এর জন্য কোন test টি উপযুক্ত - Compacting factor test.
6. High workable concrete এর জন্য কোন test টি উপযুক্ত - Flow table test.
223. কাজের ব্যবহারিক একক--
আর্গ
জুল
নিউটন
কিলোগ্রাম- মিটার
224. ১৫ অশ্ব কৃশতা সমান-
60 kg-m/sec
70 kg-m/sec
75 kg-m/sec
80 kg-m/sec
225. বস্তু চলার মুহূর্তে স্পর্শতলে যে পরিমাণ ঘর্ষণ বল অনুভূত হয় তাকে কি বলে--
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
সর্বোচ্চ ঘর্ষণ
আবর্ত ঘর্ষণ
226. Concrete-4 Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
28
14
Civil MCQ
কন্সট্রাকশন প্রসেস
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
construction process mcq
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে ফর্মওয়ার্ক বলে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন:
1. Concrete এ formwork কত দিন পর খুলে ফেলা যায়- 14 days.
2. Beam এর নিচের shutter কত দিন পর খুলে ফেলা যায়- 28 days.
3.. Slab এর নিচের shutter কত দিন পর খুলে ফেলা যায়- 21 days.
4. যেকোনো vertical shutter কতদিন পর খুলে ফেলা যায়- 3 days.
227. কাজ একটি-
দিক রাশি
আদিক রাশি
ক ও খ উভয়
কোনটিই নয়
228. T বীমের অংশ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
229. আর.বি. প্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
230. কাজ করার সামর্থ্যকে বলে-
শক্তি
ক্ষমতা
কাজ
কর্মক্ষমতা
231. স্থিরাবস্থা প্রাপ্তির জন্য বস্তুর গতি জড়তার বিরুদ্ধে কৃতকাজকে বলে-
গতিশক্তি
বিদ্যুৎশক্তি
স্থিতিশক্তি
তাপশক্তি
232. যান্ত্রিক শক্তি বলতে বুঝায়-
তাপশক্তি ও বিদ্যুৎশক্তি
আলোকশক্তি ও অক্ষশক্তি
স্থিতিশক্তি ও গতিশক্তি
চুম্বকশক্তি ও আলোকশক্তি
233. T বীমের চাপ পীড়ন প্রতিরোধ করে-
ওয়ের
বটম স্ল্যাব
ফ্লেজ
কোনটি নয়
234. ঘূর্ণন দ্বারা কৃতকাজের পরিমাণ সমান-
2 π RT
2 π NT
4HRT
4 π RT
235. বাসগৃহের জন্য নুন্যতম সচল ভার-
100 kg/m²
200 kg/m²
300 kg/m²
400 kg/m²
236. আ.বি. স্ল্যাবের R.C.C- এর তুলনায় খরচ কম-
30%
40%
50%
25%
237. আংশিক অবিচ্ছিন্ন বীমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তে শিখরে v এর মান-
0.4w
0.6 w
0.5w
W
238. T বীমের স্ল্যাবের অংশকে বলা হয়-
ওয়েব
স্ল্যাব
ফ্লেজ
কোনটি নয়
239. T বীমের টান পীড়ন প্রতিরোধ করে-
ওয়ের
ফ্লেজ
ক ও খ উভয়
কোনটি নয়
240. একমুখী স্ল্যাবের লম্বালম্বি দিকে কল্পিত স্ট্রিপের বিভিন্ন অংশের মোমেন্ট-
দ্বিগুণ
সমান
অসমান
শূন্য