Image
MCQ
301. একটি বর্ণক্ষেত্রের বাহুর মান a হলে ভরকেন্দ্রগামী ঐ ক্ষেত্রের মোমেন্ট অব ইনারশিয়া-
a^4/12
a^4/4
a^3/12
a^3/3
302. যদি V এর মান যোগবোধক এবং H এর মান বিয়োগবোধক হয়, তবে লব্ধির প্রকৃত কোণ হবে--
α=180-θ
α=180+θ
α=θ
α=360-θ
303. অক্ষের সাপেক্ষে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনারশিয়া-
π г^4/64
π г^4/36
π г^4/12
π г^4/8
304. একটি রাইট সার্কুলার সলিড কোণ (Cone) এর উচ্চতা h হলে ভূমি থেকে CG এর দূরত্ব হবে-
h/2
h/3
h/4
2h/3
305. প্লাটফরমে ব্যবস্থত ওজন পরিমাপক মেশিন একটি কিসের উদাহরণ-
যৌগিক লিভারের
সরল লিভারের
মৌলিক লিভারের
কোনটিই নয়
306. কোনটির দ্বারা বল পরিমাপ করা হয়?
বস্তুর ভর x ত্বরণ
বস্তুর ভর x সরণ
বস্তুর ভর x দ্রুতি
বস্তুর ভর x বেগ
309. একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও গভীরতা যথাক্রমে d ও d হলে ক্ষেত্রটির নুন্যতম রেডিয়াস -এর জাইরেশন, -
b/2√3
b/√3
d/2√3
d/√3
310. দুটি কল ও যদি সমকোণে কাজ করে তবে বলদ্বয়ের লব্ধি হবে-
R= p-Q
R =√ P²+Q^2
R=2p cox /2
কোনটিই নয়
311. কোন ক্ষেত্রের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কি বলে?
মোমেন্ট অব ইনারশিয়া
পোলার মোমেন্ট অব ইনারশিয়া
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
রেডিয়াস অব জাইরেশন
312. যেসব বল একটি বিন্দুতে মিলিত হয় এবং তাদের ক্রিয়া রেখা একই হলে হলে ঐ সব বলকে বল হয়-
কোপে-নার
কোলিনিয়ার
কনকারেন্ট
কোপে- নার কনকারেন্ট বল
313. একই তলে যে কোনো বিন্দুতে জুগলের মোমেন্টের মান-
দ্বিগুণ
সমান
অর্ধেক
তিনগুন
314. ফাঁপা বৃত্তাকার ক্ষেত্রের পোলার মোমেন্ট অব ইনারশিয়া-
π (D^4 d^4)16
π (D^4 d^4)8
π (D^4 d^4)64
π (D^4 d^4)32
316. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি রেখা থেকে C.G এর দূরত্ব হবে-
h/2
h/3
h/4
2h/3
317. 5 kg বল উত্তর দিকে এবং 3 kg বল পূর্ব দিকে কাজ করলে লব্ধি বল -
3 kg
4 kg
5kg
6 kg
318. ল্যামির সূত্র প্রযাজ্য কেবলমাত্র-
কোপে- নার বল
নন- কোপে- নার বল
কনকারেন্ট
নন- প্যারালাল
319. কোন বস্তুতে একাধিক বলের মোমেন্ট হলো, বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক-
যোগফল
বিয়োগফল
গুণফল
কোনটিই নয়
320. ভারসাম্যের দ্বি- কল, ত্রি বল ও চার বল নীতিসমূহ কোন প্রকার বলের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
কনকারেন্ট
নন- কনকারেন্ট
কোপে- নার বল
প্যারালাল বল