MCQ
3841. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
৬ (ছয়) টি
৮ (আট) টি
৭ (সাত) টি
৯ (নয়) টি
ব্যাখ্যা: ব্যাখ্যা) সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮ সাল। সর্বশেষ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫ সাল পর্যন্ত। উল্লেখ্য, উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক দেশ সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
3842. বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসেবে গণ্য --
লেবার কোর্ট
জজ কোর্ট
হাই কোর্ট
সুপ্রীম কোর্ট
3843. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?
৪ (চার) টি
৬ (ছয়) টি
৫ (পাঁচ) টি
৭ (সাত) টি
ব্যাখ্যা: [Note: বন অধিদপ্তরের তথ্যানুযায়ী- সুন্দরবন বাংলাদেশের ৩টি জেলাজুড়ে (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) বিস্তৃত। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী- বাংলাদেশের ৫টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত। সেগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী।।
3844. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?
২০১১ সালে
২০১৩ সালে
২০১২ সালে
২০১৪ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা দেশে মানি লন্ডারিং ঠেকাতে ২০১২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়। উক্ত আইনে ২৭ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত ক্যান হয়। উল্লেখ্য, ২০১২ সালে প্রণীত আরও কয়েকটিন উল্লেখযোগ্য আইন হলো- মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ)। আইন, হিন্দু বিবাহ নিবন্ধন আইন ইত্যাদি।
3845. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
চাঁদপুর
ময়মনসিংহ
ফরিদপুর
ভোলা
3846. মহান মুক্তিযুদ্ধের সময় 'ঢাকা শহর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
২ (দুই) নম্বর
৪(চার) নম্বর
৩ (তিন) নম্বর
৫ (পাঁচ) নম্বর
3847. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?
৬ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭২
৮ এপ্রিল, ১৯৭২
৯ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৭২ সালের ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি সাংবিধানিক সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম ভাগের ১৩৭নং অনুচ্ছেদে এক বা একাধিক সরকারি কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রজাতন্ত্রের বেসামরিক কর্মচারী, প্রশাসনের কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করা এ কমিশনের কাজ। ১৯৭২ সালে দুটি কর্ম কমিশন গঠন করা হয়। ১৯৭৭ সালে দুটি কমিশনকে একীভূত করে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' নামে একটি কমিশনে পরিণত করা হয়।
3848. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
চট্টগ্রাম
ফেনী
নরসিংদী
ময়মনসিংহ
3849. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
চুনাপাথর
প্রাকৃতিক গ্যাস
চীনামাটি
মেনাইট
3850. ফোনটি বিচার বিভাগের কাজ নয়?
আইনের প্রয়োগ
আইনের ব্যাখ্যা
সংবিধানের ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন
ব্যাখ্যা: (ব্যাখ্যা :সংবিধান প্রণয়ন বা অন্যান্য আইন প্রণয়নের ক্ষমতা আইন বিভাগের। অন্যদিকে আইনের প্রয়োগ, ব্যাখ্যা বা সংবিধানের ব্যাখ্যা প্রদানের কাজ বিচার বিভাগের এখতিয়ারভুক্ত।
3851. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
রাজশাহী
কুমিল্লা
চট্টগ্রাম
গাজীপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র বা Bangladesh Forest Research Institute (BFRI) চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত। এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কেন্দ্রটি বনজসম্পদের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, নতুন বনাঞ্চল সৃষ্টি সংক্রান্ত গবেষণার কাজ করে থাকে।
3852. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
রাঙামাটি
চট্টগ্রাম
বরিশাল
ময়মনসিংহ
3853. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মণিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?
সিলেট
হবিগঞ্জ
মৌলভীবাজার
সুনামগঞ্জ
3854. 'e-TIN' চালু করা হয় কত সালে?
২০১৩ সালে
২০১৫ সালে
২০১৪ সালে
২০১৬ সালে
3855. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮৫ সালে
১৯৬১ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা :বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ ও অভিভাবকত্ব এই পাঁচটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ ১৯৮৫ সালে জারি করা হয়। এই আইন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ব্যতীত সারাদেশের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় ১৯৬১ সালে।
3856. 'গণহত্যা জাদুঘর' কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
কুমিল্লা
খুলনা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘরটি খুলনায় অবস্থিত। এটি দেশের একমাত্র গণহত্যা জাদুঘর। মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ এবং চুকনগর গণহত্যার স্মৃতিস্বরূপ জাদুঘরটি খুলনায় স্থাপন করা হয়েছে। জাদুঘরটি '১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' নামে পরিচিত। ২০১৪ সালের ১৭ মে জাদুঘরটির যাত্রা শুরু হয়।
3857. ইউরিয়া সারের কাঁচামাল কী?
প্রাকৃতিক গ্যাস
চুনাপাথর
মিথেন গ্যাস
মেনাইট
3858. 'জয় বাংলা'-কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
২ মার্চ, ২০২২
৩ মার্চ, ২০২২
৪ মার্চ, ২০২২
৫ মার্চ, ২০২২
3859. কোন এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে?
সেন্টমার্টিন
সেন্টমাটিন এবং এর আশেপাশের এলাকা
পটুয়াখালী ও বরগুনা
হিরণ পয়েন্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা :প্রজ্যা জীববৈচিত্র্য হ্রাস রোধ, প্রবাল দ্বীপের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন রোধে সেন্টমার্টিন দ্বীপ এবং এর আশেপাশের এলাকাজুড়ে সর্বমোট ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে Marine Protected Area (MPA) হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে অনিয়ন্ত্রিত নৌযান চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ সম্ভব হবে।
3860. নভেরা আহমেদের পরিচয় কী হিসেবে?
কবি
নাট্যকার
কণ্ঠশিল্পী
ভাস্কর