Image
MCQ
141. মোল্ড গর্তে গলিত ধাতু সহজে প্রবাহিত করতে- সাহায্য করে।
ফিলেট
অ্যালুমিনিয়াম
মোম
লৌহ
142. রাইজার-এর উদ্দেশ্য হলো-
মোন্ড ক্যাভিটিতে গলিত ধাতু সরবরাহ
গলিত ধাতুর আধার হিসেবে
মোল্ডের ভিতর থেকে বাতাস বের করা
পিউরিন বেসিন থেকে গেট পর্যন্ত গলিত ধাতু সরবরাহ
143. প্যাটার্ন তৈরিতে সিংকেজ বা কনস্ট্রাকশন অ্যালাউন্স ১০০ মিমি-এ কত রাখা হয়?
১/২ মিমি
২/৩ মিমি
৩/৪ মিমি
২/৪ মিমি
144. বালির গুণের সংঘবদ্ধতার উপর ভিত্তি করে যে গুণাগুণ নির্ধারিত হয় তাকে বলে--
কলাপ্সিবিলিটি
পারমিয়্যাবিলিটি
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
145. কোর ব্যবহৃত হয়-
ঢালাইয়ের অভ্যন্তরে গর্ত বা ফাঁপা রাখা
মোল্ড সারফেস উন্নত করা
গ্রিন স্যান্ড মোল্ড একটি অংশ তৈরি করা
উপরের সবকয়টি
146. প্লাস্টার প্যাটার্ন তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক্যালসিয়াম
জিপসাম সিমেন্ট
ব্রাস
কোনোটিই নয়
147. মোল্ডিং বালির যে গুণের কারণে মোন্ডে গলিত ধাতু ঢালার পর সৃষ্ট বাতাস, বাষ্প বা গ্যাস সহজেই এর ভিতর দিয়ে বের হতে পারে, তাকে বলে-
কলাপসিবিলিটি
পারমিয়্যাবিলিটি
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
148. মেশিনিং করা হবে এমন তলের ক্ষেত্রে প্যাটার্নে কোন রং ব্যবহার করা হয়?
লাল
সবুজ
হলুদ
কালো
150. মোল্ডিং প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
151. সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং পদ্ধতিতে কাস্টিং-এর মধ্যস্থলে অপদ্রব্য জমা হয় কি?
হ্যাঁ
না
154. অবশিষ্ট মেশিনিংবিহীন পৃষ্ঠতলকে মার্ক করা হয় কী দ্বারা?
লাল রং
কালো রং
হলুদ রং
নীল রং
155. কোনো তীক্ষ্ণ কর্নারকে কনকেভ রূপ দেয়াকে কী বলে?
ফিলেট
অ্যালাউন্স
মোম
কোনোটিই নয়
156. ডাই কাস্টিং মেশিন কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
157. গলিত ধাতুকে উচ্চ চাপে ধাতব মোন্ডে সরবরাহ করিয়ে ঢালাই কাজ সম্পন্ন করাকে কাস্টিং বলে।
ডাই
শেল মোল্ড
স্নাশ
লস্ট ওয়াক্স
158. দুইটি অংশ নিয়ে গঠিত মোল্ডের উপরের অংশকে বলে-
চিক
ড্রাগ
কোপ
কোনোটিই নয়
159. গড় কাজে, ইনভেস্টমেন্ট কাস্টিং-এ টলারেন্স-এর জন্য তৈরি হয়-
±0.05 mm
±0.5 mm
±10.2 mm
±0.9 min
160. ব্যবহার অনুযায়ী মোল্ডিং স্যান্ড কয় প্রকার?
১০ প্রকার
৫ প্রকার
৯ প্রকার
৮ প্রকার