EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?
.৩৩
.৩১
১৮
2. নোবেল বিজয়ী নারী কয়জন?
৫০ জন
৫৭ জন
০৩ জন
০৭ জন
ব্যাখ্যা: [Note: নোবেল পুরস্কার-২০২২ পর্যন্ত নোবেল বিজয়ী নারীর সংখ্যা ৬০ জন (৬১ বার)। উল্লেখ্য, নোবেল। বিজয়ী প্রথম নারী মেরি কুরি। অর্থনীতি, সাহিত্য, শান্তি, চিকিৎসায় নোবেল বিজয়ী প্রথম নারী হলেন যথাক্রমে ইলিনর অস্ট্রম (যুক্তরাষ্ট্র), সেলমা লাগেরলফ (সুইডেন), বার্থাভন সুটনার (অস্ট্রিয়া) এবং গার্টি কোরি (যুক্তরাষ্ট্র)।।
3. RESENT, RESERVE-এই শব্দগুলো কী?
তীব্র বিরক্তি অনুভব
প্রকাশ
বিপরীতধর্মী অর্থ
কোনোটিই নয়
4. একটি ট্রেন সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?
১০০ ফুট
৩০০ ফুট
১১০ ফুট
কোনোটিই নয়
5. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
নৈতিক
অর্থনৈতিক
রাজনৈতিক
সামাজিক
6. 'জ্ঞান হয় পুণ্য'- এই উক্তিটি কার?
থেলিস
সক্রেটিস
এরিস্টটল
প্লেটো
7. যদি চx G = ৪২ হয় তবে Jx ট = ?
১২০
৯২
১১৫
১১০
8. নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? ১ ২ ৪ ৭ ১১ ?
১৪
১৫
১৬
১৮
9. মূল্যবোধের উৎস কোনটি?
ধর্ম
সমাজ
নৈতিক চেতনা
রাষ্ট্র
ব্যাখ্যা: Note: মূল্যবোধের উৎস বহুমাত্রিক। মূল্যবোধ গড়ে উঠার পেছনে যেসব বিষয় সহায়ক হিসেবে কাজ করে তা হলো- পরিবার, ধর্ম, সামাজিক রীতিনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনকানুন, সংবিধান, সংস্কৃতি, আইনের শাসন, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক শিক্ষা ইত্যাদি। মূল্যবোধ একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা। যা দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে ওঠে। মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের একটি অলিখিত সামাজিক বিধান।।
10. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
সত্য
মিথ্যা
আংশিক সত্য
অনিশ্চিত
11. কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
৪ পয়সা
৯৪ পয়সা
৮ পয়সা
৮৪ পয়সা
12. যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০। টাকায় তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে?
৮ফুট
৭ফুট
৬ ফুট
১০ ফুট
13. যাদের বুদ্ধাঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
অতিশয় প্রতিভাশালী
সাধারণ
মানসিক প্রতিবন্ধী
প্রতিভাশালী
14. সুশাসনের পূর্বশর্ত কী?
নিরপেক্ষ আইন ব্যবস্থা
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
প্রশাসনের নিরপেক্ষতা
মত প্রকাশের স্বাধীনতা
ব্যাখ্যা: সাধারণত সুশাসন বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যাতে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যম্ভাবী। সুশাসন ব্যক্তি ও গোষ্ঠীর স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক বিষয়। সুশাসন হলো উত্তম শাসন, কল্যাণ ও ন্যায়ভিত্তিক শাসন, উপযুক্ত, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আইনব্যবস্থা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু সুশাসন বাস্তবায়নের জন্য অপরিহার্য পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতা।
15. 'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
এরিস্টটল
হার্বার্ট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
16. 'সুশাসন' প্রত্যয়টির উদ্ভাবক কে?
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
আইএলও
জাতিসংঘ
17. 'Utilitarianism' গ্রন্থের লেখক কে?
জন স্টুয়ার্ট মিল
বাট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
জেরেমি বেন্থাম
18. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
শুদ্ধাচার
মানবিকতা
মূল্যবোধ
সফলতা
19. সুশাসনের মূলভিত্তি--
গণতন্ত্র
আমলাতন্ত্র
আইনের শাসন
মূল্যবোধ
ব্যাখ্যা: ব্যাখ্যা সুশাসন হলো যৌক্তিক এবং দক্ষভাবে শাসন পরিচালনা। সুশাসন আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। এটি রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। সুশাসন বিষয়টি একটি বহুমাত্রিক আন্তর্জাতিক ধারণা। সুশাসন প্রক্রিয়া জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সরকারের দক্ষতা ও সাড়া প্রদানের ক্ষমতার ওপর নির্ভর করে। বিশ্বব্যাংক (WB) ১৯৯৪ সালে এক গবেষণায় প্রকাশ করে যে, সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। যথা:।. সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, ii. উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো, iii. দায়বদ্ধতা ও জবাবদিহিতা এবং it. স্বচ্ছতা ও অবাধ
20. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে?
সামাজিক দিক
অর্থনৈতিক দিক
মূল্যবোধের দিক
গণতান্ত্রিক দিক