MCQ
3861. He divided the money the two children.
between
over
among
in between
ব্যাখ্যা: ব্যাখ্যা দুই জনের মধ্যে কোনোকিছু ভাগ করে দেওয়া বোঝালে divided-এর পরে between বসে। আর দুয়ের অধিক ব্যক্তির মাঝে ভাগ করে দেওয়া বোঝালে among বসে।
3862. She played on the flute. Passive form is-
The flute was played by her.
The flute was played on by her.
The flute was played to her.
The flute was being played by her.
3863. 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়--
১৯১৭ সালে
১৯৩৭ সালে
১৯২৭ সালে
১৯৪২ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা ক্রিপস মিশনের ব্যর্থতা, জাপান কর্তৃক আক্রমণের সম্ভাবনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইংরেজদের পোড়ামাটি নীতি এবং তাদের তীব্র দমননীতিসহ বেশকিছু কারণে ১৯৪২ সালের ৮ আগস্ট থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত এ আন্দোলনের মূলমন্ত্র ছিল 'করব না হয় মরব'। বিভিন্ন কারণে এ আন্দোলন ব্যর্থ হলেও এটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।
3864. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
অনুচ্ছেদ: ২
অনুচ্ছেদ: ৪
অনুচ্ছেদ: ৩
অনুচ্ছেদ: ৫
ব্যাখ্যা: ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথমভাগের ৩নং অনুচ্ছেদে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি বলা হয়েছে। অন্যদিকে, ২নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, ৪নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এবং ৫নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকার কথা বলা হয়েছে।
3865. Identify the correctly spelt word.
Horroscope
Pneumonia
Occassion
Embarass
3866. Antonym for 'Adieu'-
Farewell
Goodbye
Hello
Valediction
3867. Put the right word in the blank. He reached the of his literary career.
abattoir
acme
admonish
abdicate
3868. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়-
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৫০ সালে
১৯৫৪ সালে
3869. Choose the correct sentence:
He discussed the matter.
He discussed about the matter.
He discussed on the matter.
None of the above.
3870. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন-
৫ ফেব্রুয়ারি ১৯৬৬
২৩ মার্চ ১৯৬৬
২৬ মার্চ ১৯৬৬
৩১ মার্চ ১৯৬৬
3871. 'Desdemona' is a character in the following Shakespearean play:
Macbeth
Othello
Hamlet
King Lear
3872. 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-
শেখ মুজিবুর রহমান
শামছুল হক
আতাউর রহমান খান
আবুল হাশিম
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। দলটির নামকরণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি দলটির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। এছাড়া সহ- সভাপতি ছিলেন আতাউর রহমান খান। শামছুল হক ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ১৯৫৫ সালে ধর্মনিরপেক্ষতার রূপ দিতে তার দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়।
3873. A number of singers in a church is called-
Choir
Cast
Claque
Clump
3874. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
চতুর্থ তফসিল
ঘষ্ঠ তফসিল
পঞ্চম তফসিল
সপ্তম তফসিল
3875. Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
lies
lied
lay
layed
3876. 'Meteorology' is related to-
concrete slabs
weather forecasting
motor vehicles
motor neurone disease
3877. 'Walk fast lest you should miss the train'. This is a-
Simple sentence
Compound sentence
Complex sentence
Interrogative sentence
3878. No one can-- that he is clever.
defy
deny
admire
denounce
3879. Anger may be compared-fire.
To
Within
against
into
ব্যাখ্যা: ব্যাখ্যা কোনো দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝাতে compare- এর পরে to বসে। অন্যদিকে, একই ধরনের দুটো বিষয়ের মধ্যে তুলনা বোঝালে compare-এর পরে with বসে।
3880. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
রাষ্ট্রপতি
চীপ হুইপ
স্পিকার
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঞ্চমভাগে বর্ণিত ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন এবং প্রয়োজনে সংসদ স্থগিত বা ভেঙে দিতে পারেন। এছাড়া সংসদ আহ্বানকালে তিনি প্রথম বৈঠকের সময় এবং স্থানও নির্ধারণ করেন। অন্যদিকে, স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী হলেন জাতীয় সংসদের নেতা। চিফ হুইপ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।