Image
MCQ
3781. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা-
৪২টি
৪৪টি
৪৬টি
৪৮টি
3782. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
৪:১:১
৪:২:৩
৪:২:২
৪:৩:২
3783. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ট্যাকোমিটার
অ্যালটিমিটার
ওডোমিটার
অডিওমিটার
3784. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
পরিবহণ
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ভবন নির্মাণ
শিল্প
3785. বাতাস একটি--
ডায়াচুম্বকীয় পদার্থ
প্যারাচুম্বকীয় পদার্থ
ফেরেচুম্বকীয় পদার্থ
অ্যান্টিফেরেচুম্বকীয় পদার্থ
3786. সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
Na₂O
ZnO
Ai₂O3
CuO
3787. অণুজীব বিজ্ঞানের জনক কে?
রবার্ট কক্
এডওয়ার্ড জেনার
লুইস পাস্তুর
এন্টনি ভন লিউয়েন হুক।
3788. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-
ফোকাস
ফ্রাকচার
ফল্ট
এপিসেন্টার
3789. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়-
রেডিও ওয়েভ
অবলোহিত রশ্মি
আল্ট্রা ভায়োলেট
দৃশ্যমান রশ্মি
3790. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
SiO2
Na₂CO3
Fe2O3
NaNO3
3791. নিচের কোনটি প্রাইমারি দূষক?
HNO3
SO2
NO
NO2
3792. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-
ঘড়ির কাঁটার দিকে
ঘড়ির কাঁটার বিপরীতে
সোজা
কোনোটিই সঠিক নয়
3793. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
৩৩
৩৮
৩৬
88
3794. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
সিএফসি
নাইট্রাস অক্সাইড
3795. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
দেহ-কেন্দ্রিক ঘনকাকার
সংঘবদ্ধ-ঘনকাকার
সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
3796. HPLC-এর পূর্ণরূপ কী?
High Pressure Liquid Chromatography
High Power Liquid Chromatography
High Plant Liquid Chromatography
High Performance Liquid Chromatography
3797. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল-
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
3798. নিচের কোনটি চার্লসের সূত্র?
V∞T
PV=KV
n
P=T
3799. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
চারটি
পাঁচটি
তিনটি
দুইটি
3800. GPU-এর পূর্ণরূপ কী?
Graph Processing Unit
Graphic Processing Unit
Graphics Processing Unit
Geographical Processing Unit