MCQ
161. বিগলন জোনের উপরে কোন জোন থাকে?
ক্রুসিবল
স্ট্যাক
সুপারহিটিং
প্রিহিটিং
162. রিফ্ল্যাক্টরি কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
163. যখন গলিত ধাতু 10-200 টন প্রয়োজন হয় তখন কোন চুল্লি ব্যবহৃত হয়?
ওপেন হার্থ ফার্নেস
কুসিবল
কিউপোলা
রোটারি ফার্নেস
164. অ্যালুমিনিয়ামের গলন তাপমাত্রা কত?
1000°C
800°C
705°C
857°C
165. প্যাটার্নে মেশিনিং-এর জন্য কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
সংকোচন অ্যালাউন্স
ফিনিশিং অ্যালাউন্স
ট্যাপার অ্যালাউন্স
র্যাপিং অ্যালাউন্স
166. কিউপোলা ফার্নেসে বিগলন জোনের নিচে কোন জোন থাকে?
সুপারহিটিং
ক্রুসিবল
প্রিহিটিং
স্ট্যাক
167. মোল্ড হতে প্যাটার্ন উত্তোলনের সময় মোল্ডের কিনারা যেন ভেঙে না যায় সে-জন্য প্যার্টানে কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
মেশিনিং
র্যাপিং
সংকোচন
ড্রাফট
168. কোনটি নিউট্রাল রিফ্যাক্টরি?
সিলিকা
চুন
গ্রাফাইট
কোনোটিই নয়
169. কিউপোলা ফার্নেসে রিডিউসিং জোনের তাপমাত্রা মোটামুটি কত?
2192°F
200°F
2500°F
1500°F
170. রিফ্যাক্টরিনেস' অর্থ হলো-- পদার্থ।
তাপ প্রতিরোধক
গ্রাফাইট
সিলিকা
চিটাগুড়
171. নিচের কোনটি গলন কাজে ব্যবহৃত হয়?
ল্যাডেল
অলিভিন
জিরক
কার্লন
172. রিফ্ল্যাক্টরি ম্যাটেরিয়াল একপ্রকার-- পদার্থ।।
তাপ নিরোধক
অ্যাসিড
বেসিক
নিউট্রাল
173. ফার্নেস লাইনিং কত প্রকার?
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৭ প্রকার
174. চুল্লির যে অংশে চার্জের পুনঃগলন ক্রিয়া সম্পন্ন হয়,তাকে--জোন বলে।
প্রিহিটিং
স্ট্যাক
বিগলন
ক্রুসিবল
175. প্রিহিটিং জোনের তাপমাত্রা কত?
3000°F
500°C
2000°F
3000°C
176. কোথায় রিফ্যাক্টরি ব্যবহৃত হয়?
চুল্লি নির্মাণে
চিমনি নির্মাণে
বয়লার কনস্ট্রাকশনে
উপরের সবগুলো
177. মাস্টার প্যাটার্ন কী দ্বারা তৈরি করা?
চামড়া
রবার
ফোম
কাঠ
178. কিউপোলা চুল্লিতে আয়রন ও কোকের অনুপাত-
৬:৩
১০:১
৬:৩
৬:২
179. কিউপোলার দক্ষতা কত?
(৩০-৫০)%
৬০ %
৭০ %
(৬০-৭০)%
180. নিচের কোনটি তাপ নিরোধক পদার্থ?
ডলোমাইট
সিলিকা
ফায়ার-ক্লে
উপরের সবগুলো