Image
MCQ
281. সংস্পর্শ তলের কিসের ওপর ঘর্ষন বল নির্ভর--
অমসৃণতার
স্থির ঘর্ষণ
মসৃণতার
কোনটাই নয়
282. গতির বেগ বৃদ্ধি হলে ঘর্ষণ বল-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
হ্রাস-বৃদ্ধি পায়
কোনটাই নয়
283. একটি অর্ধবৃত্তের ভার কেন্দ্রের (C.G) সমান দূরত্ব হবে-
Y = 3r/4 π
Υ = 3 π /4г
Y = 4 π /3г
Υ = 4г/ π
284. ঘর্ষণ বল সর্বদা কাজ করে প্রয়োগকৃত বলের-
সমান্তরালে
তলের সমস্তরালে
একই দিকে
তলের সমান্তরালে ও বিপরীত দিকে
285. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি বরাবর অব্দে মোমেন্ট অধ ইনারশিয়া-
bh 36
bh³/64
bgh³/12
bh/13
287. ঘর্ষণ বল নির্ভর করে-
তলদেশের ক্ষেত্রের ওপর
বস্তুর গতির ওপর
তলদেশের অমসৃণতার ওপর
প্রয়োগকৃত বলের ওপর
288. b বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের রেডিয়াস অব জাইরেশনের মান
b/√12
b/12
b/10
b^4/√12
289. ব্যাসের সমান্তরালে অর্ধবৃত্তের করকেন্দ্রগামী মোমেন্ট অব ইনারশিয়া-
0.10r^4
0.12 r^4
0.11 r^4
0.13 r^4
290. ত্রিভুজের উচ্চতা h হলে শীর্ষ বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব-
h/3
h/2
2h/3
b/3
292. a বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের সেকশন মডুলাস হবে-
a^1/12
a^4/6
a^3/12
a^4/√12
293. সমবাহু ত্রিভুজের যে কোন বাহু (a) থেকে কেন্দ্রের দূরত্ব-
a√3/2
a/2√3
a^2√3/2
a^2/2√3
294. Ready mix concrete-t slump বেশি রাখা যায়-
strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Cocrete pump করে ব্যবহার করার জনা
concrete এর জমাট বাধা রোধ করার জন্য
295. ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু ও এবং উচ্চতা য, ভূমি ৮ থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে-
π/3r^2h
h b+2a/3(b+a)
3 π /8
h/2
296. কোন চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কি বলে?
কেন্দ্র
অক্ষ
প্রতিসম
কোনটাই নয়
297. সুবম পিরামিডের উচ্চতা h হলে ভূমি থেকে কেন্দ্রের উচ্চতা হবে--
h/4
h/2
h/3
h
298. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনারশিয়া-
bh³/36
bh²/12
bgh³/12
bh/12
299. d ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের সেকশন মডুলাস হলো-
π d^3/8
π d^3/16
π d^3/32
π d^3/ 64
300. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এদের মধ্যে-
উপরের বস্তুর ওপর
নিচের বস্তুর ওপর
দুটি বস্তুরই তলের ওপর
যেটি সবচেয়ে বেশি অমসৃণ তার উপর