MCQ
761. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
বাসেল, সুইজারল্যান্ড
ব্রাসেলস, বেলজিয়াম
জেনেভা, সুইজারল্যান্ড
ব্রাসিলিয়া, ব্রাজিল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (IOM) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
762. 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করেন-
আশুতোষ ভট্টাচার্য
আশরাফ সিদ্দিকী
দীনেশচন্দ্র সেন
অমর্ত্য সেন
763. The correct spelling is:
Playwrite
Playwright
Playwrighte
Playwritee
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: শুদ্ধ বানান playwright (নাট্যকার)।
764. একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। কিন্তু লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি03/4 হয়। ভগ্নাংশটি কত?
5/7
7/9
3/4
4/5
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: সমাধান: ধরি, ভগ্নাংশটির লব = x
হর = y
প্রশ্নমতে, x-1 /y-1= 2/3
⇒ 3x-3=2y-2
⇒3x= 2y-2+3
⇒3x = 2y +1
⇒x= 2y +1 / 3……..(i)
আবার, x+1/ y+ 1=3/4
⇒ 4x + 4 = 3y +3
⇒4(2y+1/3)+ 4=3y+3
⇒8y+4+12= 9y+9
⇒ 8y-9y= 9-4-12
⇒-y=-7
(i) ⇒x=2.7+1 /3 = 15/3=5
ভগ্নাংশটি = 5/7
765. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
১৬০৮
১৬১০
১৬০৯
১৬১২
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
766. একজন ব্যাটসম্যান ২১টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমে ৯৬ রান করে। তার বাউন্ডারির সংখ্যা কত?
১৫
১৬
১৪
১৩
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ধরি, বাউন্ডারী অর্থাৎ ৪ এর সংখ্যা = xটি ওভার বাউন্ডারী অর্থাৎ ৬ এর সংখ্যা = ২১ - xটি প্রশ্নমতে, ৪x + ৬ (২১ - x) = ৯৬
বা, ৪x + ১২৬-৬x = ৯৬
বা,- ২x = ৯৬-১২৬
বা, -২x = - ৩০ x = ১৫
বাউন্ডারীর সংখ্যা x = ১৫ টি
767. Identify the correct sentence:
Bread is usually made of wheat.
Bread is usually made with wheat.
Bread is usually made by wheat.
Bread is usually made from wheat.
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: কোনো কিছু উৎপাদনের পর সৃষ্টি বস্তুতে উপাদান যদি চোখে দেখে শনাক্ত করা না যায় তাহলে made from এবং যদি উপাদান শনাক্ত করা যায়, তাইলে made of বসে।
768. যুগ সন্ধিক্ষণের কবি কে?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.
মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের' কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
769. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
১৪
১৫
১৬
১৭
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে। ২০১৮ সালের ০৮ই জুলাই সংবিধান। (সপ্তদশ সংশোধন) বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়।
770. Sounding the same but spelt differently.
Symphonious
Homophonous
Synonyms
Saminynous
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: যে শব্দের উচ্চারণ একই কিন্তু বানান ও অর্থ ভিন্ন তাকে Homephonous বলে। যেমন right (সঠিক); write (লেখা); wright (নির্মাতা/লেখক)।
771. The correct sentence is:
I wish I were a king
I wish I was a king
I wish I will be a king
I wish I am a king
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: কোনো বাক্যে sub + wish/fancy থাকলে সাধারণত দ্বিতীয় বাক্যে sub + v2 অথবা sub + would/could + v₁ বাসে। তবে, unreal past বুঝাতে to be verb থাকলে তা সর্বদাই were হয়। অর্থাৎ শুদ্ধ বাক্য: I wish I were a king.
772. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম?
টিটেনাস
রেবিস
হাম
যক্ষ্মা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: 'স্ট্রিট ভাইরাস' (Street Virus) র্যাবিস রোগের জীবাণুর নাম।
773. পঞ্চাশ বছর পূর্ণ হওয়াকে কী বলে?
হীরক জয়ন্তী
রজত জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী
শতাব্দী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ৫০ বছর পূর্তিকে বলা হয়: সুবর্ণ জয়ন্তী/স্বর্ণ জয়ন্তী (Golden. Jubilee) ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী (Diamond Jubilee)
774. 'জীবন আমার বোন' উপন্যাসটি লিখেছেন-
সেলিনা হোসেন
হুমায়ূন আহমেদ
রশীদ হায়দার
মাহমুদুল হক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক। তাকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে। তার লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন (১৯৯৭)। জীবন আমার বোন তার একটি উপন্যাস।
775. The antonym of 'gentle' is:
modest
clever
rude
narrow
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: Gentle (নম্র/সদয়) এর antonym হচ্ছে rude (অভদ্র/রূঢ়) modest বিনয়ী; clever চালাক; marrow সংকীর্ণ।
776. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কৃত তারিখে শুরু হয়?
৭ এপ্রিল, ১৯৭২,
১০ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭৩
১০ এপ্রিল, ১৯৭৩
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে।
777. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম-
পথের দাবী
পল্লী সমাজ
শ্রীকান্ত
গোরা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ১৯১০ সালে রচিত 'গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রাহ্মসমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারীমুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত।
778. BRICS এর সদর দপ্তর কোথায়?
সাংহাই
কাঠমুন্ডু
জেনেভা
ঢাকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: [নোটঃ BRICS এর কোন সদর দপ্তর নেই।]
779. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
হেপারিন
হিস্টোমিন
হিমোগ্লোবিন
লিম্ফোসাইট
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তের মধ্যে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তাছাড়া রক্তের ক্রমাগত সঞ্চালনের কারণ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না।
780. BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি?
নেপাল ও শ্রীলংকা
নেপাল ও ভুটান
নেপাল ও থাইল্যান্ড
নেপাল ও পাকিস্তান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Engineering MCQ
Civil SAE question
খাদ্য অধিদপ্তর প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: মিয়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMSTEC করা হয়। ১৯৯৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ২য় বৈঠকে নেপালকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে, ২০০৩ সালে নেপাল ও ভুটান কে সংগঠনটির পূর্ণ সদস্যের পদ প্রদান করা হয়।