MCQ
2341. 5A কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে সময় লাগে-
500 সেকেন্ড
0.05 সেকেন্ড
20 সেকেন্ড
2 মিনিট
2342. বিদ্যুৎ বিভব, V সমান-
WQ ভোল্ট
W/Q ভোল্ট
Q/W ভোল্ট
Q/t ভোল্ট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ধরি, Q একটি পজিটিভ চার্জ বাতাসে স্থাপিত হয়েছে এবং পাশে কিছু দূরে এ চার্জ অবস্থান করছে। এই q চার্জকে A বিন্দুতে আনতে সম্পাদিত কাজ w হলে, w = vxq ইলেকট্রিক পটেনশিয়াল, v=w/q
2343. এক কুলম্ব সমান-
628 × 10^16 ইলেকট্রনের চার্জ
6.28 × 10^-16 ইলেকট্রনের চার্জ
682 × 10^18 ইলেকট্রনের চার্জ
6.82 x 10^-18ইলেকট্রনের চার্জ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক কুলম্ব = 628 × 10^16 ইলেকট্রন চার্জ।
2344. যদি 5A কারেন্ট 5 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে স্থানান্ত রিত চার্জ হবে-
25 কুলম্ব
300 কুলম্ব
60 কুলম্ব
1500 কুলম্ব
2345. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
শক্তি
ক্ষমতা
বিদ্যুচ্চালক বল
ইলেকট্রোমোটিভ ফোর্স (EMF)
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা ঢাপকে বিদ্যুচ্চালক বল (Electromotive Force) বা ভোল্টেজ বলে। এর প্রতীক V।
2346. একটি পরমাণুর ব্যাস-
10^-6 মিটার
10^-10 মিটার
10^-15 মিটার
10^-2 মিটার
2347. যদি একটি সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয়, তবে কারেন্ট-
অপরিবর্তিত থাকবে
অর্ধেক হবে
দ্বিগুণ হবে
চারগুণ বৃদ্ধি পাবে
2348. বৈদ্যুতিক কারেন্ট হলো-
ইলেকট্রিক চার্জের নড়াচড়া
অ্যাটমের কম্পন
ইলেকট্রিক্যাল হাঞ্জনিয়ারিং
প্রোটন অথবা নিউট্রনের নড়াচড়া
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ (ইলেকট্রন) প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক কারেন্ট বলে।
2349. চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে-
বিদ্যুৎ বিভব
বিদ্যুচ্চালক বল
শক্তি
ক্ষমতা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: চার্জিত বস্তুর কাজ করার সামর্থকে শক্তি বলে।
2350. 4,500 কুলম্ব চার্জকে 15 মিনিটে স্থানান্তরিত করতে কারেন্টের প্রয়োজন-
5A-এর
300 A-এর
1/300A-এর
15 A-এর
2351. কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা নির্ভর করে ঐ পদার্থের পরমাণুর-
ইলেকট্রনের মোট সংখ্যার উপর
ইলেকট্রন এবং প্রোটনের মোট সংখ্যার উপর
ইলেট্রকন, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারমাণবিক সংখ্যা একটি অ্যাটমে প্রোটন বা ইলেকট্রন সংখ্যা।
2352. একটি সরল সার্কিটে ডিসি সরবরাহ করা হলে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে, যদি-
সার্কিটে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়
প্রয়োগকৃত ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স স্থির থাকে
সার্কিটে রেজিস্ট্যান্স হ্রাস পায়
প্রয়োগকৃত ভোল্টেজ হ্রাস পায়
2353. ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর-
1480 গুণ বেশি
18400 গুণ বেশি
1840 গুণ বেশি
14800 গুণ বেশি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলেকট্রনের তুলনায় প্রোটন বা নিউট্রন 1840 গুণ ভারী।
2354. প্রোটনের ভর, নিউট্রনের ভরের-
.625 × 10^12
1.6 × 10^19 গুণ
সমান
1840 গুণ
2355. কোনো পদার্থের পারমাণবিক ওজন নির্ভর করে ঐ পদার্থের পরমাণুর-
ইলেকট্রনের সংখ্যার উপর
প্রোটনের সংখ্যার উপর
প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পারমাণবিক ওজন= প্রোটন সংখ্যা+ নিউট্রন সংখ্যা
2356. এক ঘন সেন্টিমিটার তামার একটি টুকরোতে স্বাভাবিক তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা-
8.5 × 10^12 টি
85 × 10^15 টি
8.5 × 10^22 টি
8.5 × 10^25 টি
2357. ওহমের সূত্র-
V=IR
R= I/V
I=R/V
I= VR
2358. পরমাণুর সবচেয়ে হাল্কা কণিকা-
নিউট্রন
ইলেকট্রন
প্রোটন
সবগুলোর সমান ওজন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলেকট্রন হালকা কণিকা।
2359. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
কুলম্বে
জুলে
অ্যাম্পিয়ারে
ভোল্টে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে এক কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয়, তবে ঐ দু'স্থানের বিভব পার্থক্যকে বলা হয় এক ভোল্ট (volt).
2360. একটি নিউক্লিয়াসের ব্যাস-
10^-31 মিটার
10^-27 মিটার
10^-21 মিটার
10^-15 মিটার