MCQ
3821. Liza had given me two
pair of jean
pairs of jean
pair of jeans
pairs of jeans
3822. বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
৯ (নয়) টি
১১ (এগারো) টি
১০ (দশ) টি
১২ (বারো) টি
ব্যাখ্যা: [Note: Geographical Indication (GI) বা ভৌগোলিক নির্দেশক পণ্য বলতে এমন সব পণ্যকে বোঝায়, যা একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে সেই অঞ্চলের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (World Intellectual Property Organization)। বর্তমানে বাংলাদেশে মোট ভৌগোলিক নির্দেশক পণ্য ১৭টি। যথা:। জামদানি শাড়ি, বাংলাদেশের কি ইলিশ, iii. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, . বিজয়পুরের সাদা মাটি, ১. দিনাজপুর কাটারিভোগ, vi. বাংলাদেশ কালিজিরা। tii. রংপুরের শতরঞ্জি, vii. রাজশাহী সিল্ক, ix. ঢাকাই মসলিন, 1. বাগদা চিংড়ি, xi. রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, xii. শেরপুরের তুলশীমালা ধান, xiii. চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, এ, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, ১০. বগুড়ার দই, xui, বাংলাদেশের শীতলপাটি এবং xvii. নাটোরের কাঁচাগোল্লা (৩০ নভেম্বর ২০২৩)।
3823. Would you please find out Bangladesh map? the
in
on
over
at
3824. বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
মার্শাল আইল্যান্ড
মালদ্বীপ
গ্রানাডা
বাহাম
3825. Complete the sentence. If I were you, I take the money
shall
will
would
may
3826. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
কার্তিক, ফাল্গুন
চৈত্র-বৈশাখ
ভাদ্র- অশ্রহায়ণ
শ্রাবণ, আশ্বিন
3827. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
টোকিও
ম্যানিলা
ভারত
নেপাল
3828. বাংলাদেশ সদস্য নয়:
SAARC
NATO
BIMSTEC
ILO
ব্যাখ্যা: ব্যাখ্যা ৪ এপ্রিল ১৯৪৯ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের শক্তিশালী সামরিক জোট North Atlantic Treaty Organization (NATO) গঠিত হয়। এর বর্তমান ৩১টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ নেই। ৪ এপ্রিল ২০২৩ ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে ফিনল্যান্ড যোগদান করে।
3829. কোন দেশে সমুদ্রবন্দর নেই?
নেপাল
গ্রিস
মালদ্বীপ
ভেনেজুয়েলা
ব্যাখ্যা: ব্যাখ্যা যে দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই, তাদের স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয়। সার্কভুক্ত Land Locked বা স্থলবেষ্টিত দেশ হিসেবে পরিচিত নেপাল, ভুটান ও আফগানিস্তানের কোনো সমুদ্রবন্দর নেই। কিন্তু, মালদ্বীপ, গ্রিস ও ভেনিজুয়েলায় সমুদ্র বন্দর রয়েছে। উল্লেখ্য, বিশ্বে মোট সমুদ্রবন্দরবিহীন স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫টি। এর মধ্যে এশিয়ায় ১০টি, ইউরোপে ১৭টি, আফ্রিকায় ১৬টি এবং দক্ষিণ আমেরিকায় ২টি সমুদ্রবন্দরবিহীন দেশ রয়েছে। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরি।
3830. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'ভাষা দিবস' হিসেবে কোন দিনটি পালন করা হতাকে?
২৫ শে জানুয়ারি
১১ ই ফেব্রুয়ারি
১১ই মার্চ
২৫ শে এপ্রিল
3831. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?
ইতালি
গ্রিস
তুরস্ক
ফ্রান্স
3832. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড
ব্যাখ্যা: [Note: কূটনৈতিক ক্ষেত্রে সাহসী ও অসামান্য অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম 'বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স'। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর এ পুরস্কার প্রদান করে। ২০২২ সালে এ পুরস্কার লাভ করেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত লায়লা হোসেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।।
3833. বাংলাদেশের ঘষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?
১০ জুন থেকে ১৬ জুন, ২০২২
১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২
3834. Giving someone the cold shoulder" means-
To torture somebody
To harm somebody
To Appreciate somebody
To ignore somebody
3835. ক্ষুদ্রতম মহাদেশ:
অস্ট্রেলিয়া
আফ্রিকা
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা: [Note: বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ মহাদেশ। এ মহাদেশে ১৪টি স্বাধীন দেশ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে। আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু। 'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ 'এশিয়ার দক্ষিণাঞ্চল'। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকাকে বলা হয় 'বৃহদাকার চিড়িয়াখানা'। উল্লেখ্য, আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।।
3836. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
রোম
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি
3837. বাঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
নন্দীয়া
ত্রিপুরা
পুরুলিয়া
বরিশাল
3838. যদি ICE: COLDNESS, Your EARTH: ?
weight
jungle
sea
Gravity
3839. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
১৯২৯
১৯৩০
১৯৩১
১৯৩২
3840. D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
আবুজা
ঢাকা
তেহরান
ইস্তাম্বুল